দেশ ছেড়ে যারা ভিনদেশে পাড়ি জমিয়েছে উন্নত জীবনের সন্ধানে, জীবনকে নতুন করে সাজাবে বলে, শুরুর দিকে তাদের প্রায় সকলেরই ‘যে কোন একটি কাজ হলেই চলবে’ এমন ইতিবাচক মানসিকতা থাকে। সেই অনুযায়ী যে কোন একটি কাজ জুটিয়েও নেয় অনেকে। শুরু হয় জীবন যুদ্ধ। ধিরে ধিরে একটি সহনীয় অবস্থানে এলে অনেকেই দেশ থেকে মস্তিষ্কে বহন করে নিয়ে আসা মানসিকতায় পারিবারিক কিংবা সামাজিক মর্যাদার কথা ভাবনা করেন। পুরনো কাজটি করতে সংকোচ বোধ করেন। পেশাগত পরিচয় সংকটে ভোগেন। যদিও উন্নত দেশগুলোয় যে কোন কাজকেই মর্যাদার এবং সম্মানের চোখে দেখা হয়, তবুও দ্বিধা, সংকোচ থেকে অনেকেই তাদের পূর্ববর্তী চাকুরীটি নিয়ে গর্ববোধ করতে পারেন না।
দেশ থেকে নতুন আসা এক আত্মীয় চাকুরি খুঁজছিল। তাকে নিয়ে গিয়েছিলাম বাসার পাশেই অবস্থিত ডানকিন ডোনাটস স্টোরে। সেখানে কর্মরত এক বাংলাদেশি ভাইকে জিজ্ঞেস করেছিলাম, কীভাবে সেখানে চাকুরির ব্যপারে আবেদন করতে হবে। তিনি কপাল কুঁচকে তাকালেন। কে চাকুরি করবে জানতে চাইলেন। আমি পাশে থাকা আত্মীয়ের দিকে ইংগিত করে দেখাতেই বেশ বিস্ময় নিয়ে বললেন, ‘ আপনের বয়স কম, কিত্তেন ইয়ানে কাম খুঁজতে আইছেন, এইডা একটা কাম হইলো (কেন এখানে কাজ খুঁজতে এসেছেন, এটা একটা কাজ হোল ?) ?’ অতঃপর উনি যা বুঝালেন তার সারমর্ম হোল, অন্য কোন কাজ কিংবা সুযোগ পেলে তিনি কোনভাবেই সেখানে কাজ করতেন না। আমার তখন কেবলই ছোটবেলায় পড়া পিথাগোরাসের উক্তিটি মনে পড়ছিল। উক্তিটি ছিল, ‘ আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দণ্ডায়মান ‘। আবার আমার খুব কাছের কিছু বন্ধু আছেন যারা দীর্ঘদিন যাবত ট্যাক্সি চালনা পেশার সাথে জড়িত। শুরুর দিকে বেশ ভালোভাবেই পেশাটিকে গ্রহণ করেছিলেন। কেননা এটি একটি স্বাধীন পেশা। মালিকের কিংবা বসের তাগাদা থাকে না। কর্মস্থলে দেরি হলে চাকুরিচ্যুতির ভয় থাকে না। আবার অর্থ আয়ের দিক থেকেও বেশ মানসিক সন্তুষ্টি থাকে এতে। এমন অনেকগুলো ইতিবাচক কারণ জড়িয়ে আছে পেশাটির সাথে। তবুও ‘ট্যাক্সি চালক’ শব্দটি তাদের প্রচণ্ডভাবে বিব্রত করে। তারা নিজেদের ক্যাব চালক পরিচয় দিতে কুণ্ঠাবোধ করেন, হীনমন্যতায় ভোগেন। অনেকদিন যাবতই অন্য পেশায় সম্পৃক্ত হবার সুযোগ খুঁজছিলেন। অতঃপর একদিন জানলাম তারা চার বন্ধু মিলে ম্যানহাঁটনের ব্যস্ততম এলাকায় ফাস্টফুড রেস্তোরাঁ দিয়েছেন। এবার তাদের পেশাগত পরিচয় হয়ে উঠে ব্যবসায়ী নামে। তাদের স্ত্রীরা এতে সম্মানিত বোধ করেন। আমরা মাঝে মাঝেই মধ্যরাতে সেখানে যেতাম। গল্প আড্ডা চলতো। রাতের শিফটে চেনা জানা বন্ধুদের যারা ক্যাব চালাত, তারাও রাতের খাবার খেতে সেখানে আসতো। ক্ষণিক আড্ডা দিয়ে ফুরফুরে মেজাজে আবার কাজে নেমে যেতো। বছর দুয়েক ব্যবসাটি চলমান ছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, চার তরুণের উদ্দাম, সততা এবং আন্তরিকতা থাকা সত্ত্বেও তেমন একটা লাভবান হতে পারেনি তারা। ব্যবসা গুটিয়ে অনিচ্ছা সত্ত্বেও পূর্ববর্তী পেশায় ফিরে যেতে হয়েছে সকলকে। কেননা অন্য অনেক পেশার চেয়ে এতে আয় রোজগার তুলনামূলক ভালো এবং নিরাপদ।
আমার এখনো মনে আছে এই ভিনদেশে বসবাসের শুরুর দিকের দিনগুলোতে একটি যে কোন চাকুরির জন্যে হন্যে হয়ে নানান যায়গায় ঘুরেছিলাম। তখন অর্থাৎ সেই দুই যুগ আগে এখনকার মতো এত অধিক সংখ্যক বাংলাদেশিও ছিল না যে, কেউ একজন স্বদেশীর প্রতি সহানুভূতিশীল হয়ে কোন একটি চাকুরির সন্ধান দিবে, কিংবা ব্যবস্থা করে দিবে। চাকুরির জন্যে তখন মাধ্যমটা জরুরি ছিল। অনেকগুলো দিন, মাস অপেক্ষা শেষে একদিন পাশের রুমের এক বড়ভাই নিয়ে গেলেন তার কর্মস্থল ‘ জাপানিজ ফুড কর্পোরেশন ‘ এ। তিনি সেখানকার সুপারভাইজার ছিলেন, বিধায় জাপানিজ বসকে বলে কয়ে চাকুরির ব্যবস্থা করে দেন। শুরু হয় সংগ্রামী এক জীবন। ভোর পাঁচটায় ঘুটঘুটে অন্ধকারে বাসা থেকে বের হতে হতো কর্মস্থলের উদ্দেশ্যে। জাপানিজ জনপ্রিয় খাবার ‘সুসি’ তৈরি এবং প্যাকেটিং এর কাজ চলতো দিনভর। ফিরতে হতো সন্ধ্যার আঁধার ঘনালে। দিনের আলো দেখা হতো না পুরো শীতকাল জুড়ে। খানিকটা ইংরেজিতে পারদর্শী হতেই ছুটির দুটো দিন ম্যাকডোনাল্ডসে পার্ট টাইম কাজ জুটিয়ে নেই। সেই সময়টাতে যে কোন কর্মস্থলে নবাগতদের একটু বেশীই শ্রম দিতে হতো অন্যদের তুলনায়। যেমন, গারবেজ ফেলা, ফ্লোর পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার করা, টেবিল মোছা থেকে শুরু করে বেইজমেন্ট থেকে আইস বহন করে নিয়ে আসা সহ যাবতীয় কাজ করতে হতো। একটু পুরনো হলে ক্যাশ রেজিস্টারে কাজ করার সুযোগ দেয়া হতো। এমন সব কাজ দেশে কখনোই করা হয়নি যদিও, তবুও বলতে দ্বিধা নেই যে, কাজগুলো করতে আমার ভেতরে কখনোই সংকোচ কাজ করেনি। কেননা, আমি নিশ্চিতভাবে জানতাম, যে কাজ করে আমি জীবিকা নির্বাহ করছি, সে কাজের প্রতি সম্মান এবং ভালোবাসা না থাকলে জীবনে সামনে এগিয়ে যেতে পারবো না। আমার প্রায় সময়ই মনে হতো এ পি যে আব্দুল কালামের একটি উক্তি, ” যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। ”
চেনা আরেকজনের সাথে গল্প হচ্ছিল কাজ এবং কর্মস্থল নিয়ে। তিনি যে রেস্টুরেন্টে চাকুরি করতেন, সেখানে তাকে দুটি কাজের যে কোন একটি বেছে নিতে বলা হয়েছিল। এক, সারাদিন রেস্টুরেন্টের বেইজমেন্টে যে গারবেজ জমা হবে সেগুলো সেখান থেকে টেনে উপরে তুলে দিতে হবে। দুই, সেইসব ময়লার ব্যাগগুলো রাস্তার পাশে নিয়ে জমা করতে হবে। তিনি বেছে নিয়েছিলেন প্রথমটি। যদিও রেস্টুরেন্টের বিশালাকৃতির ভারী ভারী গারবেজ ব্যগগুলো টেনে উপরে তোলা তুলনামূলক বেশি কষ্টের এবং পরিশ্রমের তবুও তিনি তা-ই বেছে নিলেন। এ বিষয়ে তার যুক্তি, নিচ থেকে সেইসব উপরে তুলে দিলে কেউ তাকে দেখবে না। কিন্তু রাস্তায় সেগুলো টেনে নিয়ে গেলে চেনা কেউ যদি দেখে ফেলে সেই শঙ্কা কাজ করছিল ভেতরে। এই যে ‘ পাছে লোকে কী ভাববে ‘ ধরনের দৃষ্টিভঙ্গি, এটি আমাদের প্রতিনিয়ত অনেক ভালো কাজ করা থেকে বিরত রাখে। সুতরাং ভালো-মন্দ বিচারে নিজের বিবেকের চেয়ে বিশ্বস্ত আর কে হতে পারে ? মনে রাখতে হবে, এমন দৃষ্টিভঙ্গি নেতিবাচক মানসিকতারই প্রতিনিধিত্ব করে।
রিমি রুম্মান
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সেই বিদেশ বিভুওয়ে আছেন থাকেন আসছি পড়ে,
রিমি রুম্মান
শুভকামনা রইল।
ইঞ্জা
দুঃখজনক আপু, আমরা এখনো আমাদের মন মানষিকতা বদলাতে পারিনি, এমন ভাব ধরে রাখি যেন “হামারা বাপ সুলতান থা”, আমাদের প্রায় প্রবাসীরা নিজেদেরকে বিদেশে যায় করুক, দেশে এসে বলবে আমার বড় ব্যবসা আছে বিদেশে, আবার ঐ দেশেও কাজ করার বেলায় নাক সিটকাবে, কেন আমরা কি মানুষ নই, কাজ করবো ইনকাম করবো এতে দোষের কি আছে?
লেখাটি বাস্তবিক ঘটনা তুলে ধরাই আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় আপু।
রিমি রুম্মান
সত্যিই আমরা এখনো সেকেলেই রয়ে গেছি। নিজের কাজকে, পেশাকেও সম্মান করতে শিখিনি আজো।
ইঞ্জা
দুঃখ লাগে আপু, আমরা কেউই নিজেদের বদলাতে পারছিনা। 😢
সিকদার সাদ রহমান
আসলেই সত্য! মানুষের জীবন কর্মের উপর নিশ্চিত হয়
রিমি রুম্মান
একদম ঠিক কথা।
শামীম চৌধুরী
প্রথমে উচিত আমাদের মনমানসিকতা বদলানো। বাস্তবতা জানলাম আপু আপনার লেখায়।
রিমি রুম্মান
সামনের দিনগুলোতে এমন বাস্তব ধর্মী লেখা লিখতে চাই আরো।
শামীম চৌধুরী
পড়ার অপেক্ষায় রইলাম।
নীলাঞ্জনা নীলা
রিমি আপু আমাদের বাংলাদেশীয় এই মানসিকতার পরিবর্তন কখনোই হবেনা।
মনে আছে আমি নিজের জীবনে যতোরকমের কাজ করেছিলাম, তা নিয়ে তিনভাগে একটা পোস্ট দিয়েছিলাম? সেটা পড়ে ফেসবুকে অনেকেই ভ্রূ কুচকে ছিলো। যেনো লেখার কী এমন দরকার ছিলো?
ভালো থেকো আপু। ম্যাগাজিনের জন্য লেখা দিচ্ছো না কেন?
রিমি রুম্মান
ম্যগাজিনের জন্যে লেখা দিবো। বাসা ভর্তি অতিথি ছিল কয়দিন। একটার পর একটা ব্যস্ততা লেগে আছে। সহসাই দিব।
জিসান শা ইকরাম
দিদি ভাই, আমাদের লজ্জা, সংকোচ, মিথ্যে অহমিকাই ডুবিয়েছে, ডুবাচ্ছে, ডুবাবে।
দেশে কাজের ধরনের সাথে লজ্জা সংকোচ জড়িত,
কাছের দেশের মালয়েশিয়ায় রেস্টুরেন্টের ওয়েটার ( খাবার পরে টেবিল পরিস্কারক ) দেশে এসে দেশের রেস্টুরেন্টের ওয়েটারকে গালাগালি করে ওয়েটারের বাচ্চা বলে, এমন ঘটনা আমি দেখেছি।
ভারত বর্ষে কর্ম দিয়ে সামাজিক পদবী সৃষ্টি হওয়ায় এমন হয়েছে হয়ত। তাই তালুকদার বংশের কোন লোক রেস্টুরেন্টে বয়ের কাজ করতে চায় না। বিদেশে গেলে অবশ্য করে।
ম্যাগাজিনের জন্য দ্রুত লেখা দাও।
রিমি রুম্মান
বিদেশে প্রয়োজনে সব কাজই করছে সবাই। আবার নিজের কাজকেই অনেকে সম্মানের সাথে দেখছে না, এতাই খারাপ লাগে।
লেখা দিব সহসাই, দাদাভাই।
মনির হোসেন মমি
বাঙ্গালী বাবু,,বলে কথা।এটা আমাদের দোষ নয় আমাদের মনমাষিকতা আগ থেকেই এরকম।লেকাটা নাইস।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। দোষ আমাদের মানসিকতার।
আরজু মুক্তা
মানসিকতা না বদলালে জীবন বদলাবেনা!
রিমি রুম্মান
সকলে না। কেউ কেউ।
সাবিনা ইয়াসমিন
প্রবাসী জীবনের নানা ধরনের কথা জানতে পারি আপনার লেখাগুলো পড়ে। আজ যেটা জানলাম তা একটু অবাক করার মতোই।আগে শুনেছি প্রবাসে যারা থাকেন, তারা কোনো কাজ করতে দ্বিধা রাখেন না, কারণ সেখানে ছোটো বড় সব কাজকেই সমান চোখে দেখা হয়। কিন্তু এখন জানলাম, ওটা শুধু সীমিত সময়ের মনোভাব। অর্থনৈতিক অবস্থান পরিবর্তনের পর বাঙালী আবার নিজ মানুষিকতায় ফিরে আসে। বংশগত বৈশিষ্ট্য আমাদের মগজে ঢুকে গেছে। পেশা আর পোশাক কে এক করে ফেলেছি আমরা। কাজের গুরুত্বের চেয়ে পদের গুরুত্বকে প্রাধান্য দেয়াটাই এখন বেশি প্রচলিত।
এ পি যে আব্দুল কালামের উক্তি, ” যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। ” এই কথাটির বাস্তবায়ন করতে পারলে হয়তো কিছু পরিবর্তন আসবে।
রিমি আপু, এটা কি ম্যাগাজিনে দিতে চাচ্ছেন? তাহলে শিরোনামের পাশে ম্যাগাজিন লিখে দিন প্লিজ। আর নতুন লেখা দিতে চাইলে তাও দিন। সময় বেশি নেই।
ভালো থাকুন সারাক্ষন, শুভ কামনা +ভালোবাসা ❤❤
রিমি রুম্মান
এটা ই ম্যগাজিনে দিতে পারলে তো ভালো হতো। আমি অন্য আরেকটি বিষয় নিয়ে লেখার সুযোগ পেতাম। কিভাবে এডিট করবো ?
সাবিনা ইয়াসমিন
শিরোনাম এর পাশে ম্যাগাজিন লিখে দিন, তাহলেই হবে আপু।
সকাল স্বপ্ন
লিখা – শিখে নেবার কথা বানি,
মনে রাখলাম মনে মনে
রিমি রুম্মান
শুভকামনা রইল।
মোঃ মজিবর রহমান
এই অবস্থায় পাশে না থেকে অন্য উপদেশ ভাল লাগে বলুন???