গোধূলীবেলায়,
ঠিক সন্ধ্যা নামার আগে।
ঘরে ফেরার তাড়নায়,
পাখী সকলের জান কবুল করা সময়ে।
আবির রঙে হেসে ওঠে আকাশ।
হৃদয়ের দখিন কোন থেকে দোলা দেয় হাওয়া,
অতীব মনোরম ছন্দে।
সেই ক্ষনে আনমনে মনের বাতায়ন খুলে যায় সপাট।
কনে দেখা আলোয় হেসে ওঠে পদ্ম।
লুকোচুরি খেলা খেলে আকাশ আর পৃথিবী।
ঠিক তখনই,
তুমি এসে দাড়ালে তেতালার খোলা ছাদে,
আমি চেয়ে মুগ্ধ!
আকাশ মিতালীতে তোমায় দেখে।
অনুভব করি অপার্থিব ভালোবাসা হৃদয় কোনে।
তুমি কি আমায় ভালোবাসবে মনময়ূরী?
৬৬৬জন
৫৪৮জন
১৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লাগলো। গোধূলির বর্ণনা। ভালো থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
পড়ন্ত বিকেলে মন ময়ুরী
দেখতে লাগে ভালো
ভালবাসায় মন খুলে যায়
জ্বালো তুমি আলো।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আহা!
এমন আহ্বান উপেক্ষা করে সাধ্য কার?
চমৎকার উপস্থাপন
গোধূলি বেলার তেতালার ছাদে দাঁড়ানো সেই মেয়েটা আহা! দারুণ দারুণ
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা।
এস.জেড বাবু
বেশ রোমান্টিক / রোমাঞ্চকর / মায়াবী কবিতায় নিচের লাইনে কয়েকটা শব্দ কেমন যেন বে-মানান লাগলো-
//////পাখী সকলের জান কবুল করা সময়ে।
জান কবুল করা সময় মানে কি মৃত্যূ সময় ?
পাখিদের ঘরে ফেরা / নীড়ে ফেরা সময়ে হলে রোমাঞ্চ অধিক হতো মনে হয়।
আমি আমার মনের কথাটা বললাম- হয়ত ভুল ও হতে পারে আমার। রোমাঞ্চের জন্য রোমান্টিক পরিবেশ যুতসই।
শুভকামনা ভাই
ইসিয়াক
পাখী সকলের জান কবুল করা সময়ে বলতে নীড়ে ফেরার আকুল আকুতির কথা বোঝাতে চেয়েছি।
গঠন মূলক মন্তব্যে জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন ভাইয়া্
ছাইরাছ হেলাল
ভাল অবশ্যই বাসবে, তবে লেখায় আরও মনযোগ দিতে হবে।
ইসিয়াক
ঠিক আছে ভাইয়া আরো মনোযোগ দিয়ে লেখার চেষ্ট করবো। শুভকামনা।
ফয়জুল মহী
পরিপাটি লেখা । বেশ মন ছুঁয়ে গেল লেখা।
ইসিয়াক
ভালোলেগেছে জেনে ভালো লাগলো্ ভাইয়া
ইঞ্জা
চমৎকার লিখেছেন ভাই, ভালো লাগলো।
ইসিয়াক
ধন্যবাদ সহ শুভকামনা রইলো ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
ইঞ্জা
শুভেচ্ছা অহর্নিশ
হালিম নজরুল
কনে দেখা আলোয় হেসে ওঠে পদ্ম।
লুকোচুরি খেলা খেলে আকাশ আর পৃথিবী।
———–চমৎকার
রেহানা বীথি
বাহ্, খুব সুন্দর রোমান্টিক কবিতা। ভালো লাগলো খুব।
সাবিনা ইয়াসমিন
একটু এলোমেলো লাগলো, আপনার কবিতা যেন ছন্দ ভুলেছে ইসিয়াক ভাই। মনেহয় মন ময়ূরীর বিরহে এমন হয়েছে 🙂 🙂
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
দারুন ভালো লাগার মতো সুন্দর রোমান্টিক কবিতা।
শুভ কামনা রইল।
সুরাইয়া নার্গিস
দারুন ভালো লাগার মতো সুন্দর রোমান্টিক কবিতা।
শুভ কামনা রইল।
কামাল উদ্দিন
দুজনের ছাদে সমতা থাকলে একটা চিরকুট তো ছুড়ে মারতেই পারেন 🙂