বেশ গরম পরছে। তাপমাত্রা ৩৫° ডিগ্রি পার হয়ে গেছে বুঝি। কাঠফাটা রোদে কোথাও জনমানব নেই। সব বিরান ভূমি মনে হচ্ছে। কিন্তু মতিন মিয়া কি যেন ভেবেই যাচ্ছে। তার কাছে গরম নেই,নেই কোন ক্লান্তি,নেই দুনিয়ার চিন্তা। সে কি ভাবে তা সে নিজেই জানে না। পাগলের থেকেও বড় পাগল সে। এই মাঝ দুপুরে এতো গরমে সে কি ভাবতে পারে? আর যেখানে শান্তিতে বসে থাকা দায় হয়ে গেছে,সেখানে সে চিন্তায় নিমগ্ন। কি এমন চলে তার মনের মধ্যে? চলেন শুনে আসি তার কাছে।
—
মতিন মিয়া কি করেন? দেখতে পাচ্ছোই তো কি করছি আমি,আবার প্রশ্ন করার কি আছে? না আমারতো মনে হচ্ছে আপনি কিছু একটা ভাবছেন। মনে হওয়ার কি আছে, আমি তো ভাবতিছেই। কেন আমার চেহারা দেখে কি মনে হয় আমি এখন চুরি করছি? না তা অবশ্য ঠিক বলেছেন। হুম এখানে ভুল বলার কোন কারন নেই।
—
আচ্ছা এতো গরমে যেখানে শান্তিতে থাকা যাচ্ছে না, আর সেখানে আপনি চুপচাপ বসে ভাবছেন। কেন? কেন মানে? গরম পরলে কি ভাবা যাবে না? না যাবেনা কেন মতিন মিয়া,যাবে তো। কিন্তু একটা মানসিক ব্যাপার আছেনা। আচ্ছা যাই হোক আপনি এখন কি নিয়ে ভাবছেন? কেন তোমার কি মনে হয় আমি এই গরমে কিভাবে অনেক টাকা আয় করা যায় তা নিয়ে ভাববো? না তা তো না। তাহলে বলছো কেন? তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি।
—
আমি তো কিভাবে একটু শান্তিতে থাকা যায় তা ভাবছি মতিন মিয়া। আমিও তো তাই ভাবছি সাজু ভাই। আচ্ছা মতিন মিয়া আপনি সবসময় বিভোর থাকেন কেন? কই আমি বিভোর থাকি? ভাবনা গুলোই আমার উপর বিভোর থাকে। ওহ তাই নাকি? আচ্ছা মতিন মিয়া আপনি নিজেকে কি ভাবেন? আমি একজন অসাধারণ মানুষ ভাবি। অসাধারণ কেন? কেন আপনি জানেন না? না। সবাই নিজেকে সাধারণ বলে দাবি করে,কিন্তু কেউ অসাধারণ বলে দাবি করতে চায় না। আমি নিজেকে অসাধারণ বলে দাবি করতে চাই,যা অন্যরা পারে না,তাই আমি অসাধারণ।
—
আচ্ছা মতিন মিয়া তুমি কি জানো মানুষ তোমাকে পাগল বলে? মতিন মিয়া চুপ করে থাকে কিছু বলেনা। কি হলো কিছু বলছো না যে? সাজু ভাই আপনিও পাগল। কেন? পাগল কি কখনো যানে যে সে পাগল? তাহলে আমি পাগল হলে আমি কিভাবে জানবো? আপনি নিজেই তো পাগলের মতো প্রশ্ন করছেন। ( সাজু লজ্জায় মাথা নিচু করলো)
—
আচ্ছা মতিন মিয়া আপনি এখন কি ভাবছেন? আমি ভাবছি আজ রাতে বৃষ্টি হবে কিন্তু তার সাথে কি ঝরও হবে? আপনি কিভাবে জানলেন যে আজ রাতে বষ্টি হবে। এখন দিনে খুব গরম তাই রাতে খুব বৃষ্টি হবে। কিন্তু মতিন মিয়া দিনে গরম হওয়ার সাথে রাতে বৃষ্টি হওয়ার কি সম্পর্ক? হাসিও না বেশি,হাসির পরে কান্না আসে। হাসির পরে কান্না আসার কি সম্পর্ক?
—
মতিন মিয়া উঠে সামনে হাটতে থাকে। হয়তো আবার নতুন কিছু ভাবনায় মগ্ন। আজ যাই, আবার দেখা হবে তার সাথে একদিন। সেদিন যদি তার রহস্যের কারন জানতে পারি!
চলবে–
২২টি মন্তব্য
প্রহেলিকা
হা হা হা ভালো মজা পেলাম মতিন মিয়ার কথায়। এমন কিছু লোক আমাদের সমাজে আছে যারা ভালো প্রশ্নের উত্তরও একটু খিটমিট করে দেয় তবে তারা কিন্তু অন্তরের দিক থেকে অনক সাদামনের হয়। আমি ব্যক্তিগতভাবে এমন মানুষদের পছন্দ করি। ভালো লেগেছে আপনার প্রথম লেখার উপস্থাপনার ভঙ্গিটা।
স্বাগতম সোনেলায়। লিখুন নিয়মিত।
সবাই এখানে বেশ আন্তরিক মানুষ। নিজে লিখুন এবং অন্যের লেখায়ও নিজের মূল্যবান মতামত দিন।
তৌহিদ
মেডেল কি দুই একটা আমাদের জন্য ছাড়বেন না?
প্রহেলিকা
আমার পরে আপনার মন্তব্য দেইখাই ক্যান জানি মনে হইলো আপনি মেডেল নিতেই আইছিলেন। আহারে বেচারা তৌহিদ ভাই, পাইলেন না।
তৌহিদ
পামু ক্যামনে, মেডেল নিজের গলায় ঝুলায় রেখে মাঠে নামছেন যে!
🎖প্রহেলিকা🎖
হে হে হে ক্যামনে ঝুলাইছি দেখেন!
রাফি আরাফাত
মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি
তৌহিদ
আশা নিয়েই বেঁচে থাকে মানুষ। নতুন দিনের স্বপ্ন নিয়ে সবাই ঘুমাতে যাই নতুন ভোরের আশায়।
সুন্দর গল্প নিয়ে শুরু করলেন। অভিনন্দন জানবেন। লিখতে থাকুন।
সোনেলায় স্বাগতম। 🌹
রাফি আরাফাত
ধন্যবাদ
🎖প্রহেলিকা🎖
রাফি ভাই কিছু মনে করবেন না, প্রথবার আসছেন তো তাই হয়তো জানেন না, এখানে আমি সবার পোস্টে প্রথম মন্তব্যকারী হই সেজিন্যে সবাই হিংসে করে জ্বলে খুব।
শুভ ব্লগিং।
রাফি আরাফাত
আন্তরিকতাই শ্রেয় ভাই।😍
বন্যা লিপি
এইখানে একটু কারেকশন দরকার প্রহেলিকা!! সবার পোস্টে?? একটু ভাবুন তো!!! আমার তো আবার ভুলোমন! মনে থাকেনা সবকিছু। সবার পোস্টেই??
জিসান শা ইকরাম
এই পোস্ট প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অন্য একটি পোস্ট দিতে পারবেননা। এটি নীতিমালায় বলা আছে। নীতিমালা খুঁজে পড়ুন।
বন্যা লিপি
স্কুলে পড়াকালীন আমার শহরে হঠাৎ করে এক পাগলের আগমন ঘটেছিলো। কোথ্থেকে এসছে, কি আসয় বিষয়? সবারই একটা কৌতুহল ছিলো সেই পাগল(?) ঘিরে। প্রায়ই তাঁকে দেখা যেত স্কুল কলেজের আশেপাশে। কেতাদুরস্ত পোষাক পড়তো সবসময়। কেউ কিছু জানতে চাইলেই ইংরেজিতে বকর বকর করে উঠতো। আগামাথা কিচ্ছু বোঝা যেতনা। তিরস্কার করতো ছাত্র/ছাত্রী’দের। কি পড়াশোনা করি আমরা? ভালো ব্যাকরন /গ্রামার ই ঠিকমতো জানিনা ,এমন বলতো।
এরকম পাগলেরা আসলে কি পাগল? এরাই প্রকৃতপক্ষে সুস্থ্য মেধার সুস্থ্য মানুষ।
ভালো লাগলো আপনার উপস্থাপন। স্বাগতম সোনালী উঠোনে। বানানের বিষয় এবং কথোপকথনের বিষয়টা একটু নজর দেবেন।
সবার লেখা পড়ুন এবং আপনার সুচিন্তিত মতামত প্রদান করে অন্যের লেখার উৎসাহব্যাঞ্জক দায়িত্বটুকু সদয় চিত্তে প্রকাশ করুন। নিরন্তর শুভ কামনা 🌷🌷🌷
রাফি আরাফাত
সামনে ভুল গুলো সংশোধন করবো।আর অনেক ধন্যবাদ
শুন্য শুন্যালয়
পাগল কোথায়, আমিতো তার উত্তরে বিরাট একজন দার্শনিক পেলাম। হাহাহা, সবাই পাগল, একদম সত্যি কথা।
কথোপকথনগুলো আলাদা আলাদা লাইনে দিলে পড়তে বেশ হতো আরো।
খুব ভালো লেখার হাত আপনার। চালু রাখুন।
সোনেলায় স্বাগতম জানাচ্ছি আপনাকে। এই যে ফুল 🌹🌹
রাফি আরাফাত
সামনে ভুল গুলো সংশোধন করবো।আর অনেক ধন্যবাদ
আরজু মুক্তা
ভালো লাগলো!পাগলরা অনেক সময় দুনিয়া দেখায়
রাফি আরাফাত
Onk dhonnobad😍
ছাইরাছ হেলাল
পাগল ভেবে তাকে হেলা-ফেলা করতে চাই না।
আপনি লিখতে থাকুন।
রাফি আরাফাত
Thanks for inspiration
মেহেরী তাজ
পৃথিবীর সবাই পাগল।
কিন্তু তার যুক্তি গুলোর অপেক্ষায় থাকলাম।।
রাফি আরাফাত
Dhonnobad