মনের কথা

নীরা সাদীয়া ২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ১১:৫০:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাববেন না।
আমি যেমন ফুলের ঘ্রাণ নিতে জানি, তেমনি
কীটনাশক ও প্রয়োগ করতে জানি।

আমার মৌনতাকে হীনম্মতা ভাববেন না।
আমি যেমন নীরবে সয়ে যেতে পারি,
তেমনি সময়মত শিরদাড়া সোজা করে দাঁড়াতে জানি।

আমার নিরুত্তর থাকাকে চিরায়ত ভাববেন না।
আজ নিরুত্তর হলেও উত্তর খুঁজে নিয়ে
মহাকাল হয়ে সামনে দাঁড়াতে পারি।

আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভাবা
আপনাদের বোকামী।

৯৭৩জন ৭৬৭জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ