আজ সন্দ্ব্যাবেলায় ফেসবুকে একটা স্ট্যাটাস দেখে মনটা খুব খারাপ লাগছে ।। “সোনার পালংকের পরে, বেঁধে রেখেছিলেম যারে– ”
“তুমি কার লাগিয়া গাঁথরে সখি বকুল ফুলের মালা। ”
“বুকের মইদ্যে বান্দ্বি রাক্ষুম তোঁয়ারে ও ননাই রে। ”
— ক্ষুদেগানরাজের পিচ্চি মেয়ে ঝুমার গাওয়া এ গানগুলি আজো আমার কম্পিউটার এ আছে ।।একজন দিনমজুর এর মেয়ে ঝুমার বাবার সাধ্য ছিলোনা সেদিনের ১১ বছরের মেয়েটিকে একটা নতুন জামা পরিয়ে মঞ্চে তুলে দেয় ।।তার বাবার মালিকের কিনে দেয়া জামা পরে সেদিন মঞ্চে উঠেছিল ঝুমা ।।ওর অসাধারণ কন্ঠের জন্য এক খ্যাতিমান শিল্পী তার পরবর্তী জীবনের দ্বায়িত্ব নেন। সেই ঝুমা আজ ১৪ বছর বয়সে ৩৫ বছরের বিবাহিত ২ সন্তানের জনকের সাথে বাড়ী ছেড়ে পালিয়েছে ।। আর একজনের কথাও জানি কুস্টিয়ায় থাকার সুবাদে “ক্লোজআপ তারকা সালমা ” যে নাকি এখন তারকা হবার পরে এলাকার প্রতিবেশী, যাদের সাহায্যে কোন কোন দিন তাদের হাড়ীতে ভাত উঠতো — এখন দুটি কথা বলতেও তাচ্ছিল্য বোধ করে ।।এমনকি পুরোনো ব্যাকডেটেড স্বামীকেও তালাক দিয়ে বিদায় করেছে ।।
আরও একজনের কথা জানি, “একদিন যে পেটের দায়ে রেলগাড়িতে গান করে সংসার চালাতো,সেই ক্লোজআপ এর আরেক তারকা নোলক বাবু
যিনি নাকি অনেকদিন তারার মতই আকাশ দিয়েই হেঁটেছেন প্রচন্ড দম্ভভরে, পরে অবশ্য কোথায় হারিয়ে গেছেন কেউ জানিনা ।।
———- আমার মনে প্রশ্ন জাগছে, এই যে হঠাৎ করে রাতারাতি মিডিয়াওয়ালারা এই সব ঈশ্বর প্রদত্ত প্রতিভাকে তাদের শেকড় থেকে উপড়ে এনে বিত্তবৈভবের এক আলীশান জগতে স্থাপিত করতে চাইছেন
তাতে আসলে কার মংগল হচ্ছে ?? সমাজের ?? –না ।। ওদের ?? — তাও না ।। বরং ওরা ওদের শেকড় হারিয়ে নিজেদেরই হারিয়ে ফেলছে ।।
——- তবে মিডিয়ার লাভ কিন্তু ঠিকই হচ্ছে, প্রচার,হাই-টি.আর.পি, প্রচুর বিজ্ঞাপন ।।
৬টি মন্তব্য
মিসু
খুব ভালো একটি পয়েন্ট তুলে এনেছেন ।
আদিব আদ্নান
হয়ত এটিও আমাদের অবক্ষয়ের আর একটি দিক ।
জিসান শা ইকরাম
সামাজিক অবক্ষয় দাদা
কিছুই করার নাই ।
ব্লগার সজীব
কঠিন প্রশ্ন , উত্তর আমারো জানা নেই ।
বনলতা সেন
মাথা বিগড়ে যায় ।
যাযাবর
সামাজিক অবক্ষয় ভাই , সামাজিক অবক্ষয় ।