মায়ের বিজয়

মনির হোসেন মমি ৪ ডিসেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৫:২৬:২৪অপরাহ্ন কবিতা, মুক্তিযুদ্ধ ২০ মন্তব্য

এই সেই মাস
খামছে ধরা শকুনের কু-কর্মের প্রতিবাদ
বোনের ইজ্জতের বদলা
ভাইয়ের রক্তের প্রতিশোধ।

এই সেই মাস
হঠাৎ কালো রাতের বর্বরতম হামলার
পরিচয়হীন ভূমিষ্ট শিশুর কান্নার প্রতিদান
বীর শহীদদের জানাই রক্তাক্ত লাল সালাম।

এই সেই মাস
কন কনে শীতে বাংলা মায়েদের
সন্তান কোলে-কাধে নিয়ে বয়ে বেড়ানো,
নিরাপত্তায় ছুটা মায়েদের আতংকীত দৃষ্টির বদলা।

এই সেই মাস
তথা কথিত অতি ধর্মীয় ধর্মবাজদের
পরাজয়ের দিন
হায়নাদের রুখে দেয়া পবিত্র বাংলার মাটিতে।

এই সেই মাস
৭ই মার্চ বঙ্গ বন্ধুর বিশ্ব অবাক করা
ভাষনের সৃষ্টি
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দেবো
তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব…
ইন্শাল্লাহ।”

এই সেই মাস
দেশ ভক্তির টানে আগত নতুনের তরে
করব অঙ্গীকার
এ দেশ আমার
এ দেশ তোমার
এ দেশ আমাদের
ধর্মান্ধতায় নয়,ভালবাসি দেশকে মা মাটির টানে
সব জাতের উর্ধ্বে
নত করি শির
শিকড়ের কাছে।

এই সেই মাস
আগমনে,এক নয়নে বিজয়ের উল্লাসে
অন্য নয়ন জলে ভাসে
স্বজন হারানো বেদনায়
যারা আসেন চুপি চুপি বিজয়ের বেশে
সকল দেশ প্রেমিকের হৃদয়ে।

এই সেই মাস

নয়টি মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ের বেশে ফেরা
অপেক্ষায় ক্রন্দনরত মায়ের আশা
খোকা ফিরবেই,
রাইফেলে অগ্র ভাগে লাল-সবুজের নতুন সূর্য্য উদ্ভোধনে।

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ