যখন কোন কিছুই নিয়ন্ত্রনে থাকে না। নিজেকে অসহায় মনে হয়। কেমন যেনো শুন্য শুন্য লাগে। দিকভ্রান্ত পথিক হিসাবে সব কিছুতেই হতাশা আর বেদনা মেশানো থাকে। মাথার ভিতর পোকাগুলো মাথার ভিতর কেমন কামড়াতে থাকে।
যখন এদেশ রাজাকারদের ধারন করে। তখন মনে হয় রাজপথে নেমে চিৎকার করে বলি,কীটদের নিয়ে রাজনিতী নয় তাদের লাশ দেশান্তরি করা হোক। কিন্তু কাপুরুষতা আমাকে ঘরের চারদেয়ালে বন্দী করে রাখে !
যখন ক্ষমতার লোভে দেশ খাদের কিনারায় দাড়িয়ে যায় দু পক্ষের চাল পাল্টা চালে,কিছু না করতে পারার বেদনা মাথার ভেতর চেপে ধরে। যখন বাইরে বলি ভারতীয় মিডিয়া নিপাত যাক আর ঘরে বসে সেই জী বাংলা দেখি ! তখন মাথায় কে যেনো ডেকে বলে প্রতারক. !
এই অনুভুতি কেবল হয়তো আমার নয় আমাদের সবার!
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
এমন পোকা আছে বলেই বেঁচে আছি।
যেদিন এই পোকা মাথায় থাকবেনা, ভাববো আমার মৃত্যু হয়েছে।
ঘুমন্ত আমি
মাথার ভিতর এই পোকা কেবল যন্ত্রনা দেয়
জিসান ভাই! হতাশ করে। কিন্তু যতদিন
কাজে প্রতিফলন না হচ্ছে ততদিন
আসলে কোন ফলই আসবে না। তবু
আশা রাখি একদিন পারবো! ধন্যবাদ ভাই। ভালো থাকুন সব সময়।
ছাইরাছ হেলাল
বহু মাস পরে আপনাকে দেখলাম, আগের মন্তব্যের উত্তর ই আপনি এখনও দেন নি।
ঘুমন্ত আমি
মাথার ভিতর এই পোকা কেবল যন্ত্রনা দেয় জিসান ভাই! হতাশ করে। কিন্তু যতদিন কাজে প্রতিফলন না হচ্ছে ততদিন আসলে কোন ফলই আসবে না। তবু আশা রাখি একদিন পারবো! হতাশা কেটে যাবে একদিন!
ঘুমন্ত আমি
দেখছেনই তো হেলাল ভাই অনেকদিন না আসার ফলে উল্টাপাল্টা মন্তব্য পোস্ট হচ্ছে!
লীলাবতী
এমন পোকা দরকার আসলে আমাদের সবার।
ঘুমন্ত আমি
সবার মাথাই এই পোকা হয়তো আছে কিন্তু মাথার পোকাগুলো বাইরে বাস্তবায়নে আনতে হবে! মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়!
মেহেরী তাজ
সবার মাথায় আছে এমন পোকা, কারর কম কারর বেশি।
ঘুমন্ত আমি
পোকাগুলো বাইরে আসুক। দুর হয়ে যাক অন্যায়! ভালো থাকুন সব সময়!
শুন্য শুন্যালয়
হ্যাঁ পোকাগুলো বাইরে আসুক, দূর হয়ে যাক অন্যায়। ভালো লিখেছেন।
এই অনুভূতিগুলো এখনও আছে বলেই আমরা বুঝতে পারি অন্যায়গুলো।
ঘুমন্ত আমি
অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
মোঃ মজিবর রহমান
এই পোকা দিয়ে
এদের ধংস্ব করা দরকার। আগুন জ্বালান দরকার
অদের মাথায়, বাহুতে, দেহে সর্বত্রে।
সুন্দর।
ঘুমন্ত আমি
কিন্তু আমরা বার বার হেরে যাচ্ছি একদিন আশা করি আমরা জিতবই! ধন্যবাদ মন্তব্যের জন্য ভালো থাকুন সসময়।
মোঃ মজিবর রহমান
আশা করি বেশি সময় লাগবেনা আল্লাহ সহায় থাকলে।
মরুভূমির জলদস্যু
ব্লগার সজীব
আমাদের সবার মাথায় এমন পোকার চাষ করা খুবই প্রয়োজন ভাই।
ঘুমন্ত আমি
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাই!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এই অনুভুতি কেবল হয়তো আমার নয় আমাদের সবার!
ঠিক তাই তখন যেন ভাষা হারিয়ে ফেলি।
ঘুমন্ত আমি
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য ভালো থাকবেন সবসময়!