সোনেলার নীতিমালা ভালো করে পড়লাম। এক লাইনের পোস্ট সংক্রান্ত নীতিমালাতে লেখা আছে, কর্তৃপক্ষ চাইলে প্রথম পাতা থেকে পোস্ট সরাতে পারে। যেহেতু আমিও নীতিমালার অন্তর্ভূক্ত, কর্তৃপক্ষ চাইলে এই পোস্ট সরিয়ে দিতে পারে। আমার আপত্তি নেই। আমার যতটুকু বলার ছিল, তা লিখেই আমি পোস্ট করেছিলাম। নিজের জন্যে লিখেছিলাম। যেহেতু নীতিমালা আছে, সেহেতু মেনে চলতেই হবে। ফেসবুক স্ট্যাটাস টাইপ পোস্ট দেবার জন্যে দুঃখিত। মনটা ভালো নেই। আরও খারাপ হয়ে গেল।
২২টি মন্তব্য
কৃষ্ণমানব
মন খারাপের একেকটা দিন নিকোষ কালো মেঘলা লাগে ,
কেউ বুঝে না , এই আমাকে
আমারো যে ইচ্ছে জাগে ,নতুন করে বাচঁতে , নতুন করে স্বপ্ন দেখতে
মিজভী বাপ্পা
পছন্দের গান গুলো শুনেন। আশা করি কিছুটা চাপ মুক্ত অনুভব করবেন।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
এটুকু লেখা ! মন ভালো হয়ে যাক ।
নাটোর শূন্য কিলোমিটার
আমি আর কি লিখবো যা লিখার জন্য চেয়ে ছিলাম কৃষ্ণমানব ভাই টা আগেই তার মন্তব্বে লিখে দিয়েছে
খেয়ালী মেয়ে
উফফফফ তাড়াতাড়ি মনটা ভাল হয়ে যাক,দোয়া কইরা দিলাম 😀
ব্লগার সজীব
সোনেলায় কিছু ফান পোষ্ট আছে, পড়ে ফেলুন। মন ভালো হয়ে যাবে। আপু শুধু এটুকু নয়, আর একটু বেশী লিখুন, যাতে আমরা বুঝতে পারি মন কেন ভালো নাই।
সোনারঙা মেয়ে
উপরওয়ালা আপনার দোওয়া কবুল করেছেন আপু। 🙂
সোনারঙা মেয়ে
ভ্রাতা সজীব, মন খারাপের কারণ ছোট, পোস্ট কিকরে টেনে-হিঁচড়ে বড় করি! বেশ বিপদে ফেলে দিলেন।
সোনারঙা মেয়ে
নাটোর ভাই আর কৃষ্ণ ভাইয়ের বেশ মিল-মহব্বত আছে দেখছি। ভালো ভ্রাতা, খুউব ভালো ব্যাপার। 🙂
সোনারঙা মেয়ে
রিজভী ভাইয়ের সুচিন্তিত পরামর্শের জন্যে ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
এ ভুল বোঝ হয়ত খুবই সাময়িক।
আপনার ভালো থাকা কামনা করছি।
সোনারঙা মেয়ে
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আপনি মন্তব্যের ডান পাশে নীচে ‘জবাব’ এ ক্লিক করে মন্তব্যের উত্তর দিন।
সোনারঙা মেয়ে
আমি তাই করছি। কিন্তু আলাদা মন্তব্য কেনো হচ্ছে বুঝতে পারছিনা। ‘জবাব’ ক্লিক করলে সেখানে মন্তব্যের ট্যাব ওপেন না হয়ে পোস্টের নিচে ওপেন হচ্ছে।
কৃষ্ণমানব
হুম , খুব ভালো
লীলাবতী
আপনার মন ভালো হোক। এত ছোট লেখা আসলে একটি ব্লগে দেয়া উচিৎ কিনা বুঝতে পারছিনা। মনে হলো একটি ফেইসবুক স্ট্যাটাস পড়লাম:)
কৃন্তনিকা
মন খারাপ থাকলে নিজেকে ব্যস্ত রাখা সবচেয়ে ভালো। একটা সময় ভুলেই যাবেন কেন মন খারাপ ছিল।
মন খারাপ থাকলে, আপনার যা করতে ভালো লাগে, এমন কিছু করুন। 🙂
সোনারঙা মেয়ে
সোনেলার নীতিমালা ভালো করে পড়লাম। এক লাইনের পোস্ট সংক্রান্ত নীতিমালাতে লেখা আছে, কর্তৃপক্ষ চাইলে প্রথম পাতা থেকে পোস্ট সরাতে পারে। যেহেতু আমিও নীতিমালার অন্তর্ভূক্ত, কর্তৃপক্ষ চাইলে এই পোস্ট সরিয়ে দিতে পারে। আমার আপত্তি নেই। আমার যতটুকু বলার ছিল, তা লিখেই আমি পোস্ট করেছিলাম। নিজের জন্যে লিখেছিলাম। যেহেতু নীতিমালা আছে, সেহেতু মেনে চলতেই হবে। ফেসবুক স্ট্যাটাস টাইপ পোস্ট দেবার জন্যে দুঃখিত। মনটা ভালো নেই। আরও খারাপ হয়ে গেল।
কৃষ্ণমানব
মন খারাপ করে থাকলে চলবে ??
এমন কোন মানুষের সন্ধান দিতে পারবেন ..
যার হৃদয় মন খারাপের হিমশীতলা স্পর্শ করে নি ?
সোনারঙা মেয়ে
চলছে তো। বেশ চলে যাচ্ছে।
মোঃ মজিবর রহমান
হেইডারে খুজব কোথায়।
শুধু মন খারাপ
অনলি মনের মাঝে কিছু রাইখেন না।
মন খারাপ হইবনা।
মনটা ফাকা রাখুন শুন্য লাগবে।
হা হা
নিশিথের নিশাচর
মন ভালো নেই বারে বারে মনে হয় তুমি পাশে নেই ভাবি ধুর চাই কেন কাটে না সময়……………………।।