নীলা,
তোমাকে মনে করছি,
কি করছ তুমি?
জেগে আছো?
নাকি ঘুমিয়ে?
আমিতো এখন ও ঘুমাইনি।
জোৎস্না রাতে উজ্জ্বল তারা গুনছি।
আর তুমি কি স্বপ্ন বুনছ?
কি স্বপ্ন, বলবে?
আজ রাতের আকাশটা আসলেই সুন্দর।
আরো সুন্দর হতো যদি তুমি জেগে থাকতে।
ওঠোনা একটু, দেখনা তারার মেলা।
এই চন্দ্রালোকে কত স্বপ্ন বুনতাম আমরা ,
তোমার মনে আছে তুমিই বলে ছিলে আমাদের একটা বেবি হলে তার নাম রাখব চন্দ্রলোক।
এই মাঝরাতে তোমার সাথে স্বপ্নরা ও আছে ঘুমিয়ে? থাক ওরা নীরবে ঘুমিয়ে! ওঠোনা নীলা, একটু দেখ না।
১২টি মন্তব্য
স্বপ্ন
ভালো লাগলো খুব (y) (y)
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
ধন্যবাদ -{@
নীলকন্ঠ জয়
অনেক ভালো লাগলো।। -{@
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
আজ রাতের আকাশটা আসলেই সুন্দর।
আরো সুন্দর হতো যদি তুমি জেগে থাকতে।
ওঠোনা একটু, দেখনা তারার মেলা।
এই চন্দ্রালোকে কত স্বপ্ন বুনতাম আমরা ………… এমন আহ্বান নিশ্চয়ই নীলা উপেক্ষা করতে পারবেনা।
ভালো লেগেছে ।
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
নীলা আমার জীবনে কুড়িয়ে পাওয়া একটি নাম। ধন্যবাদ।
খসড়া
সুনীলের নীলাকে সবাই নিয়ে নিলে কেমন করে হপে।
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
আমার নামের সাথে যেহেতু উনার নামের মিল আছে তাই নীলা আমার ও হতে পারে। ধন্যবাদ
ছন্নছাড়া
এমন ভাবে ডাকলে না উঠে কি পারে নীলা কে উঠতেই হবে দেখতে হবে তাঁরার মেলা
অনেক ভালো লেগেছে ………… -{@ (y)
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
ধন্যবাদ জানবেন।
লীলাবতী
ভালো লেগেছে খুব ।
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
শুভেচ্ছা আপনাকে।