মন মানবী ইচ্ছে করলেই তোমায় ছুঁয়ে দেখতে পারি না আমি
তুমি আজনবী নও যেন চেনা শত জনমের
তারপরেও মাঝে মাঝেই ভুল করে বসি অচেনার মতো হা করে চেয়ে থাকি।
কল্পনায় তোমার ছবি আঁকি লাল-নীল বৃত্তে চক্রাকারে ঘুরি
মন মানবী হয়নি এখনো বলা তোমায় কত ভালোবাসি
আমার মনের ডায়রির শেষ পাতা পর্যন্ত ঘুরে এসে দেখ
শুধুই তোমাকে নিয়েই লেখা সব স্মৃতি।
মন মানবী চল আজ মানবী পূর্ণিমায় চাঁদের উথালপাথাল আলোর বন্যার ভেসে যাই
হলুদ পূর্ণিমার লেলিহান আগুনের শিখায় খুঁজি পার্থিব সুখ
রাতের অবাক করা মাদকতায় বাতাসের গন্ধে বিমোহিত হই।
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
ইচ্ছে পুরন হোক 🙂
লীলাবতী
বেশী ছোয়া ছুঁয়ি ভালো না :p -{@
শুন্য শুন্যালয়
কল্পনাগুলো বাস্তবের চেয়ে বেশি আবেগী কিন্তু, দূরে থাকলেই না এমন লেখা পাবো 🙂
সুন্দর… -{@
স্বপ্ন নীলা
না ছুঁয়েও ভালবাসাকে অমর করা যায়—বরং এর গাঁথুনি আরো শক্ত হয় ——-সুন্দর একটি কবিতা
ভীষণ ভাল লেগেছে আমার ——–শুভকামনা
হতভাগ্য কবি
মন মানবী ধরা দিক কবির আবেগী মনে। ভালো থাকুন কবি
ব্লগার রাজু
শুভকামনা রইল (y)
খসড়া
তব ইচ্ছা পূর্ন হোক বৎসে।