যখন কোন কিছুই নিয়ন্ত্রনে থাকে না। নিজেকে অসহায় মনে হয়। কেমন যেনো শুন্য শুন্য লাগে। দিকভ্রান্ত পথিক হিসাবে সব কিছুতেই হতাশা আর বেদনা মেশানো থাকে। মাথার ভিতর পোকাগুলো মাথার ভিতর কেমন কামড়াতে থাকে।
যখন এদেশ রাজাকারদের ধারন করে। তখন মনে হয় রাজপথে নেমে চিৎকার করে বলি,কীটদের নিয়ে রাজনিতী নয় তাদের লাশ দেশান্তরি করা হোক। কিন্তু কাপুরুষতা আমাকে ঘরের চারদেয়ালে বন্দী করে রাখে !
যখন ক্ষমতার লোভে দেশ খাদের কিনারায় দাড়িয়ে যায় দু পক্ষের চাল পাল্টা চালে,কিছু না করতে পারার বেদনা মাথার ভেতর চেপে ধরে। যখন বাইরে বলি ভারতীয় মিডিয়া নিপাত যাক আর ঘরে বসে সেই জী বাংলা দেখি ! তখন মাথায় কে যেনো ডেকে বলে প্রতারক. !
এই অনুভুতি কেবল হয়তো আমার নয় আমাদের সবার!

১জন ১জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ