কোন এক রমজান মাসে
শুক্রবারে জুম্মাঘরে।
মৃত্যপাখির যেন ডাকে পরে
জুম্মার নামাজে।
রোজা রেখে বিদায় নেব
এই পৃথিবীর মায়া।
রোজা নামাজ সবই যেন
হবে মোর ছায়া।
আল্লাহর কাছে দোয়া করি
দুটি হাত তুলে।
মাফ করে দিও গোনাহ যত
করেছি শত ভুলে।
ঋণী যত হয়েছি আমি
ধারদেনা পড়েছে যত ভাগে।
পরিশোধ করতে দিও আমায়
মৃত্যুপাখির সাক্ষাতের আগে।
খোদার কাছে আবেদন আমার
পূরণ করিও সদিচ্ছা।
তোমার কাছেই মাথা নত
তোমার কাজেই জীবন দেব স্বেচ্ছা।
৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আল্লাহ তায়ালা আপনার স্বদিচ্ছা গুলো পুরণ করে দিক।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
সুন্দর দরখাস্ত আল্লাহর দরবারে। আল্লাহর কাছে আমারাও একই আশা ইচ্ছা। পুরুণ হবে ইনশা আল্লাহ।
হালিমা আক্তার
মহান আল্লাহ পাক কারো ইচ্ছা অপূর্ণ রাখেনা। আল্লাহ সকলের সুন্দর আশা পূর্ণ করুন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মনোবাঞ্চনা পূর্ণ হোক । ঈশ্বর মঙ্গল করুন। অফুরন্ত শুভকামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হে আল্লাহ্ কবির সঙ্গে আমাদের সকলের মোনাজাত কবুল করুন — “খোদার কাছে আবেদন আমার
পূরণ করিও সদিচ্ছা।
তোমার কাছেই মাথা নত
তোমার কাজেই জীবন দেব স্বেচ্ছা”।
আরজু মুক্তা
আল্লাহ আমাদের সকলের ইচ্ছাই পূরণ করুক