ছোট্ট পরীটা
মায়াভরা মুখটা
কথাগুলো গুছানো নয়
অনেকটা এলোমেলো
তবুও বলল সে
মুডের গরভ মুডের আছআ
আমুদই বাংলো ভাসাআ
ছোট্ট কচিহাত খানি বুকে রেখে
আবার ছড়িয়ে ছড়িয়ে আবৃতি করছে
কি যে মায়া কিযে আদর মাখা সে মুখ
আমি শুনি আর মোহিত হই বারংবার
অবুঝ প্রানের আবেগে আপ্লুত আকুলিবিকুলি অন্তর
বারে বারে বেজে উঠে আমুদই বাংলা ভাসা
এ যেন কোন সুরের মূছনা
ঝংকারে হৃদয় হতে হৃদয়ে
মনে পড়ে পূর্বপুরুষের সংগ্রাম
রাষ্ট্র ভাষা বাংলা চাই
কল্পনায় ভেসে উঠে
৮ই ফালগুনের রক্ত ঝড়া পিচঢালা রাজ পথ
ছালাম বরকত রফিক কতজনের প্রতিচ্ছবি।
তু চিজ বারিহে মাস্ত মাস্ত শব্দে
হঠাৎ উবে যায় সব
ভেঙ্গে যায় স্বপ্ন জাল
বিয়ের জলসার বেঢপ তানে
ভেসে আসা এ অপসংস্কৃতি টানে
কি নিদারুন শেল
বিধল সহসা প্রানে।
লজ্জায় মুখ লুকাতে চাই
ক্ষমা করো এ বাংলার নাদান গনে
হে আদি সংগ্রামী শহীদান যত
ক্ষমা করো ক্ষমা করো এ বঙ্গ জনে।
আমরা যে আজ পারিনি,
রাখতে তোমাদের মান
আমরাতো তো তোমাদের
কুলাঙ্গার প্রজম্ম
উচ্ছন্ন সন্তান।
তোমাদের রক্তের ঋন শোধিতে
যার আজ জেগে আছে
তাদের কে সবাই বেকডেডেট বলে
ঘেসেনাতো কাছে।
তবু সান্তনা ছোট্ট পরীটার
মুখের আধো বচন বারংবার
হৃদয়টা করে পুলকিত
এটাই সুখ সান্তনা
যেন মলম দেয়া ক্ষত।
২৩টি মন্তব্য
হালিম নজরুল
আবেগাপ্লুত হলাম।
আতা স্বপন
আসুন সবাই ভাষা ও সংস্কৃতি চর্চায় বাংলা ভাষাকে সম্মান করি। ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
মনের কথা, আবেগের কথা ছুঁয়ে গেল । আমাদের মাতৃভাষার প্রতি আমাদেরই শ্রদ্ধা বোধ, ভালোবাসা নেই। সত্যটাই উন্মোচন করলেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গেলাম। ভালো থাকুন সবসময় শুভ কামনা
আতা স্বপন
এই ভাষার জন্য কেউ সংগ্রামী
আবার এই ভাষাতে কেউ করে ভন্ডামী
চোগলখুরি চামচামি।
আমার যত অভিশাপ
ঐসব কুলাংগারে
যার করে না শ্রদ্ধা নিজস্ব
শিল্প সংস্কৃতিরে।……………………..ধন্যবাদ
জিসান শা ইকরাম
” মুডের গরভ মুডের আছআ
আমুদই বাংলো ভাসাআ ” ———— এসব কি লিখছেন আপনি? বাংলার তো বারোটা বাজিয়ে দিলেন আপনি।
লেখা সংশোধন করুণ।
আতা স্বপন
এটা সত্য যে শিশু ছাড়া যে কেউ এভাবে আবৃতি করলে তা অবশ্যই ভাষার বারটা বাজানো বলা যায়। কিন্তু ভাই আপনি আমার কবিতাটির দিকে লক্ষ্য করুন ভালে করে এগুলো একটি শিশুর মুখের আবৃতি। তাই তার ঢং টা এখানে প্রকাশিত। আমি যদি বলতাম তাহলে বলতাম মোদের গরব মোদের আশা……….আমরই বাংলা ভাষা। তবে শিশুটির কন্ঠের মায়াজালে মুডের গরব মুডের আছআ এটাই বলতে ইচ্ছে করে। আপনাকে মতামতের জন্য ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি
কবিতাটি চমৎকার হয়েছে।শ্রদ্ধা সকল ভাষা শহীদের প্রতি।
আতা স্বপন
বাংলা আমার প্রাণে মনে
ভাল লাগা শিহরনে
এমন ভাষার মত মধুর
কোন ভাষা নাই
বাংলায় তাই কথা বলি
বাংলায় গান গাই।————ধন্যবাদ
তৌহিদ
অত্যন্ত চমৎকার একটি কবিতার জন্য প্রথমেই অভিনন্দন এবং ধন্যবাদ ভাইজান। শিশুদের মুখে বাংলা হোক শ্রেষ্ঠ ভাষা। অপসংস্কৃতি থেকে মুক্তি পাক আমাদের মাতৃভাষা।
ভালো থাকবেন ভাই।
আতা স্বপন
বাংলার সন্তান মোরা
বাংলা ভালবাসি
এই ভাষাতেই কথা বলে
গর্ব ভরে হাসি।………………….ধন্যবাদ
এস.জেড বাবু
ভেসে আসা এ অপসংস্কৃতি টানে
কি নিদারুন শেল
বিধল সহসা প্রানে।
বাংলাদেশে আজকাল বাংলার অভাব বোধ হয়,
বাঙালির ভাষা, পোষাক, আয়োজন, উৎযাপন যেন সবই পশ্চিমা হয়ে গেছে-
সংস্কৃতি আর আচার ব্যাবহার- “সবই যেন আমদানী করা”
আতা স্বপন
আমদানি করতে দোষ নাই। তবে অপসংস্কৃতির আবর্জনা আমাদানি করে তাতে ডুবে মরার কোন মানে হয় না।
-ধন্যবাদ –
নিতাই বাবু
অমর একুশের শুভেচ্ছা রইল!
আতা স্বপন
আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ দাদা।
নিতাই বাবু
আমি অধম “নিতাই বাবু” সোনেলায় আপনাকে স্বাগতম!
আতা স্বপন
পুরনের সাথে নতুন করে পরিচয়। আনন্দই আলদা। কি বলেন দাদা?
একসাথে চলব ইনশাল্লাহ।
নিতাই বাবু
অবশ্যই দাদা। আপনাকে এখানে দেখে সত্যি খুবই ভালো লাগছে।
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।
আতা স্বপন
শুভেচ্ছা বাণী খানি রেখিছি যতনে
অন্তরের অন্তহিন কোণে
===========================ধন্যবাদ
কামাল উদ্দিন
সুন্দর লিখেছেন ভাই, তবে আমি মনে করিনা অন্য ভাষার গান বা ইংরেজী ভাষায় কিছু কথা বললে আমাদের বাংলা ভাষা অপমান হয়ে যাচ্ছে। বাংলা আমার মায়ের ভাষা, এর স্বকিয়তা অনন্য।
আতা স্বপন
সব ভাষা থেকে শিখার আছে। কিন্তু অপশিক্ষা নয়। কুশিক্ষা নয়। ধন্যবাদ ভাই
কামাল উদ্দিন
কুশিক্ষা তো বাংলায়ও নেওয়া যায়, কুশিক্ষার জন্য কি ভাষা পরিবর্তনের কোন দরকার আছে ভাই?
আতা স্বপন
ঠিক বলেছেন। এখান বাংলায় বলেন আর অন্য ভাষায় ভালতে কোথাও সমস্যা নেই। সমস্যা হলো মন্দে। আমদের সব ভাষা ও সংস্কৃতির ভালটা নিতে হবে। কুটা বর্জন করতে হবে। আফসোস আমরা মন্দটাই নিচ্ছি। তাই তো কাব্যের মাধ্যমে এ বিরহ গাঁথা।