শুদ্ধতম আত্মার সন্ধান বন্ধুর
সেই কবে থেকে নিজকে পুড়িয়ে শুদ্ধ করার বাসনা ধারণ করে আছি
আলোর উৎসের কাছে ছুটে গিয়েছি বারবার অনেকবার
কাছাকাছি হয়েছি বা হয়ত বহুদুরেই থেকেছি তেমন শুদ্ধতা থেকে
নিজকে দহন স্পৃহা যেন আমার অন্য অস্তিত্বের যাতনা,আকাঙ্খা।
কেন গেলাম এই মহান সাধকের কাছে ? এখানে দেয়া গান তিনটির মাঝে উত্তর আছে আমার।
-{@
গুরুর দয়া যারে হয় সেই জানে
যে রূপে সাঁই বিরাজ করে দেহ ভুবনে
দয়া যারে হয় সেই জানে ।।
জলের বিম্ব জলের উপর
আখন্ড প্রলয়ক মাঝার
বিন্দুতে হয় সিন্ধু তাহার
ধারা বয় ত্রিগুণে
দয়া যারে হয় সেই জানে ।।
শহরে সহস্র পাড়া
তিনটি পথ তার এক মহড়া
আলেক ছায়ার পবন ঘোড়া
ফিরছে সে পথে
দয়া যারে হয় সেই জানে ।।
হাতের কাছে আলেক শহর
রঙবেরঙের রটছে লহর
সিরাজ সাঁই কয় লালন রে তোর
সদাই ঘোর মনে
দয়া যারে হয় সেই জানে ।।
-{@
আমার হয় না রে সে মনের মত মন
কিসে জানবো সেই রাগের করণ
আমি জানবো কি সে রাগের করণ
আমার হয় না রে সে মনের মত মন ।।
পোড়ে রিপু ইন্দ্রিয় ভোলে
মন বেড়ায় রে ডালে ডালে
দুই মনে এক মন হইলে
এড়া্য শমন
আমার হয় না রে সে মনের মত মন ।
রসিক ভক্ত যারা মনে মন মিশালো তারা
শাসন করে তিনটি ধারা
পেল রতন
আমার হয় না রে সে মনের মত মন ।।
কবে হবে নাগিনী বস সাধবো কবে অমৃত-রস
সিরাজ সাঁই কয়, নিষেধে নাশ
হলি লালন
আমার হয় না রে সে মনের মত মন ।।
কিসে জানবো সে রাগের করণ
ও কিসে জানবো সেই রাগের করণ
হয় না রে সে মনের মত মন
আমার হয় না রে সে মনের মত মন ।।
-{@
এলাহি আলমিন গো আল্লাহ বাদশা আলম পানাহ তুমি
তুমি ডুবাইয়া ভাসাইতে পার
ভাসায়ে কিনার দাও কারো
রাখ মার হাত তোমারো, তাইতো তোমায় ডাকি আমি।
নূহু নামে এক নবীরে, ভাসালে অকুল পাথারে
আবার তারে মেহের করে আপনি লাগাও কিনারে
জাহের আছে ত্রি-সংসারে, আমায় দয়া কর স্বামী।
নিজাম নামে (এক) বাটপাড় সে তো, পাপেতে ডুবিয়া রইত
তার মনে সুমতি দিলে, কুমতি তার গেল চলে
আউলিয়া নাম খাতায় লিখিল, জানা গেল এই রহমী।
নবী না মানে যারা, মোয়াহেদ কাফের তারা
সেই মোয়াহেদ দায়মাল হবে, বেহিসাব দোজখে যাবে
আবার তারে খালাস পাবে ,
লালন কয় মোর কী হয় জানি। ।
এই গানটি সহ লালনের মোট আটটি গান শুনুন এখানে
গানগুলো শুনতে শুনতে আপনি আপনার গভীরে কতটা যেতে পারেন,তা আপনার উপর নির্ভর করবে।
আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি।
২৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
গানগুলো শুনতে শুনতে অন্য জগতে চলে যেতে ইচ্ছে হয়।
জিসান শা ইকরাম
লালনের গানগুলোই অন্য রকম ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
দাদা কি লালন শাহ এর অনুসারী? আমার আব্বু লালনের গানের ভক্ত। গান এর মাঝে ডুবে গিয়েছি আমি।
জিসান শা ইকরাম
লালনের গানে অন্য রকম কথা, যা ভাবায় মানুষকে ।
শুন্য শুন্যালয়
কতো গভীর গানের কথাগুলো!!!!
জলের বিম্ব জলের উপর। শব্দের কারুকাজ শিখতে হলে আগে লালনে ডুবতে হবে। এক শহরে কতো পাড়া তবু তো পথ একটাই। সেই পথেই সবাইকে চলতে হয়। গানগুলো এভাবে ভেতর থেকে শোনা হয়নি কখনো। মনের মত মন খুজেঁ পায়না কেউ ই। আমি আজকে থেকে লালন ভক্ত হয়ে গেলাম ভাইয়া। গানগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডাউনলোড করে নিচ্ছি।
জিসান শা ইকরাম
লালনের গান ই তাঁর বানী। তাঁর মৃত্যুর পরে এই গানের কথা শুনেই ভক্ত বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত।
শুন্য শুন্যালয়
মনের মানুষ মুভির গানগুলো অনেক বেশি ভালো লেগেছে। ওদের কন্ঠে একটা মেঠো টাইপ ভাব আছে। ভাইয়া রিংকু ছাড়া আর কোন লিংক কি দিতে পারবেন? লালনের গানে এতো ব্যান্ড ড্রাম একটু বেমানান লাগছে। তবে রিংকু গায় খুব ভালো। আসলে আমাকে এখন মনের মানুষে পেয়েছে।
জিসান শা ইকরাম
নেটে লালনের গান প্রচুর আছে। লালন ভক্তদের গানও আছে যারা শুধু একতারা বাজিয়ে গান গেয়েছেন। সার্চ দিলেই পাবেন।
মোঃ মজিবর রহমান
শুদ্ধতম আত্মার সন্ধান বন্ধুর
এই বাক্য বুঝতে জেতে হবে বহুদুর।
সহজ শব্দে কঠিন গাম্ভীর্য বা অর্থ।
জিসান শা ইকরাম
হ্যা
মোঃ মজিবর রহমান
লালন সঙ্গীত এক অসীম ভবের গান বুঝতে হলে ডুবতে হবে সেথায়।
ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
গানের মাঝে যে যতটা ডুবতে পারে, তিনি ততটা আনন্দ পাবেন।
মোঃ মজিবর রহমান
ডুবতে পারলেই আনন্দ তা না হলে বৃথা।
সায়ন্তনু
এক সময়ে শুনেছি।আবার শুনব ভাবছি।
জিসান শা ইকরাম
আবাএ শুনতে শুরু করুন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মনের খোরাক মন যা চায় তার সবটুকুই এ গানগুলির মাঝে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি আত্ত্বাময় পোষ্টের জন্য।
জিসান শা ইকরাম
আপনাকেও ধন্যবাদ —
মরুভূমির জলদস্যু
গিয়েছি লালনের মাজারে একবার, বসে কয়েকটি গানও শুনে এসেছি। -{@
জিসান শা ইকরাম
আমি এবার প্রথম গেলাম।
রিমি রুম্মান
লালনের গানের গভীরতায় ডুবে থাকি… যখন গানগুলো শুনি।
নুসরাত মৌরিন
লালনের গান বার বার ভাবনায় ডুবায়।এজন্য সব বুঝেও কিছুই বুঝতে না পারা…।
খেয়ালী মেয়ে
সত্যি বলতে লালনের গান আমার খুব কম শোনা হয়……
গানগুলো ডাউনলোড করে নিয়েছে, শুনছি, বুঝার চেষ্টা করছি 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
আরো পোষ্টের অপেক্ষায় আছি। লালনের মাজারের প্রবেশ গেটের লেখার ফটো তুলেন নি? ঐ ছবিটা দিন। লালনকে বুঝতে হলে ঐ একলাইনের কথাই যথেষ্ঠ।
শিশির কনা
ভাইয়া কি লালনের অনুসারী? লালনের গান প্রানের গান।
সোনিয়া হক
এই শিল্পীর গান প্রথম শুনলাম। ফরিদা পারভিনের গানের মাধ্যমে লালনের গানের সাথে প্রথম সখ্যতা। এখন তো সময় পেলেই শুনি।