কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের বাসিন্দা। সবার আগে দেশ- এই আপ্তবাক্য বুকে ধারণ করে ১৯৭১ সালে স্ত্রী ও ছোট্ট সন্তানকে রেখে চলে গিয়েছিলেন দেশ স্বাধীন করতে। কোরমা বাগানে শত্রুদের সাথে সম্মুখ যুদ্ধে হারিয়েছিলেন বন্ধু মুক্তিযোদ্ধা গনিকে। ৩৬টি হ্যান্ড গ্রেনেড ছুঁড়ে টানা সাতদিন ব্লক করে রেখেছিলেন পাকিস্তানী সৈন্যদের। আরও কত সেই লোমহর্ষক অভিজ্ঞতাগুলো! দেশ স্বাধীন করে ঘরে ফিরে দেখলেন, ঘর বলতে কিছু নেই। সব জ্বলে-পুড়ে শেষ। সহায় সম্পত্তি বলতে কিছুই ছিল না, তাই পেট চালানোর জন্য সফর আলী নামের এই ‘মুক্তিযোদ্ধা’ শুরু করলেন রিক্সা চালানো! এভাবেই শুরু হলো তাঁর জীবন সংগ্রাম। যত দিন শরীরে শক্তি ছিল কাজ করে নিজের, স্ত্রীর- দুজনের খাবারের টাকা যোগাতেন। এখন ডান হাতে ইনফেকশন হওয়ায় কিছুই করতে পারেন না। ডান হাতের অবস্থা এতটাই বীভৎস, দেখলে শিউরে ওঠবে যে কেউই!
১২টি মন্তব্য
ব্লগার সজীব
শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা- মোঃ সফর আলীকে।
হৃদয়ের স্পন্দন
শুভ কামনা ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য
আবু জাঈদ
লজ্জাবনত শ্রদ্ধা এই বীরের প্রতি। শেয়ার অবশ্যই করে দিলাম
হৃদয়ের স্পন্দন
shuvo kamona janben
শুন্য শুন্যালয়
আপনাদের এই চমৎকার উদ্যোগ এর জন্য সাধুবাদ জানাই। সফল হোক আপনাদের এই মহান উদ্যোগ। মুক্তিযোদ্ধা সফর আলীকে আমার নতজানু শ্রদ্ধা।
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ আপু 🙂
মামুন
শ্রদ্ধা রইলো…
জিসান শা ইকরাম
স্যাল্যুট বীর মুক্তিযোদ্ধা- মোঃ সফর আলী ।
ফেইসবুকের ইভেন্টে আছি।
হৃদয়ের স্পন্দন
শুভ কামনা সাথে ধন্য যোগ
প্রজন্ম ৭১
সাথে আছি
হৃদয়ের স্পন্দন
স্বাগতম জানবেন
খেয়ালী মেয়ে
শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধা সফর আলীকে………