জ্যামিতিক ঢেউয়ের মতো সামুদ্রিক শয্যায় ঘুম, ঘুমোচ্ছে ক্লান্ত পারিযায়ী পাখীর মতো।
নীল আকাশে তার ডানা এলোপাথাড়ি ভাবে পৃথিবীর মানচিত্র পাড়ি দিয়ে
শীতের রাত্রির গায়ে ভেঁজা ভেঁজা স্বপ্নে বিভোর।
আবার কোনো একদিন বসন্ত চলে এলেই সে কি চলে যাবে!?
চিবুকে হাত রেখে, চশমার আড়ালে ডুবে যাওয়া কোনো এক কালের দীঘল-কালো চোখের প্রশ্ন,
“চলে যাবে বুঝি!”
হেমন্তের শিশির ভেঁজা ঘাসের নীল ফুল দেখার পর কিভাবে চলে যায় তারা সকলে?
অনেক ঘুমের পর, উঁচু-নীচু পথ পাড়ি দিয়ে ফেনায়িত মহাসাগরের জলে
ছায়ায় ছায়ায় ঢেকে যাবে ওই নীল আকাশ।
“তখন কি পৃথিবীর রঙ আরোও গাঢ় হবে? মেঘের মতো, ঘন সবুজ অরণ্যের মতো?”–
বোকা বোকা আহ্লাদী ঠোঁটের উচ্চারণে দীর্ঘ প্রশ্ন সজ্জিত হয় রাতের উঠোনে।
আলোর আবেগ টানে শীতের রাতের হৃদয়,
জানে সকলেই কম কিংবা বেশী।
কাঁপে ধক ধক ধক ধক……
হৃদয়ের গান কেউ কি শোনে? কিংবা শুনেছে ওই আকাশ আর বৃষ্টি ছাড়া?
কবে যে কে, কখন ভালোবেসেছিলো কাকে! হৃদয়, নাকি জানে মস্তিষ্কের নিউরণ? ভাবতে গেলেই সন্ধ্যা নেমে আসে।
কিশোরী সন্ধ্যা প্রকৃতির গায়ে লেপ্টে থাকে, আর ঠিক তখুনিই
সূর্য তার শেষ চিহ্নস্বরূপ তুলির কি নিখাঁদ টানে বিশাল চিত্রকর্ম আঁকে ওই আকাশের বুকে।
হ্যামিল্টন, কানাডা
১৯ অক্টোবর, ২০১৫ ইং।
**পুজো চলে এলো। সবাইকে পুজোর হিম হিম শুভেচ্ছা, আর নীল নীল ভালোবাসা।
ওহ হ্যা লেখাটি আসলে শীতের আগমন নিয়েই লেখা। এখানকার পাখীদের সংখ্যা কমে গেছে। হয়তো জীবন বাঁচাতে চলে গেছে আমাদেরই দেশে। কিন্তু ওরা বাঁচবে তো? দীর্ঘপথ পাড়ি দেয়া চাট্টিখানি কথা নয় কিন্তু। ওদেরকে বাঁচিয়ে রাখুন সবাই মিলে। খাদ্য হতে যায়নি, বাঁচার জন্যে গেছে। সৌন্দর্য ছড়াতে গেছে ওরা। আবারও পুজোর শুভেচ্ছা। ভালো থাকুন সকলে।
৬৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আসলে পরিযায়ীরা চলে যায় বাঁচার তাগিদে,
চলে যায় ফিরে আসবে বলে।
পাড়ি দেয় সাত সমুদ্দুর জানা অজানায়,
ফিরে আসবে বলে, ফিরেই আসে।
আপনাকেও শারদীয় শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
ফিরে আসতে চেয়েও কেউ কেউ আর ফিরে আসেনা।
যা মন্তব্য দিলেন গো ভাইয়া মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কেন পারিনা কঠিন লেখা লিখতে? কেনুউউউউউ?
যেভাবে আমি মাথা ^:^ এভাবে চুলকাই, সেভাবে আপনি কেন না? একদিন আমারও দিন আসবে বলে দিলুম কিন্তু। হুম!
জিসান শা ইকরাম
ভেঁজা স্বপ্নের কথা এই প্রথম শুনলাম
স্বপ্নের ঠাণ্ডা না লাগে আবার
কবিরা যে কত কিছু ভাবে!
কেন যে কবি হইলাম না 🙁
পুজোর শুভেচ্ছা তোমাকেও -{@
নীলাঞ্জনা নীলা
নানা স্বপ্নের ঠান্ডা লেগে পুরো জমে গেছে। জ্যাকেট পড়ে, রোদে দাঁড়িয়েও কাজ হচ্ছেনা। আর ভালো ডাক্তারও নেই, ভালো ঔষধ কোথায় পাই? 😀
কুবি হইতে মুন চায় আমারও 🙁
অরুনি মায়া
তোমাকেও অনেক শুভেচ্ছা আপু। পাখিরা দীর্ঘ পথ পাড়ি দিয়েও বেঁচে থাকে এটা প্রকৃতির নিয়ম। আর আমাদের হাতে তাদের মৃত্যু হয় এটা আমাদের নিয়মের ভাঙন।
তবে এবার নিশ্চিন্ত থাক কারণ পাখি রক্ষায় এইবার রয়েছে আমাদের মহান দুজন ব্যক্তিত্ব জিসান ভাই আর হেলাল ভাই। উনারা জান দিয়ে হলেও পক্ষিকুল কে রক্ষা করবেন 🙂
নীলাঞ্জনা নীলা
অরুনি আপু পাখী রক্ষা করবেন ঠিকই, কিন্তু লেখা দিয়ে মাথার চুল কমানোর কাজও ছাড়বেন না দুজনে। আজকাল দুজনেই যা লেখা শুরু করেছেন মাথা আউলা হয়ে গেছে পুরোপুরি। 😀 :D)
কেমন আছো তুমি? -{@
অরুনি মায়া
এই দুজন টা আবার কে রে ? একজন আমি আরেকজন টা কে বল আগে?
উফফ তুমি নিজে টেনে টেনে চুল গুলো ছিঁড়ছ আর আমাদের দোষ দিচ্ছ| :@
নীলাঞ্জনা নীলা
ও আপু তুমি যে দুজনকে পাখী রক্ষার দায়িত্ত্বর কথা বলেছো উনাদের কথা বলছি। তুমি তো আমার মতো সহজ-মিষ্টি-কিউটি-আহ্লাদী-সোনামনি পাখী 🙂 -{@ (3
অরুনি মায়া
হা হা হা তারমানে তুমি কইবার চাও উনারা আমাদের দুইজন রে রক্ষার মহান দায়িত্ব নিয়েছেন ;?
নীতেশ বড়ুয়া
জ্যামিতিক ঢেউ! ;? উপমাটি আমার কাছে এই প্রথম।
এলোমেলো ক’টি লাইন তাহলে এই ঢেউকে নিয়ে-
নীলাঞ্জনা, তুমি কি জানো নীল আকাশ আর মেঘলা আকাশের মাঝে দূরত্ব কতখানি!
জ্যামিতিক ঢেউয়ের দূরত্বে এই নীল আকাশ আর মেঘলা আকাশ,
আকাশের সোনেলা হাসির সাথে শরতের মেঘ যখন তোমার হাসিমুখের দাঁত ছুয়ে কখনো মলিন হয়ে যায়
ঠিক তখনি জ্যামিতিক দূরত্বের বাঁধ ভেঙ্গে মেঘলা আকাশের আগমণ নীলাঞ্জনাতে…
আপনার “শীতের রাত্রির গায়ে ভেঁজা ভেঁজা স্বপ্নে বিভোর” এই লাইনটি বহুমাত্রার। যে কোন সাবজেক্ট নিয়ে এই লাইন দিয়ে কবিতা লিখে রাখা যাবে নিশ্চিত।
আপনার লেখায় সবচাইতে যা বেশী ভাল লাগে তা হচ্ছে নীল আকাশের উপস্থিতি।
এই পরিযায়ী গান তোমার জন্য দিদিঃ https://youtu.be/5NQhuAikd0k
পূজোর শুভেচ্ছা দিদি।
পূজো নিয়ে ছবি সহ পোস্ট চাই। দেখি আপনার চোখে আপনার পূজো এই সোনেলাতে আমরাও! -{@
নীলাঞ্জনা নীলা
কেমন আছেন তিরির বন্ধু অহম? 😀
তা এভাবে এতো চাহিদা করলে পালাবো কিন্তু। একবার তিরি-অহমের পোষ্টের কথা বলেন, এখন পুজোর। পুজোরটা লেখা শুরু করেছি। কিন্তু সমস্যা হলো কেমন জানি ক্লাশ টু/থ্রী’র রচনার মতো লেখা হয়ে যাচ্ছিলো। দিলাম সব মুঁছে। তবুও আসিবেক। প্রুপেশনাল হইতে পারিলে দুই হস্তে লিখিতাম। :D)
নীতেশ বড়ুয়া
প্রুপেশনাল চাই না, ইমুছনাল নীলা’দিকে ছাই 😀
দিদির কাছে আবদার লিমিটেড কোম্পানীর মতো শর্তমোতাবেক হয় সব সময় :D)
নীলাঞ্জনা নীলা
ভালো বেড়েছেন দাদা। দাঁড়ান তিরিকে দিয়ে পেটাবো 😀 :D)
নীতেশ বড়ুয়া
আপনি তো ফসকে সেদিন বেড়িয়ে গেলেন তিরিকে নিয়ে। পেটাবেন কি!!!!! :D)
নীতেশ বড়ুয়া
আপনি তো ফসকে সেদিন বেরিয়ে গেলেন তিরিকে নিয়ে। পেটাবেন কি!!!!! :D)
নীলাঞ্জনা নীলা
আসবে আসবে তিরি। ব্র্যান্ড হাতে নিয়ে টলোমলো পায়ে এসে গান গাইবে,
থোরি থোরি পিয়া করো :D)
নীতেশ বড়ুয়া
সাথে সাথে অহম গাইবেঃ নেশা ইয়ে পেয়ার কা নেশা হেয় https://youtu.be/k0yHnWpZNAc :p
নীলাঞ্জনা নীলা
দাদা সেরেছে অহম বেচারাকে এভাবে গাওয়ালেন? :D) :D) :D) :D)
নীতেশ বড়ুয়া
অহমের এই অবস্থা :p https://youtu.be/HSxY0WYP9A4
নীলাঞ্জনা নীলা
দাদা এভাবে পঁচাতে নেই। তাহলে রাগ করে অহম আর আসবেই না। আর না এলে লেখাও হবে না কিন্তু।
তবে হাসছি পাগলীর মতো :D) :D) :D) :D)
নীতেশ বড়ুয়া
:p
নাসির সারওয়ার
আহারে, কখন যে এই কাল গুলো আসে আর যায়!
হৃদয়কে বেছে নিলাম, নিউরণ ঘাটতিতে পরবে কোন একসময়। পুজোর শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
হৃদয়কে সাবধানে রাখুন ভাইয়ু। উহা বড়োই উজবুক টাইপের হইয়া থাকে। ভাবিতেও পারিবেন না কখন কোন বিপদে ফালাইয়া উহা নাচিতে থাকিবে।
ভালো রাখুন নিজেকে -{@
তানজির খান
আপনাকেও শারদীয় শুভেচ্ছা আপি। -{@ -{@ -{@
নীলাঞ্জনা নীলা
ভাইয়া বিজয়ার শুভেচ্ছা। -{@
রিমি রুম্মান
ভেজা স্বপ্নের মাঝে কত কি মনে পরে গেলো। পূজার শুভেচ্ছা নীলা’দি … -{@ -{@
নীলাঞ্জনা নীলা
রিমি আপু পুজোতে খুব মনে পড়েছে আপনাকে। জানিনা কেন? বিজয়ার শুভেচ্ছা আপনাকে। -{@
অরণ্য
“কিশোরী সন্ধ্যা” দেখার চেষ্টা করলাম। দারুন তো!
“খাদ্য হতে যায়নি, বাঁচার জন্যে গেছে।” – ভাবালো এবং ভালো লাগলো। (y)
নীলাঞ্জনা নীলা
সবুজ অরণ্যের হলোটা কি? শীতের পাখী তো দেখি তুমি-ই হয়ে গেছো। উহু ঠিক না। কিশোরী সন্ধ্যা দেখতে চাইলে রোজ উপস্থিত থাকতে হবে।
বুঝেছো? 😀 -{@
নুসরাত মৌরিন
আপু আপনি কি মুগ্ধতা ছড়াতে সোনার কাঠি রুপোর কাঠি নিয়ে লিখতে বসেন? ;?
এমন করে কি করে বলেন…যেন আমিই এইকথা গুলোই শুনতে চেয়চছিলাম।
এমন করে কি বলেন?যে কথা আকাশ আর বৃষ্টি ছাড়া আর তো কারো জানার কথা না!! ;?
পুজোর শুভেচ্ছা আপু।
ভাল থাকবেন।কোনো অতিথি পাখির সাথে যদি ভুল করেও দেখা হয়ে যায় আকাশে জানবো সে আপনার খুব কাছ থেকে এসেছে…তার কাছে কিছু শুভ কামনা দিয়ে দিব। দেখা হলে যেন আপনাকে দিয়ে দেয়…। 🙂
নীলাঞ্জনা নীলা
এ আবার অনেক ভালোবেসে বলা। আমি তো মুগ্ধতা নিয়ে ভাবি আহা কেন পারিনা মৌরিনের মতো লিখতে? কবে পারবো অমন লেখা? কবে কবে কবে?
ইস পাখী যদি আমার সামনে এসে দাঁড়ায় ঠিক বুঝে নেবো আপনি ওকে ছুঁয়ে দিয়েছেন। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পুজোর শুভেচ্ছা দিদি -{@ -{@
সূর্য তার শেষ চিহ্নস্বরূপ তুলির কি নিখাঁদ টানে বিশাল চিত্রকর্ম আঁকে ওই আকাশের বুকে। (y)
নীলাঞ্জনা নীলা
মনির ভাই শুভ বিজয়ার শুভেচ্ছা।
ভালো কাটুক প্রতিটি সময় -{@
ব্লগার সজীব
ভালো লেগেছে কবিতা।কেমন এক শান্তি শান্তি অনুভূতি। আপনাকেও পুজোর শুভেচ্ছা -{@ -{@
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া শুভ বিজয়া।
অফুরান ভালোবাসা -{@
স্বপ্ন
পারিযায়ী পাখীরা প্রায় সবাই ফিরে আসে,কেউ কেউ ফিরে আসেনা।আজকে আমি শেষ,সারাদিন এই কবিতা থাকবে মাথায়।
নীলাঞ্জনা নীলা
সেটাই ফিরে আসার সুযোগই তো পায়না।
স্বপ্ন সবসময় স্বপ্নীল থাকুক। -{@
মেহেরী তাজ
আমি সব সময় লেট। 🙁
পুঁজার শুভেচ্ছা আপু।
নীলাঞ্জনা নীলা
লেট হলেও অসাধারণ পোষ্ট তো দিচ্ছো গো পিচ্চি আপু।
শুভ বিজয়া। -{@ (3
শুন্য শুন্যালয়
নীলাপু তোমার এই কবিতাটা কিন্তু কঠিন হয়েছে। শীতের আগমন নিয়ে লিখেছ না বলে দিলে বুঝতাম না সেভাবে। এবার বলো আর কি নিয়ে লিখেছ?
জ্যামিতিক ঢেউয়ের মতো সামুদ্রিক শয্যায় ঘুম, ঘুমোচ্ছে ক্লান্ত পারিযায়ী পাখীর মতো। কার কথা বলেছ? শীত? উহু।
চলে যাবে বুঝি !! না যাবোনা। নীল ফুলে শিশির দেখে বাঁচার জন্য হলেও যাবোনা।
লাল শাড়ি তে নীল ফুল কবে দেখবো, বাজবে যখন পূজোর বাদ্য?
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু তুমি বলছো কঠিন হয়েছে? 😮 সত্যি? আহা কি মজা! \|/ পেরেছি আমি কঠিন লিখতে। জীবনে কতো শখ-ইচ্ছা ছিলো কঠিন লেখার। আহ! পারিলাম। 😀
আপু তবে কঠিন থাকলো কই? তুমি তো বুঝেই গেছো শীত ঘুমোচ্ছেনা। আমি আমাকেই ঘুম পাড়াচ্ছিলাম। শুয়ে শুয়ে লিখছিলাম কিন্তু।
এই মেয়ে পুজো শেষ। শুভ বিজয়া। লাল শাড়ী পড়া মেয়েটিকে দেখোনি? ফেসবুকে ছিলো তো দেখেছিলাম।
শোনো লেখা দাও প্লিজ। এমন করো কেন? অনেক আদর প্লিজ লেখা দাও। -{@ (3
শুন্য শুন্যালয়
নিজেকেই নিজে কবিতা লিখে ঘুম পাড়ানো? 😮 ভেঁজা ভেঁজা না, কবিতা তোমাকে ভাঁজা ভাঁজা করে ফেলেছে। ভাগ্যিস, নইলে অন্য কারো পাল্লায় পড়লে তোমারেই হারাতে হতো। ওহে কবিতা, এই পাগলী ছাগলী কে সকল কুনজর থেকে বাঁচিয়ে রাখো।
আলোর আবেগ টানে শীতের রাতের হৃদয়, আর গরম কালে বুঝি দূর দূর করে? এবার বরফ জড়িয়ে নেবার সময় এসে গেলো। নীলাঞ্জনা এবার ডুববে।
নীতেশ বড়ুয়া
নীলা’দি, আমাদের এই হোতকা মোটকা হেডমাস্টার শুন্যাপু মন্তব্যে যা ক্রিয়েটিভিটি দেখাচ্ছে তাতে মনে হচ্ছে উনি ইচ্ছে করেই পোস্ট দিচ্ছেন না :@
নীলাঞ্জনা নীলা
দাদা আমার আদরেও যদি লেখা না দেয় শুন্য আপু, তাহলে বুঝবো আমাকে আসলেই ভালোবাসে না।
নীতেশ বড়ুয়া
আমিও বুঝবো আমাকেও না।
নীলাঞ্জনা নীলা
🙁 🙁
নীতেশ বড়ুয়া
🙁 ;(
নীলাঞ্জনা নীলা
চুপ :@ :@
নীতেশ বড়ুয়া
😀
নীলাঞ্জনা নীলা
উফ ^:^
নীতেশ বড়ুয়া
:D) :D)
নীলাঞ্জনা নীলা
:@ :@ :@ :@ :@ :@
নীতেশ বড়ুয়া
ধিংকা চিকা ধিংকা চিকা ধিংকা চিকা হে হে হেহহহ \|/
শুন্য শুন্যালয়
দাদাভাই তুমিই সেদিন বললে, আমার লেখা কিছুই বোঝনা, কেউ-ই বোঝেনা। 🙁 আমি এখন নিজে লিখে নিজেরে শুনাই 😀
নীলাঞ্জনা নীলা
আমি বুঝিইইইইইইইইইইইইইইইইইইইইইইই লেখা দাওওওওওওওওওওওওওও
শুন্য আপু গো উম্মম্মম্মম্মম্মম্মম্মাআআআআআ -{@ (3
শুন্য শুন্যালয়
আচ্ছা আজ দেব যাও। তবে তোমাকে লাগবে আমার। ছবি দেব, একটা ছবির ক্যাপশান তুমি দেবে। ওক্কে?
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু তোমার ছবিতে ক্যাপশন আমি!!! 😮
মাথা ঠিক আছে তোমার?
আমি হলাম একটা যাচ্ছেতাই গো। বুঝেছো? 😀
শুন্য শুন্যালয়
এই মেয়ে শেষের ছবির শিরোনাম দিয়ো। পরে এসে দেখবো। লাভু নীলাঞ্জনা (3
নীলাঞ্জনা নীলা
আপু তোমার একটি লেখার জন্য সবাই অপেক্ষায় থাকে। আজকের এই পোষ্টটা না দিলে সত্যি আমি অনেক কষ্ট পেতাম।
আপু ক্ষমা করো ছবির ক্যাপশনটা দিতে পারলাম না।
কারণ সেই ক্ষমতা আমার নেই গো।
ভালোবাসি কিনা জানিনা, তবে মিস করি তোমায়। রোজ এসো প্লিজ। লাভ ইয়্যু টু। -{@ (3
শুন্য শুন্যালয়
তোমার এই মন্তব্য আমি আগে দেখিনি, দেখলেও দেখতাম না জানো তুমি।
আমি চুরি করতে জানি, ডাকাতিও। চাইতেও জানি। কোনটা করাবে?
ক্ষমা করবোনা যাও, ঋনী থাকো। কষ্ট দিয়ে ক্ষমা চাইলেই পাওয়া যায়না, বুঝেছ?
নীলাঞ্জনা নীলা
স্যরি। এই যে কান ধরলাম, কার কান আবার জানতে চেওনা, কহিতে অক্ষম :p
তবে তোমার জন্যে
দুপুর-বিকেল-সন্ধ্যা-রাত
গড়িয়ে গিয়ে আসবে প্রভাত
ওই আলোতে চেয়ে দেখো
এই যে আমি পাশে থেকো
কাব্যকথা নয় এ নয়
এ যে নীলের হৃদ-বিনিময় -{@ (3
নীতেশ বড়ুয়া
বুগে না কাউ বুগে নাআআআআআআআআআআআ :p
শুন্য শুন্যালয়
সোনেলায় একটাই কাউ আছে। নাম বললে চিনে ফেলবা, থাক :p
নীলাঞ্জনা নীলা
বুঝবার চাই না। 😀 :D)
মোঃ মজিবর রহমান
লেখকদের ভাবনা
পাঠকদের মনের তৃপ্তি ভরায়।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া লেখক হতে যদি পারতাম! আর আপনি কিনা আমায় লেখক বানিয়ে দিলেন? শুনে ভালো লাগছে ভাইয়া। -{@
মোঃ মজিবর রহমান
আর তায় বসে থাকি আপনাদের তরে।
স্বপ্ন ভেজা হক আর শুকনায় হোক।
কান্না
চোখ ভিজুক আর শুকনায় থাকুক
কান্না কান্নাই।
নীলাঞ্জনা নীলা
এতো সুন্দর করে মন্তব্য পাওয়া এ লেখাটির অনেক সৌভাগ্যই বলতে হয়।
ধন্যবাদ মজিবর ভাই -{@