মায়া’র টানে

বন্যা লিপি ৩০ ডিসেম্বর ২০১৮, রবিবার, ১১:২৮:৫০অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

মায়ার টানে মাটি হলো আরো মাটি,
সুবর্ন কনকে সজ্জিত গরবী আধারখানি পরিপূর্ণ।
পূর্ণতায় আহ্লাদিত কনকঔজ্জল্যে প্রভাকর! কাঠিন্য সত্যে প্রদীপের তলে অন্ধকার।
কাকচক্ষু দুর্মূল্যের কালো মার্বেল নিত্য পায়ের তলে। প্রতিদান, অস্থিমজ্জার বিকলাঙ্গ রুপ।
চিরায়ত প্রতিশ্রুতি…..আপন আয়না লজ্জিত।
সফেদ শুভ্রতা ভ্রমের মায়াজালে কারাবন্দী, চাতালে শুধুই হলুদ অলোকানন্দা
গুঁড়ো গুঁড়ো সর্ষেতে হাজারে, অযুতে, নিযুতে অশরীরী ভুতের নৃত্য।
কব্জিতে বাঁধা সময়ের তিনটে কাঁটা, আস্ফালিত বেগবান কালোচিতা।
মায়া; মায়ার সুতো সকল বৃষ্টিজলে আর কনক কিরণের তীব্রতায় নিঃশেষিত গলে পচে ।
শুদ্ধে শুদ্ধিতা শব্দের পরিভাষা শুধুই তৃতীয় পা হয়ে লেংড়ে যাচ্ছে অনন্তের ধাবমান প্রসারিত অন্ধগুহা’র পথে।
মায়া…..
সোচ্চারিত বক্তৃতায় সময়ের অপচয় মাত্র!!যেখানে যা আছে থাকার…. সবই আছে অযত্ন এবং অতি মায়া’র লালিত্যে।
সেও সেই…….
মায়া;মায়াগুলো বড্ড নির্লজ্জ।

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ