মাঝ রাতের পাগলামী

অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম ৮ ডিসেম্বর ২০১৩, রবিবার, ১২:০৪:১৫পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

নীলা,
তোমাকে মনে করছি,
কি করছ তুমি?
জেগে আছো?
নাকি ঘুমিয়ে?
আমিতো এখন ও ঘুমাইনি।
জোৎস্না রাতে উজ্জ্বল তারা গুনছি।
আর তুমি কি স্বপ্ন বুনছ?
কি স্বপ্ন, বলবে?
আজ রাতের আকাশটা আসলেই সুন্দর।
আরো সুন্দর হতো যদি তুমি জেগে থাকতে।
ওঠোনা একটু, দেখনা তারার মেলা।
এই চন্দ্রালোকে কত স্বপ্ন বুনতাম আমরা ,
তোমার মনে আছে তুমিই বলে ছিলে আমাদের একটা বেবি হলে তার নাম রাখব চন্দ্রলোক।
এই মাঝরাতে তোমার সাথে স্বপ্নরা ও আছে ঘুমিয়ে? থাক ওরা নীরবে ঘুমিয়ে! ওঠোনা নীলা, একটু দেখ না।

৫৯৮জন ৫৯৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ