ভেবেছিনু আমি তোমারে লইয়া
পরেছিনু গোঁ প্রেমে
প্রেমেতে পরিয়া আকাশে ভাসিয়া
বিচরিনু আমি কাব্যে ।
কাব্যের ভাষা লিখিতে যাইয়া
দেখিয়াছি আমি নয়ন ভরিয়া
ভালবাসিয়াছি তোমারে কাব্যে ।
তোমার প্রেমের ক্যাবে গাথানো
অনুভূতি থাকিয়া বিতাড়িত করিবার,
আজি করোরি কুলাইবেনা সাধ্যে ।
——————————- সীমা সারমিন ।
এটা কি লিখেছি জানি না ,আর লেখা যায় কিনা বুঝতে পারছিলাম না তাই এখানেই শেষ করে দিলাম ।
খারাপ লেগে থাকলে আমি ক্ষমা প্রার্থী । 🙁
২৯টি মন্তব্য
রকিব লিখন
সাধু ভাষার কবিতা।। মজাই লাগিল।। (y)
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া 🙂
তুমি আমি এক
-:-
আমার স্বপ্ন ও মনের কথা
আপনার কানে কি হইছে ভাইয়া? 🙁
আহা কি যে লিখে ফেল্লাম আপনার কান টাই গেল ^:^
আমি খুব খারাপ লিখে ফেলেছি ………… দুঃখিত ;(
তুমি আমি এক
😮
আমার স্বপ্ন ও মনের কথা
ভাইয়া………………।
আবার মুখে কি হল আপনার? :D)
শুন্য শুন্যালয়
শেষের অংশ টুকু কেনো যেনো বুঝতে পারিনি 🙁
আমার স্বপ্ন ও মনের কথা
শেষের কোন অংশটুকু ভাইয়া/আপু?
আমিতো বুঝতে পারছিনা…………… 🙁
আদিব আদ্নান
ক্ষমা প্রার্থনার কিছু নেই ,
সব লেখাই সমান ভাল বা মন্দ হয় না ।
লেখা চলবে ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া……… 😀
খসড়া
ভেবেছিনু মনে মনে
তারপর গেনু ভুলে
যা লিখেছি তা কি ছিল মনে 🙂
আমার স্বপ্ন ও মনের কথা
মনে হয় ছিল না ভাইয়া
এই মেঘ এই রোদ্দুর
সাধু ভাষার কবিতা ভাল লাগল
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ -{@
জিসান শা ইকরাম
ভালো লেগেছে খুব
লেখা চলুক ইচ্ছে মতো —-
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া \|/
রাইসুল জজ্
বুঝলাম না । এটা কি কবিতা ?
আমার স্বপ্ন ও মনের কথা
আমিও বুঝিনি ভাইয়া এটা কি লিখেছি 😀
লীলাবতী
এত্ত গুলো ভালো লেগেছে আপু।
আমার স্বপ্ন ও মনের কথা
আপু আপনাকেও এতগুলো ধন্যবাদ (3
ছাইরাছ হেলাল
নিয়মিত লিখছেন দেখে আনন্দ বোধ করছি ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া ………………………………।
তওসীফ সাদাত
ভালো হয়েছে তো। সময় করে বসে আরও ঘষে মেজে কবিতা হয়ে যাক। কি বলেন ?
আমার স্বপ্ন ও মনের কথা
আমি পারবোনা ভাইয়া………………।।
ইখতামিন
কবিতা ভালো লেগেছে। তবে আপনার ক্ষমা নেই। আমাকে আপু ডাকলেন ক্যা……. ভাইয়া ডাকবেন ^:^ ^:^ ^:^
আমার স্বপ্ন ও মনের কথা
ওমা আপনি ভাইয়া নাকি? ;?
আর একবার আপু ডাকি ভাইয়া \|/
শেষ বারের মত , রাগ করবেন না বলেন 😀
ইখতামিন
দাঁত সবগুলা বাড়ি মেরে ভেঙ্গে ফেলবো :@
ইখতামিন
আমিও শেষ বারের মত বলেছি 🙂
আমার স্বপ্ন ও মনের কথা
হি হি হি আপু আপনার হাত আমার দাঁত পর্যন্ত পৌঁছাবে না ।
\|/ \|/ কি মজা কি মজা আপু বলে ডেকেছি ভাইয়া………… :D) :D) :D)