মিথ্যা নয়

দেবজ্যোতি কাজল ১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ১১:২৫:২৬অপরাহ্ন সাহিত্য ৬ মন্তব্য

ভালবাসা একটি নদীর মত
এর প্রবাহ অশেষ আঁকা-বাঁকা
ভালবাসা  একে অপর কে
উত্তর দিতে দেখায় স্বপ্ন অনুপল ।

ভালবাসা স্থির-দূরত্ব গাছের মত,
বিচ্ছেদেও এর দূরত্ব বাড়ায় না
ভালবাসা একে অপর কে
মৃত্যুহীন অলংঙ্কার পরিয়ে দেয় ।

ভালবাসা একটি স্বপ্ন দৃশ্যের মত
স্বপ্নচূড়ায় ঝরে-পরা উৎস নদী,
সাঁতার কাটা সমুদ্রময়ী স্মৃতি ;
ভালবাসা একে অপর কে খোঁজে
পথভ্রষ্ট দরজা বন্ধ পথের মাঝে ।

১৫২৬জন ১৪৫৪জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ