এই সেই মাস
খামছে ধরা শকুনের কু-কর্মের প্রতিবাদ
বোনের ইজ্জতের বদলা
ভাইয়ের রক্তের প্রতিশোধ।
এই সেই মাস
হঠাৎ কালো রাতের বর্বরতম হামলার
পরিচয়হীন ভূমিষ্ট শিশুর কান্নার প্রতিদান
বীর শহীদদের জানাই রক্তাক্ত লাল সালাম।
এই সেই মাস
কন কনে শীতে বাংলা মায়েদের
সন্তান কোলে-কাধে নিয়ে বয়ে বেড়ানো,
নিরাপত্তায় ছুটা মায়েদের আতংকীত দৃষ্টির বদলা।
এই সেই মাস
তথা কথিত অতি ধর্মীয় ধর্মবাজদের
পরাজয়ের দিন
হায়নাদের রুখে দেয়া পবিত্র বাংলার মাটিতে।
এই সেই মাস
৭ই মার্চ বঙ্গ বন্ধুর বিশ্ব অবাক করা
ভাষনের সৃষ্টি
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দেবো
তবুও এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব…
ইন্শাল্লাহ।”
এই সেই মাস
দেশ ভক্তির টানে আগত নতুনের তরে
করব অঙ্গীকার
এ দেশ আমার
এ দেশ তোমার
এ দেশ আমাদের
ধর্মান্ধতায় নয়,ভালবাসি দেশকে মা মাটির টানে
সব জাতের উর্ধ্বে
নত করি শির
শিকড়ের কাছে।
এই সেই মাস
আগমনে,এক নয়নে বিজয়ের উল্লাসে
অন্য নয়ন জলে ভাসে
স্বজন হারানো বেদনায়
যারা আসেন চুপি চুপি বিজয়ের বেশে
সকল দেশ প্রেমিকের হৃদয়ে।
এই সেই মাস
নয়টি মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ের বেশে ফেরা
অপেক্ষায় ক্রন্দনরত মায়ের আশা
খোকা ফিরবেই,
রাইফেলে অগ্র ভাগে লাল-সবুজের নতুন সূর্য্য উদ্ভোধনে।
২০টি মন্তব্য
প্রজন্ম ৭১
অসাধারন লিখেছেন মনির ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ধন্যবাদ। -{@
মামুন
দুর্দান্ত লিখেছেন ভাই! -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক ধন্যবাদ ভাইয়া -{@
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
কবিতা ভালো লেগেছে ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ধন্যবাদ আপি -{@
ছাইরাছ হেলাল
এ সময়ে এই সুন্দর লেখা পড়ার আনন্দই আলাদা।
ইদানিং ব্যস্ত মনে হচ্ছে আপনাকে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপনাকে হ্যা হঠাৎ অফিসে কিছু কাজ অস্হায়ীভাবে বেড়ে গেল।চেয়ারম্যান সাহেবের অতি নিকটে চলে গেছি তাই সময় বের করতে আরো কয়েকটা দিন লাগবে ভাইয়া।তবে প্রতিদিন সোনেলা খোলে দেখি আবার ক্লোজ করি সময়ের অভাবে তখন মনটা বিষন্নতায় ছেয়ে যায়।
শুভ কামনা ভাইয়া। -{@
রিমি রুম্মান
বিজয়ের মাসে সুন্দর একটি লেখা হয়ে থাকলো। শুভকামনা আপনার জন্যে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ধন্যবাদ আপনাকে। -{@
Alam Dipro
তেজি লেখা ! বাহ !
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মাসটিইতো তেজদীপ্ত।ধন্যবাদ।
জিসান শা ইকরাম
দেশ মাতাকে নিয়ে কবিতা ভালো লাগলো বেশ।
মেহেরী তাজ
ভালো লিখেছেন খুব মনির ভাই।
খেয়ালী মেয়ে
এই সেই মাস–
শুধু পড়েই ক্ষান্ত হইনি-
আবৃত্তি করেও দেখেছি 🙂
দারুন লিখেছেন (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আবৃত্তি সহ পড়ার জন্য। -{@
নুসরাত মৌরিন
এই সেই মাস- যেদিন বিজয়ের সূর্যটা আমাদের হয়েছিল।
খুব ভাল লিখেছেন 🙂
ব্লগার সজীব
দেশ মাতার প্রতি শ্রদ্ধা। ভালো লিখেছেন।
শুন্য শুন্যালয়
সুন্দর কবিতা ভাইয়া। আপনাকে তো খুব কম কম দেখছি, ব্যস্ত বেশি ভাইয়া? ভালো থাকুন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এ কষ্ট কোথায় রাখি আপু একদিন সোনেলায় না আসলে পেটের ভাত হজম হতো না সেই আমাকেই ব্যাস্ততা দিনের পর দিন দূরে ঠেলে দিচ্ছে তবে তা বেশী দিনের জন্য নয় অচিরেই ফিরে পাবেন আপনাদের স্নেহভাজন এই আমাকে ঠিক আগের মতো। -{@