হিংস্রতা দেখবো বলে বহুদিনের শখ;
.
আমি আহ্লাদে কান্না করি
আমি আহ্লাদে বায়না ধরি
প্রেমিক (মানুষ) আমায় জাপটে ধরে
যাবে; নিয়ে গেলো খাঁচার খুব মুখোমুখি।
.
আমি-
হিংস্র বলে চিৎকার করে উঠলে
প্রতিধ্বনির বাতাস লাগে; বাঘটা
শঙ্কাচোখে তাকিয়ে থাকে মানুষের দিকে।
৯২৫জন
৬৮১জন
১৫টি মন্তব্য
ফয়জুল মহী
সার্থক রূপকাশ্রিত লেখা।
মোঃ মজিবর রহমান
বাঘটা
শঙ্কাচোখে তাকিয়ে থাকে মানুষের দিকে। বহুত ভালো লাগল। বাঘ শংকা করে কিন্তু মানুষ……………… ।
নাজমুল হুদা
পশুরাও আজ দ্বিধায় ভোগে কে হিংস্র বেশি।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
রেজওয়ানা কবির
বাঘ শঙ্কা চোখে তাকিয়ে থাকে মানুষের দিকে কারণ বাঘ ও জানে মানুষ বাঘের চেয়েও হিংস্র। ভালো থাকবেন।
নাজমুল হুদা
হ্যাঁ, আপু। মানুষ আজ বেশি হিংস্র।
ভালো থাকবেন সবসময় 😍
সুপর্ণা ফাল্গুনী
মানুষের হিংস্রতায় বাঘ, সিংহ ও লজ্জা পায়। মানুষ কতটা দানবীয় হয়ে উঠেছে! চমৎকার লিখেছেন ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন
নাজমুল হুদা
হ্যাঁ, সেই উপলব্ধি থেকেই লেখা।
আপু ভালো থাকবেন সবসময় 😍
রোকসানা খন্দকার রুকু
সাপ নাকি অকারনে কামড় দেয় না। মানুষ অনেক কিছুই অকারণে করে। তাই পশুরাও ভয় পায়।
শুভ কামনা রইলো ভাইয়া।
নাজমুল হুদা
ঠিক বলেছেন আপু।
ভালো থাকবেন সবসময় 😍
আরজু মুক্তা
পশুরাও লজ্জিত। মানুষরূপী বাঘ।
দারুন রূপক কবিতা
নাজমুল হুদা
আজকাল তাই চোখে পড়ছে। পুড়িয়ে মারা, পিটিয়ে মারা।
ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
ছোট লেখা ছোট-না। প্রমাণিত।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
বাঘের চেয়ে মানুষ হিংস্র, মানুষ বাঘকে হিংস্র বললে বাঘ অবাক হবেই,
ভালো লিখেছো ছোট নাজমুল,
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা জানবেন।