ভালবাসা একটি নদীর মত
এর প্রবাহ অশেষ আঁকা-বাঁকা
ভালবাসা একে অপর কে
উত্তর দিতে দেখায় স্বপ্ন অনুপল ।
ভালবাসা স্থির-দূরত্ব গাছের মত,
বিচ্ছেদেও এর দূরত্ব বাড়ায় না
ভালবাসা একে অপর কে
মৃত্যুহীন অলংঙ্কার পরিয়ে দেয় ।
ভালবাসা একটি স্বপ্ন দৃশ্যের মত
স্বপ্নচূড়ায় ঝরে-পরা উৎস নদী,
সাঁতার কাটা সমুদ্রময়ী স্মৃতি ;
ভালবাসা একে অপর কে খোঁজে
পথভ্রষ্ট দরজা বন্ধ পথের মাঝে ।
৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা এমনি। ভালো হয়েছে।ধন্যবাদ দাদা। শুভ কামনা রইলো
দেবজ্যোতি কাজল
তোমার বাড়ি কোথায় ?
আমার পশ্চিমবঙ্গে । উত্তর দিনাজপুর ।
সুপর্ণা ফাল্গুনী
বাংলাদেশ। ঢাকায় থাকি।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা এক স্রোতস্বিনী নদী
শুরু আছে, শেষ নেই..
কখনো উচ্ছল,
কখনো নির্মল
কখনো ধীরে বয়ে চলা মায়াবী ধারা…
ভালোবাসার কবিতায় আপনাকে নতুন রুপে পেলাম 🙂
শুভ কামনা 🌹🌹
অনন্য অর্ণব
আসলেই ভালোবাসা এমন একটি শব্দ যাকে সংজ্ঞায়ন করা আমার পক্ষে আদৌ সম্ভব না। আপনার উপমায়ন কিছু টা ব্যাতিক্রম। খুব ভালো লাগলো কবিটাতা।
সুপায়ন বড়ুয়া
“ভালবাসা স্থির-দূরত্ব গাছের মত,
বিচ্ছেদেও এর দূরত্ব বাড়ায় না “
ভালবাসার মৃত্যু নেই
চলে অবিরত।
লাগলো ভাল। শুভ কামনা।