মলম দেয়া ক্ষত

আতা স্বপন ১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৯:৪১:০৫অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

ছোট্ট পরীটা

মায়াভরা মুখটা

কথাগুলো গুছানো নয়
অনেকটা এলোমেলো
তবুও বলল সে
মুডের গরভ মুডের আছআ
আমুদই বাংলো ভাসাআ
ছোট্ট কচিহাত খানি বুকে রেখে
আবার ছড়িয়ে ছড়িয়ে আবৃতি করছে
কি যে মায়া কিযে আদর মাখা সে মুখ
আমি শুনি আর মোহিত হই বারংবার
অবুঝ প্রানের আবেগে আপ্লুত আকুলিবিকুলি অন্তর
বারে বারে বেজে উঠে আমুদই বাংলা ভাসা
এ যেন কোন সুরের মূছনা
ঝংকারে হৃদয় হতে হৃদয়ে
মনে পড়ে পূর্বপুরুষের সংগ্রাম
রাষ্ট্র ভাষা বাংলা চাই
কল্পনায় ভেসে উঠে
৮ই ফালগুনের রক্ত ঝড়া পিচঢালা রাজ পথ
ছালাম বরকত রফিক কতজনের প্রতিচ্ছবি।

তু চিজ বারিহে মাস্ত মাস্ত শব্দে
হঠাৎ উবে যায় সব
ভেঙ্গে যায় স্বপ্ন জাল

বিয়ের জলসার বেঢপ তানে

ভেসে আসা এ অপসংস্কৃতি টানে

কি নিদারুন  শেল

বিধল সহসা প্রানে।

লজ্জায় মুখ লুকাতে চাই
ক্ষমা করো এ বাংলার নাদান গনে
হে আদি সংগ্রামী শহীদান যত
ক্ষমা করো ক্ষমা করো এ বঙ্গ জনে।

আমরা যে আজ পারিনি,

রাখতে তোমাদের মান

আমরাতো তো তোমাদের

কুলাঙ্গার প্রজম্ম

উচ্ছন্ন সন্তান।

তোমাদের রক্তের ঋন শোধিতে

যার আজ জেগে আছে

তাদের কে সবাই বেকডেডেট বলে

ঘেসেনাতো কাছে।

তবু সান্তনা ছোট্ট পরীটার

মুখের আধো বচন বারংবার

হৃদয়টা করে পুলকিত

এটাই সুখ সান্তনা

যেন মলম দেয়া ক্ষত।

 

১৩৩৯জন ১১৯০জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ