মাইর

ছাইরাছ হেলাল ৩ মে ২০১৪, শনিবার, ০৮:৪৪:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

না কোন আন্ধার রাত্রিতে নয়,নয় কোন ঠাটা পড়া জ্যোৎস্নায়,প্রকাশ্য দিবালোকে খাঁখাঁ করা রোদ্দুরে ; আম্রকানন,কুঞ্জবন বা কদম্ব তলে ও নয়,জনমানব হীন জিরো পয়েন্টে মাইর শুরু হইছে।হ্যান্ড টু হ্যান্ড, মাউথ টু মাউথ,লেগ টু লেগ,হেড টু হেড এবং চুল টু চুল,ম্যারাথন মাইর । কষ বেয়ে রক্ত রেখা হাল্কা থেকে গাঢ় হচ্ছে,গোটা কয়েক দন্ত ছিটকে পড়তে দেখলাম।কয়েক গাছি চুল এলোমেলো বাতাসে উড়ে যাচ্ছে,পায়ের শক্ত হাড় ভাঙ্গার শব্দও হচ্ছে।তবে সুখের কথা হল কেউ মারা যাবে না এটি নিশ্চিত করা আছে। মাইর ও ককানো চালু থাকুক।
আসুন আমরা আসল -নকল গল্প করি।মাথার খুলি ফাটার শব্দ হলে উকি দিয়ে দেখব মগজ কতটা কার মাথা থেকে ছিটকে বের হল।এখন কথা হল কী নিয়ে এই তুমুল মারামারি ?তেমন কিছু না,নয় কোন দিগ্বধূ বা দিগন্ত দখল বা অন্য কিছু।
দুরারোহ কোন পীঠস্থান দখলের লড়াই ও নয়,শুধু…………..

রাত্রি হিসাব চায় দিনের কাছে,দিন হিসাব চায় রাত্রির কাছে।
জীবন হিসাব চায় মৃত্যুর কাছে,মৃত্যু হিসাব চায় জীবনের কাছে।

কিন্তু হিসাব কেউ-ই কাউকে দিতে রাজী হচ্ছে না। দিলেও কেউ কারোরটি মেনে নিচ্ছে না কিছুতেই।
সূচ্যগ্র মেদিনী ছেড়ে দেয়ার চান্স কেউ-ই নিছে না নেবেও না।আমি এখন সদা-প্রভুর ভূমিকায়।থুক্কু,ভানুর কৌতুকের সেই ‘দেখি না কী হয়’ ভূমিকায়।এই মাইরের বিষয় বিস্তারিত আর একদিন বলব।ঘটনা হল,লিখতে বসেছিলাম ‘কয়েক অপদার্থের সার্কাস দর্শনের’ গল্প।কিন্তু এই মাইরের মধ্যে পড়ে লেখা-লেখি চাঙ্গে উঠে গেছে।দাঁড়ান দাঁড়ান………..
মাথা খুলি ফাটার শব্দ পেলাম,একটু উঁকি-ঝুঁকি দিয়ে আসি। যদি আসতে দেরি হয় তা হলে আপনারা যে যার সুবিধা মত নিজ নিজ খোঁয়াড়ে (প্রাসাদে) গিয়ে নাকে তেল সহযোগে ভাত-ঘুমের চেষ্টা চালিয়ে দেখতে পারেন। মাইরের ময়দানে আমাকে একমাত্র দর্শক হিসাবে তো বটেই এমনকি রেফারির ভূমিকায় ও দেখতে পেতে পারেন এ নিশ্চয়তার শতভাগ আপনাদের দিচ্ছি।

৯৯২জন ৯৯২জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ