মায়ের চিঠি (জয়পুরহাটের আন্চলিক ভাষা)

মহানন্দ ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০২:৩৪:৪৯অপরাহ্ন চিঠি ৬ মন্তব্য

বাবা.

কেংকা আছু তুই ,অনেকদিন কোন চিঠি পত্তর নাই।আজকা বোরভানি থেকে জিউ লোচছে,চিঠি পাবা মাত্রই ঝটিকা ধরে বায়িত আসিস।তোর বাপ ভালকীর  বিলত থেকে কডা কানচ ,টেংগর আর মাগুর মাছ ধরে আনিছে, হামি তোর জন্য চ্যারাত করে জিয়ে থুছি,তুই আলে কুমোড় বড়ী দিয়ে ঝোল রান্না করমোহিনি।গাছত কডা শবরী আছিল,চ্যাংরাগে অত্যাচারে থুবা পারিনি।কুরবানির কথা কিছু ভাবিছু,তোর বাপ মন্ডলগে সাতে গরুত ভাগ দিবা চাছে। দক্ষিণ পাড়ার লাবুর মাও বিশদবার মচে বাবা,লাবুর সেকি কান্দন ।মিচচ্যানা পরপর দ্যাতি লাগে পরে জাছিলো।

আর এ্যডা কতা, মোর এ্যাডা কদুর তেলের শিশি আর বাসনা আলা সাবান আনিস বাবা।

ইতি

তোর মা.

( জয়পুরহাটের আন্চলিক ভাষা)

কেংকা- কেমন

জিউ লোচা- মন আনচান করা

ঝটিকা-খুলনা মেইল

বোরভানি-সকাল

কডা-কয়েকটা

কানচ-শিং

টেংগর-টেংরা

চ্যারা- বড় মাটির পাত্র

শবরী- পেয়ারা

চাংরাগের-পোলাপানের

বিশববার-বৃহস্পতিবার

মচে-মারা গেছে

মিচচ্যানা- কিছুক্ষন 

দ্যাতি-অজ্ঞান

এ্যডা-একটা

বাসনা- সুগন্ধী

৯৮৪জন ৯২৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ