আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাববেন না।
আমি যেমন ফুলের ঘ্রাণ নিতে জানি, তেমনি
কীটনাশক ও প্রয়োগ করতে জানি।
আমার মৌনতাকে হীনম্মতা ভাববেন না।
আমি যেমন নীরবে সয়ে যেতে পারি,
তেমনি সময়মত শিরদাড়া সোজা করে দাঁড়াতে জানি।
আমার নিরুত্তর থাকাকে চিরায়ত ভাববেন না।
আজ নিরুত্তর হলেও উত্তর খুঁজে নিয়ে
মহাকাল হয়ে সামনে দাঁড়াতে পারি।
আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাবা
আপনাদের বোকামী।
৩২টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
প্রথম।
নীলাঞ্জনা নীলা
আগামীকাল মন দিয়ে পড়ে তারপর মন্তব্য করবো আপুনি।
নীরা সাদীয়া
আচ্ছা, ঠিকাছে। আপমি প্রথম হয়েছেন নীলাদি, শুভ কামনা রইলো।
নীলাঞ্জনা নীলা
দুর্বলকে কখনো দুর্বল ভাবতে নেই। একটুকরো মেঘ যে কোনো সময় বিশাল ঝড় হয়ে যেতে পারে। সে কথাটা আমরা ভুলে যাই।
দারুণ লিখেছো তুমি। ভালো থেকো।
আর হ্যাঁ আপুনি, এই প্রথম, দ্বিতীয় হবার খেলাটা খুব মজার। 😀
নীরা সাদীয়া
ঠিক বলেছেন। কোনকিছুকেই ছোট করে ভাবতে নেই। কখন যে কি থেকে কি হয়ে যায়, কে বলতে পারে?
নীলাঞ্জনা নীলা
সেই আপু।
অনেক ভালো থেকো।
ছাইরাছ হেলাল
বাপ্রে!! পুরাই যুদ্ধ যুদ্ধ মহড়া নাকি পুরাই যুদ্ধাবস্থা!!
ছাই-চাঁপা আগুন!!
নীরা সাদীয়া
হ্যাঁ, ছাই চাপা আগুন, হঠাৎ বেরিয়ে আসে।
শুভ দুপুর।
শুন্য শুন্যালয়
সাব্বাশ। এভাবেই মনের কথা মহাকাল হয়ে সামনে এসে দাঁড়াক। আর নয় নিরুত্তর থাকা।
একদম জ্বালিয়ে দেয়া লেখা 🙂
নীরা সাদীয়া
কতটা পেরেছি জ্বালিয়ে দিতে, তা জানি না। তবে জ্বলছি তো বটেই।
মোঃ মজিবর রহমান
ফুল ধরিয়ে দিলেন তো !!!
নীরা সাদীয়া
আমাকে ফুল দিক, সব থামিয়ে দেব।
মোঃ মজিবর রহমান
সংগে কাঁটা থাকতে পারে তো আপু!!
নীরা সাদীয়া
কাটাওয়ালা ফুল দিলে তো থামব না, বরং আরো জ্বলে উঠব।
শামীম চৌধুরী
জ্বালাময়ী লেখা আপু।
নীরা সাদীয়া
জ্বলতে জ্বলতে লিখেই ফেললাম। শুভ কামনা রইলো।
স্বপ্নবিহীন মামুন
—একবারে কাঠ-কয়লা দিয়ে জালানো
নীরা সাদীয়া
তাই নাকি?
খুব ভালো থাকবেন।
আরজু মুক্তা
জ্বালিয়ে দিন!
নীরা সাদীয়া
সময় হলেই দেব জ্বালিয়ে।
শুভ কামনা জানবেন।
নীরা সাদীয়া
সময় হলেই দেব জ্বালিয়ে।
শুভ কামনা জানবেন।
জিসান শা ইকরাম
সাবধান, সাবধান, সাবধান
নীরা কিন্তু খেপেছে,
তার সাথে লাগতে আসলে খবর হয়ে যাবে।
এখন নীরা জলন্ত আগ্নেয়গিরি।
ভালো লেগেছে এমন তেজদীপ্ত লেখা।
শুভ কামনা।
নীরা সাদীয়া
হাহাহাঃ যারা অন্যায় করবে, এটা তাদের জন্য দাদা। বাকি সবার জন্য আগের সেই নীরা।
তৌহিদ
আপনি আপনার মতন থাকুন।
শুভকামনা।
নীরা সাদীয়া
কখনো কখনো জ্বলে উঠতে হয়।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
ভদ্রতাকে যারা দুর্বলতা ভাবে তাদের জন্যে এইরূপ বলাই যায়। নিজের স্বকীয়তা বজায় রাখতে মাঝে মাঝে অভদ্র হতে হয় বৈকি!!
ভদ্র মেয়ে নীরাকে ক্ষেপিয়ে দিলো কে?!
নীরা সাদীয়া
ঠিক বলেছেন।
আসলে এটা সকল ভদ্রলোকের মনের কথা, যারা ভদ্রতা রক্ষা করতে গিয়ে নীরব থাকে।
শুভ কামনা।
ইঞ্জা
ঐ যে একটা কথা আছেনা, আমি সুঁচ হইয়া ঢুকবো, ফাল হইয়া বাইর হবো”, এমনই হয় যখন মানুষকে দুর্বল ভেবে বিপদ ডাকার মানেই হয়না, সবাই নিজ নিজ কাননের ফুল, বুঝতে হবে।
নীরা সাদীয়া
হ্যাঁ, ঠিক বলেছেন।
কাওকে আজ যেমন দেখছেন চিরকাল সে তেমন নাও থাকতে পারে। সুতরাং সুযোগ বুঝে কাওকে অপমান করলে তাকেও একদিন সইতে হবে কঠিন অপমান।
ইঞ্জা
একদম ঠিক বলেছেন।
সকাল স্বপ্ন
একটি অনুরাগ কথন!
সরল কে সরল থাকতে দেওয়া হয় না
তাকে আঁকাবাঁকা পথে চলতে হয় নিজের অনিচ্ছায়,
এবং এই বাকা পথে কাদা ছুড়াছুঁড়ি করিয়ে নেয়
কিছু মানব,
শান্তি কে শান্ত রাখা হয় না এসব এর কারনে,
লিখা- সরল ভাল লাগার
নীরা সাদীয়া
খুব সত্যি কথা বলেছেন। সরলকে পঙ্কিলতায় ছেয়ে যায়, সরল থাকতে দেওয়া হয় না। এটাই বাস্তব।
অনেক ধন্যবাদ আপনাকে।