মানুষ

নাজমুল হুদা ৪ নভেম্বর ২০২০, বুধবার, ১১:৪৫:০৩অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
হিংস্রতা দেখবো বলে বহুদিনের শখ;
.
আমি আহ্লাদে কান্না করি
আমি আহ্লাদে বায়না ধরি
প্রেমিক (মানুষ) আমায় জাপটে ধরে
যাবে; নিয়ে গেলো খাঁচার খুব মুখোমুখি।
.
আমি-
হিংস্র বলে চিৎকার করে উঠলে
প্রতিধ্বনির বাতাস লাগে; বাঘটা
শঙ্কাচোখে তাকিয়ে থাকে মানুষের দিকে।

 

৯২৫জন ৬৮১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ