মিথ্যুকের আর্তনাদ

মোহাম্মদ আয়নাল হক ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার, ০৬:০০:২৪পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

-{@ রাতের বেলা ঘুমিয়ে ছিলো চোখে
ঘুমের নেশা
এক কামড়ে নষ্ট করল কাল ঘরের মশা
রেগে বলল
আন কামান আনো চাবুক খানি
চিৎকার শুনে সবাই আসল দেখলো
এসে ছোট্র মশা প্রাণি
লোকটা তখন বদ মেজাজী ভয়ে যাচ্ছে
মরে
আসছো তোমরা বস আমার বিপদে ঘরে
সর্দার বলল কাঁদো কেন মশাকেই
ভয় পাও
লোকটি হেসে বলল
দেখলাম কেঁন্ধে তোমরা আমায়
কতখানি চাঁও
দু_দিন পরে রাত বারোটায় আসলো
ডাকাত ঘরে ডাকাত, ডাকাত কে
কোথায় বাঁচাও তোমরা মোরে
মহল্লায় লোক বলল সবাই আজ আবার কি
হয়
সর্দার বলল,কেউ যাবেনা এটাও
তাহার মিথ্যা অভিনয়
ডাকাত নিয়ে গেলো সব মাল
ভাবলো তখন নিজে
নিজের ভুলে সব হারালো দোষ নাই
কারো মাঝে

৪৮৮জন ৪৮৮জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ