কি সব ছাই পাস খাস
ধূম্ভ্র জালে জীবনকে ঊড়াস
মদের জলে স্নান করে মূখে
দিলি বিষ
ডিজিটালের তালে পড়ে চোখ
করলি রঙ্গীন।
যাকে ভূলতে এতো জীবন জ্বালা
তাকে চিনতে করলি
একি ভূল,
নিজেকে ভূলিয়ে নিজেকে চেনা
বড় কষ্টকর,
আপন আপনাকে খুজতেঁ
কষ্টি পাথর ধর।
কি সব ছাই পাস খাস
ছাড়লি মরন কামড় ডাইল
করলি নিজের সন্মানকে ঘাইল
ধরলি আবার অরেঞ্জ সবুজ ইয়াবা
সেবন কারুকার্য্যে হলে সেরা
ক্ষয়ে যাওয়া ধূম্রজালে
মাতাল যেন তুমি দিশেহারা।
কি সব ছাইপাস খাস
অপব্যায়ে হইলি শয়তানের দোসর
করলি ধ্বংস যত সম্পদ
হারালি সমাজ হারালি সংসার।
কি সব ছাইপাস খাস
খেয়ে খেয়ে কি যে মজা পাছ
স্বপ্নের বালু চড়ে মিছে সূখ খোজাঁ
নেশার ঘোড় কেটে গেলে
নিস্বাসে বের করিস আফসোসের বাতাস।
১৫টি মন্তব্য
হৃদয়ের স্পন্দন
কি সব ছাই পাশ খাস বেশ লিখেছেন -{@ (y)
নীলাঞ্জনা নীলা
মাতাল হওয়া ভালো না (y)
খেয়ালী মেয়ে
নিজেকে ভূলিয়ে নিজেকে চেনা বড় কষ্টকর 🙁
দারুন লিখেছেন (y)
প্রজন্ম ৭১
ভালো লেগেছে -{@ গান শুনুন 🙂 নেশার লাটিম ঝিম ধরেছে https://www.youtube.com/watch?v=kim0n0Lqs2M
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম!হা হা হা ধন্যবাদ। -{@ আমার পছন্দের একটি -{@
ব্লগার সজীব
আজ কি ম উৎসব মনির নাই?সবাই ম দিয়ে লিখছেন,আপনিও মাতাল দিলেন 🙂 ভালো লেগেছে খুব।
ছাইরাছ হেলাল
মাতাল কাব্য ছবি সহ ভালই হয়েছে।
সাতকাহন
ক্যানো ভাই, মদ খাইলেই কি মাতাল হয়ে যায়? আমি তো রেগুলার খাই, কখনো তো মাতাল হলাম না। বরং মদ খাওয়ার সহজ উপায় কেউ জানতে চাইলে আওয়াজ দিয়েন। খাবেন ইনজয়ও করবেন। তবে আপনার লেখাটির মধ্যে শ্রুতিকল্পের প্রচ্ছন্ন ছায়া দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ লেখাটির জন্য।
প্রহেলিকা
***নিজেকে ভূলিয়ে নিজেকে চেনা
বড় কষ্টকর,**
এই লাইনটা বেশ ভালো লেগেছে ভাই। ভালো লিখেছেন শুভেচ্ছা জানবেন।
স্বপ্ন নীলা
সুন্দর মিলালো কাব্য দারুন হয়েছে কবি
জিসান শা ইকরাম
পড়ে কেমন মাতাল মাতাল লাগছে।
মরুভূমির জলদস্যু
-{@ কি সব ছাইপাস খাস
খেয়ে খেয়ে কি যে মজা পাছ -{@
আমিতো মাতাল হয়ে যাচ্ছি :p
মেহেরী তাজ
এই সব ছাইপাস খাওয়া ভালো না -{@
ছারপোকা
নিজেকে ভূলিয়ে নিজেকে চেনা
বড় কষ্টকর ।
খুব ভাল লেগেছে লাইন টা ।
ভাল লিখেছেন কবি ।
শুন্য শুন্যালয়
মাতালরা কি পায় তারাই জানে।