নিত্যদিনের মতো আজো মধুরিমা এসে দাড়ালো,
ঝুল বারান্দায়।
চুল শুকানোর বাহানায় হয়তো।
সদ্য জলে ভেজা আদ্র্র মুখ,
অলৌকিক মোহময়ী চঞ্চলতা ছুঁয়ে,
তার রূপকে করেছে স্বর্গীয় আভাদীপ্ত।
কারো কারো রূপে তীব্র টগবগে প্রানবন্ত ভাব থাকে,
অহংকার থাকে
আবার
আদ্যাশক্তি ছুঁয়ে যায় অভিন্নতা।
ঠিক তেমনি বর্ণাঢ্য মধুরিমা!
আমি আড়ালে জানালার গ্রিল ঠোঁটে ধরে ,
চোখে দেখে নয়ন সার্থক করি।
এবং
তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে ই থাকি মানসী পানে।
মধুরিমার এসবে ভাবনা নেই যেন,
তার প্রেম পরিণয় সব বুঝি মনের গভীরে লুকানো।
সদা অবিনীত,গৌরবান্বিত ,অবিমিশ্র।
সে জানে শত শত অপ্রতিভ যুবক তাকে দেখে প্রতিনিয়ত,
যেমন এই দুপুরে ও তেমনি।
শীতে রোদ পোহানোর মত প্রেম পোহাচ্ছে তারা।
নিচের পৃথিবীকে সে বরাবরই অহংকারী চোখে চায়।
মাঝে মাঝে তাকিয়ে দেখে,
যুবকগুলোর দিকে হয়তো করুণা ছুঁড়ে দেয় দৃষ্টির চাহনি রেখে,
এবং তৎক্ষণাৎ আবার গ্রীবা উচু করে সে অহংকারী পাথরের মূর্তির মতো ভাবলেশহীন
আকাশের দিকে চেয়ে রয় ।
আর এদিকে পাণিপ্রার্থী যুবকেরা সিগারেটের বর্ণিল ধোয়ায় নিঃশ্বাস ছেড়ে,
নিকোটিন পুড়িয়ে,
সেই ধোয়া গোল গোল করে পাকিয়ে উড়িয়ে দেয় আকাশে,
চলে অবিরত আর অনবরত,
শুধু রাতের অপেক্ষায় প্রহর গোনে,
যখন সে স্বপ্নে ধরা দেবে অবলীলায়।
রূপকথার রাজকন্যা হয়ে!!
আর
আমি শুধু দীর্ঘশ্বাস ছাড়ি ……।
১৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“যখন সে স্বপ্নে ধরা দেবে অবলীলায়।
রূপকথার রাজকন্যা হয়ে!!
আর
আমি শুধু দীর্ঘশ্বাস ছাড়ি ……।”
ভাল লাগলো
প্রতীক্ষার হোক অবসান
এই কামনা করি।
ইসিয়াক
নতুন বছরের শুভেচ্ছা রইলো দাদা।
শুভকামনা।
ছাইরাছ হেলাল
স্বপ্নেই যখন অধরা ধরা দেয়, তখন আর কিসের দীর্ঘশ্বাস!
ইসিয়াক
শুভকামনা রইলো ।
ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়।
জিসান শা ইকরাম
ইসিয়াক ভাই,
এক পোষ্ট থেকে পরবর্তী পোস্টের মধ্যবর্তী সময়ের ব্যবধান হবে কমপক্ষে চব্বিশ ঘন্টা।
এই বিষয়টি একটি খেয়াল রাখবেন।
শুভ কামনা।
ইসিয়াক
নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাইয়া
সুপর্ণা ফাল্গুনী
স্বপ্নে অনেক কিছু পাওয়া যায় কিন্তু সেটা যে অধরাই । বাস্তব কঠিন হলেও সেটাই সত্যি আপন। আমি বাস্তবের পক্ষে। সবসময় স্বপ্ন মধুর হয়না আবার সত্যি ও হয়না। ধন্যবাদ ভাইয়া
ইসিয়াক
নতুন বছরের শুভেচ্ছা রইলো দিদি ্
ভালো থাকুন সবসময়।
কামাল উদ্দিন
………….বেশ চমৎকার ভাবে অনুভুতিগুলো তুলে ধরেছেন ভাই, শুভ কামনা জানবেন।
ইসিয়াক
নতুন বছরের শুভেচ্ছা রইলো কামাল ভাই্
কামাল উদ্দিন
আপনার জন্যও রইল ২০২০ এর শুভেচ্ছা
মোঃ মজিবর রহমান
সদ্য জলে ভেজা আদ্র্র মুখ,
অলৌকিক মোহময়ী চঞ্চলতা ছুঁয়ে,
তার রূপকে করেছে স্বর্গীয় আভাদীপ্ত। দারুন প্রকাশ ইসিয়াক ভাই। মুগ্ধ।
ইসিয়াক
নতুন বছরের শুভেচ্ছা জানবেন ভাইয়া ।
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা নতুন সালের।
সুরাইয়া পারভীন
আমি আড়ালে জানালার গ্রিল ঠোঁটে ধরে ,
চোখে দেখে নয়ন সার্থক করি।
এবং
তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে ই থাকি মানসী পানে
ঠোঁটে জানালার গ্রিল ধরে থাকা! বাহ্ কি দারুণ তো
ইসিয়াক
নতুন বছরের শুভেচ্ছা রইলো আপু।
শুভকামনা ।
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা পড়লাম! কবিকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা!
ইসিয়াক
আপনার প্রতি ও নতুন বছরের শুভেচ্ছা রইলো প্রিয় দাদা ।