মায়ার টানে মাটি হলো আরো মাটি,
সুবর্ন কনকে সজ্জিত গরবী আধারখানি পরিপূর্ণ।
পূর্ণতায় আহ্লাদিত কনকঔজ্জল্যে প্রভাকর! কাঠিন্য সত্যে প্রদীপের তলে অন্ধকার।
কাকচক্ষু দুর্মূল্যের কালো মার্বেল নিত্য পায়ের তলে। প্রতিদান, অস্থিমজ্জার বিকলাঙ্গ রুপ।
চিরায়ত প্রতিশ্রুতি…..আপন আয়না লজ্জিত।
সফেদ শুভ্রতা ভ্রমের মায়াজালে কারাবন্দী, চাতালে শুধুই হলুদ অলোকানন্দা
গুঁড়ো গুঁড়ো সর্ষেতে হাজারে, অযুতে, নিযুতে অশরীরী ভুতের নৃত্য।
কব্জিতে বাঁধা সময়ের তিনটে কাঁটা, আস্ফালিত বেগবান কালোচিতা।
মায়া; মায়ার সুতো সকল বৃষ্টিজলে আর কনক কিরণের তীব্রতায় নিঃশেষিত গলে পচে ।
শুদ্ধে শুদ্ধিতা শব্দের পরিভাষা শুধুই তৃতীয় পা হয়ে লেংড়ে যাচ্ছে অনন্তের ধাবমান প্রসারিত অন্ধগুহা’র পথে।
মায়া…..
সোচ্চারিত বক্তৃতায় সময়ের অপচয় মাত্র!!যেখানে যা আছে থাকার…. সবই আছে অযত্ন এবং অতি মায়া’র লালিত্যে।
সেও সেই…….
মায়া;মায়াগুলো বড্ড নির্লজ্জ।
১৮টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
প্রথমেই বলে নেই, আপনি “বিবিধ” বিভাগ না দিয়ে “কবিতা” বিভাগে লেখাগুলো জমা রাখলে ভালো হতো।
লেখার ভেতর বেশ কিছু শব্দ যুক্ত হয়ে আছে, মনে হলো। আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছি না যে, এভাবে লেখা কি কবির ইচ্ছাকৃত নাকি টাইপিং-এর জন্য?
আপনার কবিতা আরোও মায়া ছড়াক, এই কাম্য।
বন্যা লিপি
আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুনের পথ চলাতে হোঁচট লাগতেই পারে,,, একেবারেই ব্লগে নতুন এবং আনাড়ি। এবার নিশ্চই সব ঠিক আছে? এতসব বুঝে উঠতে একটু সময় লাগবে এই আর কি। পড়ছেন… এতেই আমি আপ্লুত।
নীলাঞ্জনা নীলা
আপনি মোটেও আনাড়ি নন। আমার কথায় আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি দুঃখিত।
নতুন বছরের শুভেচ্ছা। অনেক ভালো থাকুন।
বন্যা লিপি
কখনোই ভাববেন না, মনে কষ্ট পাবার বিষয়। যে কোনো পরামর্শ আমার ভীষন প্রয়োজন। শিখার বাকি বিস্তর। আপনি/আপনারা না বলে দিলে শিখবার, জানবার দুয়ার বন্ধ হয়ে যাবে যে!! শিখিয়ে পরিয়ে সঙ্গে রাখুন।
ভালোবাসা জানবেন (3
মায়াবতী
আসলেই মায়া গুলো বড্ড নির্লজ্জ। 🙁
কবিতা ভালো লাগলো -{@
বন্যা লিপি
অফুরান ধন্যবাদ। -{@
সাবিনা ইয়াসমিন
কব্জিতে বাধা সময়ের তিনটা কাঁটা
আস্ফোলিত বেগবান কালো চিতা,,,,,শব্দের সাথে ভালোই বন্ধুত্ব করেছেন অথবা শব্দ গুলোকে জব্দ করার অতিউন্নত ফর্মুলা আছে আপনার কাছে। খুব চমৎকার লাগলো শব্দকে শব্দের মায়া জালে জড়িয়ে রাখাটা।
শুভ কামনা অবিরত বন্যা,,,অনেক ভালো থাকুন।
-{@ -{@
বন্যা লিপি
লেখার মজা তখনই, যখন শব্দগুলো অন্যের কাছে ভালোলাগা হয়ে ওঠে। আপনি এমন একজন। আমি নই,শব্দই আমাকে অবিরত শব্দের কাছে জব্দ হতে থাকি।আর তাই ছড়িয়ে দিতে ভালো লাগে।আপনার পিপাসু পাঠকের জন্যই শব্দেরা আরো বেশি আমাকে মায়ায় জড়ায়। ধন্যবাদের সাথে কৃতজ্ঞ ভালোবাসা (3
ইঞ্জা
অসাধারণ কাব্যিকতায় অনবদ্য লিখণ।
বন্যা লিপি
স্বিকৃতী পেলে, আরো লেখার সাহস বাড়ে।পড়তে ভালো লাগলে আরো লিখবো ইনশাল্লাহ…. ধন্যবাদ -{@
ইঞ্জা
আপু, ব্লগ এমনি এক স্থান যেখানে লিখলে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা পড়তে পারে, আর স্বিকৃতী দেবে আপনার পাঠকবৃ।
রিতু জাহান
শব্দ ভান্ডার অনেক। তবে লাইন, দাঁড়ি কমা গোছানো হলে আরো শ্রুতিমধুর হবে পড়তে।
লিখে চলুন বেশি বেশি করে।
শুভকামনা রইলো।
বন্যা লিপি
এই রকম “উঠোন বাড়ি”তে একেবারেই আনকোড়া আনাড়ি…..। আপনার সুযোগ্য পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ।শুভ কামনা। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
লিখতে থাকুন আপু…এক সময়ে সব ঠিক হয়ে যাবে।এই যে আমরা কেউ পাকা ছিলাম না লিখতে লিখতে আজকের এ অবস্থান।আপনার জন্য শুভ কামনা রইল।
বন্যা লিপি
ধন্যবাদ আপনাকে। আন্তরিক প্রচেষ্টা থাকবে শুধরে নিতে।সবার সহযোগিতায় চলতে চাই।শুভ কামনা। -{@
জিসান শা ইকরাম
মায়ার শক্তি অপরিয়েম, এর টানে সবকিছু পাল্টে যায়। ভালো হয়েছে লেখা।
বন্যা লিপি
ধন্যবাদ অপিরিসিম!! সুসাস্থ্য, শুভ কামনা। -{@
বন্যা লিপি
ধন্যবাদ অপিরিসিম! শুভ কামনা।