‘মা’
ছোট্ট একটি শব্দ বিশাল তার মর্যাদা
সারা পৃথিবীর সেরা সবার প্রিয় মা
কখনও সে হয় জননী কখনও হয় জায়া
কখনও কন্যা আবার কারো ছায়াঁ।
মা’
নারী মাতৃত্ত্বের সাফল্যতা
একটি জীবনের নতুন পৃথিবী
একটি নারীর অসহীয় যন্ত্রনার চরম স্বার্থকতা
মানুষ হিসাবে নস্বর দূনিয়ায় নিজেকে যাহির করা।
মা’
আমার আত্ত্বার শান্তির পরশ বয়ে আনা
আমার চলার পথে এক মাত্র উচ্চ আর্শিবাদ
আমার বেড়ে উঠা,শৈশব-কৈশরের রক্ষক
যৌবনে সূ-পথে চলার দিক নির্দেশক।
মা’
কোলাহল অশান্তি পৃথিবীর এক মাত্র বট বৃক্ষ
শীতল ছায়ায় প্রশান্তি আনে তার মায়াবী আচলেঁর তলে
পৃথিবীর হিমালয়ের সর্বো নিম্ম হিমান্তকের মাত্রাকেও হার মানিয়ে
জীবনকে এনে দেয় এক অনাবিল সূখের ছন্দ।
মা’
যার আছে বিদ্যমান করো যন্ত তারে
ঠিক,শিশুকালে তুমি যেমন ছিলে মায়ের কোলে
তার বিশেষ কোন চাওয়া নেই,নেই পাওয়ার
সন্তানের সূখে সে হাসে দুঃখে তার কলিজা ফাটে।
মা’
যার নেই সে বুঝে জীবনে তার কি অবদান
সে বীনা জীবন যেমন তরকারীর নিরামিস
দাত থাকিতে দাতের মর্যাদা যে না বুঝে
ভবিষৎতে তার কপালে বহু দুঃখ থাকে।
মা’
তুমি আছো বলেই এই পৃথিবীর সৃষ্টি
তুমি আছো বলেই সুন্দর পৃথিবীতে মেলেছি দৃষ্টি
পৃথিবীর নিয়মে কয়
“ইটকলটি মারলে পাটকেলটি খেতে হয়”।
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
মা
তুমি আছো বলেই সুন্দর
পৃথিবীতে মেলেছি দৃষ্টি – ঠিক কথা।
শেষ লাইন কেনো?
মা মাটি দেশ
শেষ লাইনটি যদিও বির্তকিত হবে জানি তবু দিলাম….আমার দৃষ্টিতে এর অর্থ তুমি অন্যকে আঘাত করলে তুমিও আঘাত পাবে এখানে যে যার মায়ের সাথে যে যেমন বি হেভ করবে তৎরুপ সে তার আগত সন্তান হতেও স্যাম বি হেভ পাবে এটাই স্বাভাবিক।যদি বুঝাতে না পারি তবে ক্ষমা করে দিয়ে সুন্দর আর একটি লাইন লিখে দেন। -{@ (y)
খসড়া
মধুর আমার মায়ের হাসি।
মা মাটি দেশ
ধন্যবাদ -{@ (y)
আদিব আদ্নান
মা মা ই , এর বিকল্প হয় না ।
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া -{@ (y)
আমীন পরবাসী
মা কে নিয়ে আপনার লিখাগুলো আসলেই দারুন হয় ভাইয়া। শুভচ্ছা নিবেন।
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া -{@ (y) (3
শুন্য শুন্যালয়
সংসার চাপে মা কে যে তেমন মনেই করতে পারিনা, তবু যখন মাথা যন্ত্রনা হয়, জ্বরে গা পোড়ে, তার হাত খুঁজে বেড়াই …
মা মা…
মা মাটি দেশ
ধন্যবাদ আপু -{@ (y)
ছাইরাছ হেলাল
‘মা’ একটি অদ্ভুত ভালোবাসা , যা জড়িয়ে থাকে হৃদয়ের গহীনে প্রতি পরতে পরতে ।
ভাল লাগল ।
বনলতা সেন
ছোট্ট একটি শব্দ বিশাল তার মর্যাদা
পৃথিবীর সেরা সবার প্রিয় মা
সে হয় জননী হয় জায়া
কখনও কন্যা কারো হয় ছায়া।
আপনার অনুমতি ছাড়া এমন করে পড়লাম ।
প্রজন্ম ৭১
মা এর প্রতি শ্রদ্ধা অসীম (3
লীলাবতী
খুব ভালো লেগেছে মা কে নিয়ে কবিতা -{@ মা (3
নীহারিকা
“তুমি আছো বলেই এই পৃথিবীর সৃষ্টি
তুমি আছো বলেই সুন্দর পৃথিবীতে মেলেছি দৃষ্টি” (y)