মৃত্যু পাখির ডাক

মুহম্মদ মাসুদ ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার, ০৭:৫৫:৫২অপরাহ্ন ছড়া ৬ মন্তব্য

কোন এক রমজান মাসে
শুক্রবারে জুম্মাঘরে।
মৃত্যপাখির যেন ডাকে পরে
জুম্মার নামাজে।

রোজা রেখে বিদায় নেব
এই পৃথিবীর মায়া।
রোজা নামাজ সবই যেন
হবে মোর ছায়া।

আল্লাহর কাছে দোয়া করি
দুটি হাত তুলে।
মাফ করে দিও গোনাহ যত
করেছি শত ভুলে।

ঋণী যত হয়েছি আমি
ধারদেনা পড়েছে যত ভাগে।
পরিশোধ করতে দিও আমায়
মৃত্যুপাখির সাক্ষাতের আগে।

খোদার কাছে আবেদন আমার
পূরণ করিও সদিচ্ছা।
তোমার কাছেই মাথা নত
তোমার কাজেই জীবন দেব স্বেচ্ছা।

১জন ১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ