মাতাল

মনির হোসেন মমি ১৩ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০৬:২০:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৫ মন্তব্য

কি সব ছাই পাস খাস
ধূম্ভ্র জালে জীবনকে ঊড়াস
মদের জলে স্নান করে মূখে
দিলি বিষ
ডিজিটালের তালে পড়ে চোখ
করলি রঙ্গীন।

যাকে ভূলতে এতো জীবন জ্বালা
তাকে চিনতে করলি
একি ভূল,
নিজেকে ভূলিয়ে নিজেকে চেনা
বড় কষ্টকর,
আপন আপনাকে খুজতেঁ
কষ্টি পাথর ধর।

কি সব ছাই পাস খাস
ছাড়লি মরন কামড় ডাইল
করলি নিজের সন্মানকে ঘাইল
ধরলি আবার অরেঞ্জ সবুজ ইয়াবা
সেবন কারুকার্য্যে হলে সেরা
ক্ষয়ে যাওয়া ধূম্রজালে
মাতাল যেন তুমি দিশেহারা।

কি সব ছাইপাস খাস
অপব্যায়ে হইলি শয়তানের দোসর
করলি ধ্বংস যত সম্পদ
হারালি সমাজ হারালি সংসার।

কি সব ছাইপাস খাস
খেয়ে খেয়ে কি যে মজা পাছ
স্বপ্নের বালু চড়ে মিছে সূখ খোজাঁ
নেশার ঘোড় কেটে গেলে
নিস্বাসে বের করিস আফসোসের বাতাস।

৫৪৭জন ৫৪৭জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ