একটি গল্প বলি শোন, জানিই তো রয়েছ বসে বেকার
সুখ শুধু সুখ জড়ানো আবেশ, ছোট নয় মোটে গল্প তার
গল্পে আছে এক মায়াবতী হাতে তার কতো রঙিন বেলুন
জিরাফের গায়ে হেলান দিয়ে করেই চলেছে বেশ গুনগুন…
আকাশে যখন মেঘ জমেছে মন থাকেনা ঘরে আর
প্রানের জিরাফ দোলনা ঝোলায়, লম্বা বৃহৎ কন্ঠ তার
এতদিনে আজ পেয়েছি তোমায়, গলায় দিয়ে রশি
মুচকি হেসে মায়া ভাবে,
পারলে জিরাফ পালা দেখি, গলায় পরবে ফাঁসি —
জ্বরে যদি পরে জিরাফ, কাঁদবে মায়া বেজায় জোরে
কাশির সিরাপ খাইয়ে তারে, আদর দেবে যত্ন করে
এই গল্পের শুরু আছে, শেষ নেই আর
এন্ড দে হ্যাপিলি লিভ এভার আফটার…
উৎসর্গ :- এই গল্প যার, সেই মায়াবতী মায়ার রাজকন্যাকে
৭৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অন্তমিলের জোয়ারে
কত মানুষ আসরে,
হাসব অনেক জোরে
মহা সকালের ভোরে,
এ তো দেখছি এক মহা মায়াবতী
খুঁজছে সবাই হারাম ঘুমে আতিপাতি।
লেখার শুরু আছে শেষ নেই
শুন্যের অশেষ গুনের জবাব নেই।
শুন্য শুন্যালয়
কেউ কম নয়, কম নয় মোটে
জিরাফেরও তাই কন্ঠ এসে জোটে
ওগো মায়াবতী গেলে তুমি কণে
ঘুম ফেলে আসো সোনেলা পটে,
খোঁজে তোমায় কেউ নদীর তটে
সব মিছে নয়, যা রটে তার কিছুটা তো বটে—
ছাইরাছ হেলাল
কেন তুমি এখন এই ঘাটে
এসেছো বুঝি পত্র পাঠে?
আমরাও জানি জানি
সবই নয় কানাকানি
হাঁটে হাড়ি আনিআনি,
না জানি কখন তা ভাংগিভাংগি!!!!!!!
শুন্য শুন্যালয়
লম্বা গলা অদূরে
পড়ে সবার নজরে
মায়া তোমার সংসার
দেখো হইলো উজার
ঘরের সব হাড়িকুড়ি
ভেঙ্গে করলো গুড়িগুড়ি।
ধইরা দাও খোঁয়াড়ে
রক্ষ করো আমারে—-
ছাইরাছ হেলাল
পালিয়ে গেলেন?
ভেবেছেন
রক্ষা পাবেন?
শুন্য শুন্যালয়
ওরে বাবা, সিনেমার নাম মনে এলো, পালাবি কোথায়? দেয়ালে দেয়ালে ইকো শোনা গেলো, কোথায়? কোথায়? কোথায়? 😀 আমি কি কাউরে ডড়াই নাকি? হুহ্।
মেহেরী তাজ
আমি কিন্তু সব বুঝি। 😀
আচ্ছা অরুনি আপু বিড়াল ছেড়ে জিরাফ পালা শুরু করলো কবে থেকে?? ;?
শুন্য আপু আমি তো দেখি কোথাও নাই। সবাই আমায় ভুলে গেছেন! ;(
নীলাঞ্জনা নীলা
তোমায় কেউ ভোলেনি পিচ্চি আপু।
শুন্য শুন্যালয়
তোকে ভুলে যাব? তোর জন্য ঝর্নার পানি নিয়ে অপেক্ষা করে আছি পিচ্চি ভূত। কতদিন পরে এলে, একটু বসো।
তুই ছিলিনা, এর মধ্যেই এইসব কান্ড ঘটে গেছে। তুই হচ্ছিস পাক্কুর পাক্কু, বুঝবি না মানে?
মিস করি আপু তোকে।
ছাইরাছ হেলাল
আসুন না স্বমহিমায় স্বঔজ্জ্বল্যে, সোনেলার তাজ হয়ে, যা ছিলেন, আছেন ও।
নীতেশ বড়ুয়া
সোনেলার ইট কাঠ পাথ… থুক্কু
সোনেলার প্রতিটি শব্দইট, শব্দপাথর, শব্দ দেয়াল সাক্ষী
দুষ্টের ভূত তাজকে আমরা কতো খুঁজেছি,
তোমায় ছাড়া সুবোধ আইডির কত যাতনা সয়েছি
তোমায় খুঁজে পেতে তাজ তাই তোমার দেওয়ালে মাথা কত ঠুকেছি…
শুন্য শুন্যালয়
ও দাদাভাই, কপালে কয়টা সেলাই লাগলো?
নীতেশ বড়ুয়া
তুমি সার্জন, তুমিই জানো 😀
অরুনি মায়া
শাঁকচুন্নি থাকে গাছে গাছে ডালে ডালে। সন্ধ্যে হলেই বেরিয়ে আসে :p (3
শুন্য শুন্যালয়
তুমি বুঝি শাঁকচুন্নির সই মায়াপু? দেখলাম যে দুইজন একসাথে গাছে পা ঝোলাচ্ছ 🙂
অরুনি মায়া
জি ঝুলিয়ে ঝুলিয়ে ভাবছি আমাদের তৃতীয় সাথী টি কই | মানে তুমি কই :p
মেহেরী তাজ
বেপার হচ্ছে আর দুচার জন যোগ হলে খারাপ হয় না তবে এক ডালে বসলে তা ভেঙে সবায় অক্কা পাবো কিন্তু। :p
শুন্য শুন্যালয়
শাঁকচুন্নিদের ও মৃত্যু হয়? 😮
অরুনি মায়া
হা হা হা হা হা,,,,,,,,,,,,,
নীলাঞ্জনা নীলা
“মোহিনী মায়া এল, এল যৌবনকুঞ্জবনে।
এল হৃদয়শিকারে, এল গোপন পদসঞ্চারে,
এল স্বর্ণকিরণবিজড়িত অন্ধকারে।
পাতিল ইন্দ্রজালের ফাঁসি,
হাওয়ায় হাওয়ায় ছায়ায় ছায়ায় বাজায় বাঁশি।”
অরুনি আপু তোমার জন্যে আমার বুড়োর গান।
https://www.youtube.com/watch?v=lVKoyM494Lc -{@
অরুনি মায়া
গানের জন্য ধন্যবাদ আপু। তবে একটা কথা আমি কিন্তু হৃদয় শিকারি নই। যার যার হৃদয় সামলে রাখার দায়িত্ব তার। হারিয়ে গেলে একান্তই তার দায় 🙂
নীলাঞ্জনা নীলা
অরুনি আপু গানটা আমার প্রিয়। তাই দিয়েছি। আর অবশ্যই তুমি হৃদয়-শিকারি, আমাদের সকলের মন চুরী করেছো তোমার ভিন্নধর্মী লেখা দিয়ে। হারিয়ে গেছে মন, দায় সবটুকু তোমার। এতো ভালো লেখা কিন্তু ভালো নয়। হুম! -{@ 😀
অরুনি মায়া
নাহ সবাই খালি হিংসা করে ,আমি আর খেলবনা ;(
শুন্য শুন্যালয়
তোমার ভয়ে হৃদয় সিন্দুকে ঢুকাইছি মায়াপু, এমন জায়গায় লুকাইছি, এখন সিন্দুকই খুঁজে পাইনা। 🙁
আমি এখন হৃদয়হীনা—– 🙁
অরুনি মায়া
হা হা হা এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু তোমার লেখার মুগ্ধ ভক্ত আমি, আর কি বলবো! -{@ (3
শুন্য শুন্যালয়
অনেক কথা যাও যে বলে, কোন কিছু না বলি——
নীতেশ বড়ুয়া
রুপকথার জিরাফ মায়ার বন্ধনে
মন দিয়ে এঁকেছো শুন্য শুন্যালয়ে।
শুন্য শুন্যালয়
মন ভরে নাই, ছোট হয়ে গেছে। আরেকটু বড় করলে ভালো হতো। তুই কই রে?
নীতেশ বড়ুয়া
আমি আছি। ইদানীং নিয়ম মেনে রাত একটার মধ্যে ঘুম আর সকাল সাড়ে সাতটার মধ্যে জেগে উঠে পিসি থেকে দূরে থেকে সারাদিনের কি কাজ তা মনে করি তো তাই দেখতেই পাচ্ছো না।
তুমি এক লাইন লিখে দিলেও মনে ভরে যায় গো শুন্যাপু… (3
শুন্য শুন্যালয়
সারাদিনের কি কাজ তা মনে করে মনে হয় আরেক ঘুম দিস 🙂
গুড বয়, আর্লি ঘুমাবি এখন থেকে। 🙂
আচ্ছা এখন থেকে এক লাইনই লিখবো, মডুরা পোস্ট মুছে দিলে তোর খবর আছে :@
ভোরের শিশির
এক লাইনের পোস্ট দিতে পারো। তবে সেই এক লাইনের জন্যেই তোমাকে আবার কত লাইন লিখতে হবে তা কিন্তু ভেবে দেখো :p
শুন্য শুন্যালয়
হা হা, প্রতি মন্তব্য তোকে দিয়ে দেয়াবো 😀
ভোরের শিশির
আমি এক লাইনের জবাব এমন ভাবে দেবো যাতে তোমাকে অনেক লাইন লিখতে হয় :D)
শুন্য শুন্যালয়
আমি পোস্ট দিয়াই ভাগুম কএক মাসের জন্য। 😀
ভোরের শিশির
তাইলে আমিও পোস্টানো বন্ধ করুম তোমার দিগুন সময়ের জন্য। :v
অরুনি মায়া
হায় আল্লাহ্
ঘুম থেকে সেই সাত সকালে ঢুকলাম যেই সোনেলায়
শুন্য আপুর পোস্ট টি দেখে উঠল চোখ কপালে হায়
মায়াবতীর গোপন গল্প জানল দুনিয়াবাসী
শুন্যাপুর গলায় মায়া পরাবে আজ ফাঁসি (3
হা হা হা হা শুন্যাপু কোথাকার :D)
দাড়াও আগে একটু হেসে নেই, কি করেছ টা কি তুমি 😀 :D)
শুন্য শুন্যালয়
নাহ্ ভালো হয় নাই। দুইজনের মারামারি টা মিস হয়ে গেছে। অইটা ছাড়া গল্প পুরা হয়না। 🙁
গোপন গল্প আর কই কইলাম? কইমু, এত তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দিওনা, পাষাণী। আমি তারায় তারায় রটিয়ে দেব, তোমাদের কাহানী। 😀
অরুনি মায়া
তুমি এমন করবা আমাদের সাথে ;(
এত দুষ্টু কেন তুমি ;( (3
শুন্য শুন্যালয়
দুষ্টুমি কমায় দিছি তো, নইলে গ্যালাক্সি পর্যন্ত যাইতো। 😀
আমি তোমাগোরে কত্তো ভালো পাইনা মায়াপু 🙁
নাসির সারওয়ার
আহারে, কত সুন্দর করে এরা আড্ডা মারে, ছন্দে ছন্দে কি আনন্দে।
জীবনটাই বৃথা। কবে যে বড় হবো, কবে এদের সুরে সুর মিলাবো 🙁
অরুনি মায়া
পিতা কন্যা দুজনে মিলে কমপ্ল্যান খান তাড়াতাড়ি বড় হয়ে যাবেন :p
নাসির সারওয়ার
আপনি যে এই ব্র্যান্ড এর মার্কেটিং করেন তা আগে বলবেন না! কন্যা খেলে খাক না খেলেও সই, আমি শুরু করে দিলাম। আমাকে খুব তাড়াতাড়ি বড় হতে হবে যে!
শুন্য শুন্যালয়
হা হা হা মায়াপু রক :v
শুন্য শুন্যালয়
যতদিন ছোট থাকবেন, ততদিন, ছন্দে ছন্দে দোলনায় ঝুল খেতে পারবেন নাসির ভাইয়া আর বড় হলে শুধু ঝোলাতে হবে 😀
নাসির সারওয়ার
কি যে যন্ত্রনা! কেউ বলে এটা খাও, ওটা করো তবেই না বড়ো হবে। আবার কেউ বলে ছোট থাকলে কত কি করা যায়।
এটা নিশ্চিত আউলা ঝাউলা করার ব্যবস্থা। আমি কি পালাবো এখান থেকে?
শুন্য শুন্যালয়
ভাইয়া কি সত্যিই পালালেন? আমিই তো ভালো পরামর্শ দিছিলাম 🙁
স্বপ্ন নীলা
ছন্দে ছন্দে দুলি আনন্দে ——- !!!
অসাধারণ —— ভালবাসা রেখে গেলাম
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ নীলা আপু।
রিমি রুম্মান
কাউকে নিয়ে কেউ এত সুন্দর করে ভাবলো !
তাও আবার ছবিতে, ছন্দে লিখলো !!
মন চায় ছন্দে ছন্দে নাচি \|/ \|/ \|/
শুন্য শুন্যালয়
নাচে নেই কোন বারন, আসুন আপু আমিও আপনার সাথে নাচি। \|/
জিসান শা ইকরাম
ছন্দে আপনি অত্যন্ত দক্ষ এটি অনেক পুর্ব হতেই জানি
ছন্দ মিলিয়ে আপনার অনেক মন্তব্য দেখে এই ধারনা জন্মেচ্ছে
আপনি ইচ্ছে করলে ছন্দ মিলিয়ে কথা বলতে পারেন
স্বভাব কবি, জারি সারী গানের গায়করা এমন পারেন
পারেন এটি পুঁথি গায়ক গন।
যে ছবি খুঁজে আনলেন,এমন ছবি আমি কোনদিন খুঁজে পেতাম না
জিরাফের ঠান্ডা জ্বর হয়েছিল, কিভাবে অনুমান করে লিখে ফেললেন আপনি!!
অরুনি মায়ার গল্পের পোষ্টের পরবর্তি অংশ বুঝি এটি ?
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
সত্যি সত্যি ঠান্ডা জ্বর হয়েছিল নাকি? আমি জানিনা তো। 🙂 মায়াপুর পরের অংশ ঠিক না, তার ছন্দ ছন্দ দেখে দেখেই লিখেছি, এতে আমার কোন গুন নাই। তাই এত্তো প্রশংসা চইলতো না।
ছবি দেখেই লাইনগুলো এনেছি, খুব কঠিন না, একবারেই পেয়েছি।
আপনার দিনলিপির জন্য অপেক্ষা করছি।
জিসান শা ইকরাম
হুম ঠান্ডা জ্বর হয়েছিলো তো,ট্যালিপ্যাথি হতেই পারে।
আচ্ছা প্রশংসা আর করুম না, প্রশংসার আর্ট শিখে এরপর করুমনে।
এই তো দিনলিপি আমার, সোনেলায় আপনাদের লেখা পড়ি,মন্তব্যে দেই…… আর কি চাই? 🙂
শুন্য শুন্যালয়
প্রশংসার আর্ট শিখতে হয় বুঝি? তা আপনার জেনেটিক এই আর্ট পুর্ব হতেই বিদ্যমান, আর লাগবেনা।
যত খুশি করুন, এইটা পাবার জন্যেই তো লেখা।
এলোপ্যাথি তো জানি, এই ট্যালিপ্যাথি আবার কেমন করে? কি জানি !
আবু খায়ের আনিছ
কি পড়লাম এইটা, বাচ্চা কালের সেই আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চড়ব ঘোড়ার কথা মনে পড়ে গেল।
ইদানিং সবাই মায়া আপু কে নিয়ে এত লিখছে কেন? মায়া কি তার বেড়ে গেছে নাকি? আমাকে যে কফির নামে কি খাওয়াল ভুলে গেল নাকি।
মায়া আপু, কিছু মায়া আমাদের কেউ দিও।
অরুনি মায়া
এইবার আইসো তুমি কফি কাকে বলে ,কত প্রকার ও কি কি বুঝিয়ে দিব :@
তোমারে কোন মায়া দিবনা শুধু কফি দিব ^:^
আবু খায়ের আনিছ
আশা ছিল মনে মনে যাব বোনের বাড়ি খাব মাছ ভাত আরো কত কি?
আগেই ভয় দেখিয়ে বোন বলে আস আরেকবার বুঝবে বোনের যন্ত্রণা কি।
শুন্য শুন্যালয়
তোমারে এমন খাওয়াইলো ক্যান, সেইটাই তো বুঝতেছিনা।
মায়া কাউকে দেয়া যায়? যায়না, অইটা প্রিইন্সটল্ড।
আবু খায়ের আনিছ
সমস্যা নাই ত, ভাইকে ছাপিয়ে যাবে বোনের কিছু গুন।
শুন্য শুন্যালয়
ভালো থেকো আনিছ ভাই 🙂
লীলাবতী
জিরাফ মায়ার ছন্দে ছন্দে গল্প অনেক অনেক ভালো লেগেছে আপু।কেন জানি মনে হচ্ছে ছবিগুলোও আপনি বানিয়েছেন আপু।লেখার মত করে জিরাফের এত ছবি পাওয়া সম্ভব না গুগল মামার ভান্ডারে 😀 সুখী সমৃদ্ধ গল্প বলা চলমান থাকুক।
শুন্য শুন্যালয়
ও লীলাবতী, আমি এত গুনী নাগো। আমার দ্বারা ছবি বানানো? অসম্ভব। গুগল মামারে আইজো চিনলা না? লীলাবতী লিখে সার্চ দাও, দেখবা তুমিও নিজেরে এত চেনোনা, যা সে চেনে। 😀
তোমারে আর অরিত্র রে নিয়া একটা গল্প লিখলে কেমন হবে ভত্তাবউ?
লীলাবতী
আপনি কেমন গুনী তা সোনেলার সবাই জানে 🙂 লীলাবতী লিখে সার্চ দিলাম আপু,এত্তকিছু আছে লীলাবতী নামে?লজ্জাও পেয়েছি কিছুটা :p অতীত ইতিহাস নিয়ে টান দিতে চান? 🙁
শুন্য শুন্যালয়
অতীত বর্তমানেরই আরেক রূপ। টান না দিলে তার জন্যে টান আপনার থেকেই যাবে। সত্যি সত্যি সার্চ দিয়েছেন দেখছি, নিজেকে দেখার কত্তো শখ :p
দীপংকর চন্দ
অসম্ভব ভালো লাগলো!!
সাজানো গোছানো পরিপাটি বর্ণিল!!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
এবং শুরু হওয়া এই গল্প যেন কখনোই শেষ না হয়!!
শুভকামনা পুনরায়।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ আপনাকে দাদা। শুভকামনা আপনার জন্যেও।
ব্লগার সজীব
শুন্য আপু এত মজার মজার ছবি দেখে আমি টাস্কিত হয়ে গিয়েছি।পোষ্ট খুবই মজারু হয়েছে :D)
শুন্য শুন্যালয়
ভাভু ভাইয়া, এতদিন পর এসে মন্তব্য দিলে একা একাই হাসতে হবে 🙁
ব্লগার সজীব
মিস ইউ আপু 🙁
শুন্য শুন্যালয়
কবে থেকে এই অবস্থা?
শুভ্র রফিক
ভাল লাগল পড়ে।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ ভাইয়া 🙂