হে মরিচীকা,তোমার কি ছোঁয়া যাবে না;
আমি ছুঁইতে গেলে তুমি দূরে চলে যাও কেন?
তোমার কি কোন দিন ছুঁইতে পারবো না!!
তোমাকে পাওয়ার আশায় রাত দিন ভর,
ছুটছি তোমার পিছে,শুধু ধরতে তোমায়;
যাচ্ছি যখন তোমার কাছে,
তুমি তখন কেন যাচ্ছো দূরে সরে?
আমি কি কোনদিন তোমার ছোঁয়া পাবো না,
হে মরিচীকা!!
মিনতি,তুমি ধরা দাও আমাকে-
তোমার জন্য মনটা আমার;
সদা ব্যকুল হয়ে থাকে!
মরিচীকা,”ও আমার আশেক দিওয়ানা!”
আমি মায়াবী এক মরিচীকা,
আমাকে শুধু দেখা যায়;
আমাকে যে ছোঁয়া যায় না!!
আমি কারোর স্পর্শ পাওয়ার জন্য সৃষ্টি হয়নি!
আমাকে ছোঁয়ার চেষ্টা,
এ তোমার বৃথা প্রচেষ্টা!
সারাজীবন তপস্যা করেও,
আমাকে ছুঁইতে পারবে না তুমি;
ছুঁইতে আসিলে দূরে সরে যাবো যে আমি!
তাই বলি,আমার পিছে না ঘুরে,
যাও তুমি ঘরে ফিরে!
যেয়ে স্রষ্টার ইবাদত করো,নিয়ত সহি করে,
তবেই দেখো,একদিন আসবে তিনি;
তোমার মন,অন্তর ঘরে৷৷৷
একটি মন্তব্য
মরুভূমির জলদস্যু
মরিচিকারা এভাবেই থাকে……..