মতিন মিয়া (০২)

রাফি আরাফাত ১ মে ২০১৯, বুধবার, ০১:৪৭:২৮পূর্বাহ্ন গল্প ১৮ মন্তব্য

আহ, বাসায় আর ভালো লাগছে না। যাই মতিন মিয়ার সাথে একটু কথা বলে আসি। ওইতো মতিন মিয়া বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা খাচ্ছে। যাই ওনার কাছে যাই। কি ব্যাপার মতিন মিয়া কেমন আছেন? এইতো সাজু ভাই ভালোই আছি, আপনি? জ্বি,ভালো। তো কি খাচ্ছেন আপনি মতিন মিয়া। কই কিছুনা তো, কেন? আপনার মুখ তো অবিরত নরছে,তাই বললাম কি খাচ্ছেন। কেন না খাইলে কি মুখ নরানো যায় না? না খাইলে তো কেউ মুখ নোরায় না মতিন মিয়া। তাহলে কথা বলার সময় মুখ নরাচ্ছেন কেন আপনি?


জানিনা এই মানুষের মনে সবাসময় কি চলে। যাই হোক, আচ্ছা মতিন মিয়া আপনি বিয়ে কেন করলেন না? কে বলছে আমি বিয়ে করিনি? তাহলে আপনার বউ কই? আমার বউ কোথায় সেটা কি আপনাকে বলতে হবে সাজু ভাই? না,আপনাকে তো কোনদিন মেয়ের সাথে দেখি নি তাই বললাম আর কি। আরে ভাই বিয়ে করছি আমি,তাহলে মেয়ের সাথে থাকবো কেন? না নিয়ে আসেন না কেন? আমরাও একটু ভাবিকে দেখবো। কেন, আপনারা দেখলে কি আমার কোন লাভ হবে?

আমি মনে মনে বলছি (এই মানুষটা এমন করে কথা বলে কেন। এই জন্য মনে হয় বউ থাকেনা।) সাজু ভাই,আমার বউ আপনি যা ভাবছেন সে জন্য চলে যায়নি। আমি চমকে উঠলাম। মতিন মিয়া কিভাবে বুজলো আমি এই কথা ভাবছি। আপনি কিভাবে বুজলেন আমি এই কথা ভাবতেছি? আপনি কিভাবে বুজলেন তাহলে সাজু ভাই আমার বউ এই কারনে চলে গেছে।

আবার মনে মনে (কি মানুষরে ভাই,সব কথায় রহস্য।) আচ্ছা মতিন মিয়া তুমি সবসময় কি ভাবো? কে বলছে আমি সবসময় ভাবি? আমি বলছি। কই আমি তো একদমই ভাবিনা। তাহলে সারাদিন কি করেন আপনি বসে থেকে? কেন কেউ বসে থাকলে বুঝি সে শুধু ভাবে? না তা না,আসলে আপনাকে দেখলে তা মনে হয়। আমারও মনে হয় সাজু ভাই। কি মনে হয় আপনার? এই যে আপনারা আমাকে নিয়ে এটা ভাবেন। তাহলে বলেন এখন কেন বসে থাকেন সবসময়। যে কোন একটা প্রশ্ন করেন সাজু ভাই। কই,আমি তো একটাই প্রশ্ন করলাম মতিন মিয়া। না আপনি দুইটা প্রশ্ন করছেন,প্রথমত বলছেন আমি কি ভাবি, এরপর বলছেন আমি কেন বসে থাকি।

আচ্ছা আপনি কি ভাবেন? এটার উত্তর দিছি আমি। কই দেন নি। সাজু ভাই আপনার মাথার স্ক্রু ঢিলা আছে নাকি। ( এবার আমার মাথা গরম হয়ে গেল) মানে? কি বলতে চাচ্ছেন আপনি? কেন আমি একটু আগেই বললাম না আমি কিছু ভাবিনা, তাও বলছেন আপনি যে আমি কি ভাবি। ( এবার সত্যি একটু লজ্জা পাইলাম,কি অদ্ভুত মানুষ মাইরি)

আচ্ছা মতিন মিয়া আপনি এতো জটিল করে কথা বলেন কেন? কই নাতো, কে বলছে আমি জটিল করে কথা বলি? আমার তো তাই মনে হয়। আচ্ছা সাজু ভাই আপনি এতো কৌতুহলী কেন? কে বলছে আমি কৌতুহলী? তাহলে সব কথায় কেন খোজেন কেন?

জানি না মতিন মিয়া কেমন মানুষ। সাধারণ কথা গুলোর এমন যুক্তি সে দেয় যার বিকল্প খুজাটাও বোকামি। আজ যাই। আরেকদিন মতিন মিয়ার রহস্য ভাঙ্গাতে আসবো।

চলবে—-

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ