আলোকোজ্জ্বল এই শহরের ডুপ্লেক্স বাড়ির বেল্কনিতে বসে
এই বসন্তে দেখি পাতাবিহীন বৃক্ষ, তুষারাচ্ছাদিত লন
দু’মাস বাদেই ছেয়ে যাবে সবুজ ঘাস, ফুটবে গোলাপি কৃষ্ণচূড়া
চোখ ধাঁধানো নগর, ছবির মতন আঁকা দৃষ্টিনন্দন প্রকৃতি
তবু যেন ভরে না মন, চমকিত হয় না প্রান
আমি খুঁজে ফিরি সেই মুগ্ধ করা রূপ
আমার ছোট্ট ছিমছাম শহরের বাড়ির ছাদে
যেখানে টবে সযতনে বেড়ে উঠেছিল চেনা বাহারি ফুল।
ভুলিনি, লেকের দু’ধারের নাম না জানা গাছ-গাছালী
কিংবা অবহেলায় নরম রোদ মেখে বেড়ে উঠা স্বর্ণলতা
পুবের আকাশের ভোরের আবছা আলোয় কখনো
একঝাঁক কাকের কর্কশ কণ্ঠে প্রকম্পিত হতো কার্নিশ
আধো ঘুমের নেত্রযুগলে দেখেছি সেই করুন সকাল
ইলেকট্রিক তারে স্বজাতি একজন মারা পড়েছিল বলেই
তাদের সে আর্তনাদ, পাঁজর ভাঙ্গা চিৎকার।
ভুলিনি আমার সেই সোনাঝরা দিন
ভুলিনি ছোট্ট ছিমছাম শহরের রূপ
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমরা অনেক কিছুই ভুলিনা ।
আমাদের ভুলিয়ে দেয়া হয় ।
তবু জেগে থাকে কিছু সান্ধ্য প্রদীপ নীল আকাশের বুকে ।
রিমি রুম্মান
তবু জেগে থাকে কিছু সান্ধ্য প্রদীপ নীল আকাশের বুকে… সুন্দর।
জিসান শা ইকরাম
শিকরের টান উপেক্ষা করা যায়না।
হাহাকার থেকেই যায়
রিমি রুম্মান
আমৃত্যু হাহাকার আমাদের… শিকরের টানে।
নীহারিকা
এই টান কঠিন টান।
রিমি রুম্মান
কঠিন সত্যি…
লীলাবতী
প্রবাসে বসে দেশের মায়া কি, তা ভালোভাবেই উপলব্দি করা যায়।
রিমি রুম্মান
প্রবাসে বলেই মাটির টান বেশি অনুভব করি…
শুন্য শুন্যালয়
খুব কস্ট হয় মাঝে মাঝে …লেখাগুলো যেনো বিদ্ধ করলো …
রিমি রুম্মান
বুকের ভিতরে কোথায় যেন মোচর দিলো … লেখার সময়টাতে ।
বনলতা সেন
আমি কিন্তু সোনাঝরা দিনগুলো ভুলে যেতে চাই ।
মনে রাখতে চাই অন্ধকারকে ।
ভাল লাগল আপনার লেখা ।
রিমি রুম্মান
অন্ধকার মনে রাখলে কষ্ট বাড়ে…
বেলাল হোসাইন রনি
ভূলে যেতে চাই সব কিছু, কিন্তু থেকে যায় অনেক কিছু, তাই সব কিছু আমরা ভূলতে পারি না।
অনেক ভাল লাগলো
রিমি রুম্মান
ভাল থাকবেন, ভাললাগায়…
সীমান্ত উন্মাদ
বাহ চমৎকার কবিতায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম।
রিমি রুম্মান
অনেক ধন্যবাদ… -{@
খসড়া
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না।
রিমি রুম্মান
সেই যে আমার নানান রঙের দিনগুলো…
রাসেল হাসান
চমৎকার! খুব ভালো লাগলো।
আমীন পরবাসী
দীর্ঘ প্রবাস জীবনের প্রতিফলন কাব্যের খাতে বন্দী। ফিরে যেতে ইচ্ছে করে আজও তবে যেতে পারিনা। মেনে নিতে হয় আর মেনে নেই সব কিছু। দীর্ঘ প্রবাস জীবনের প্রতিফলন কাব্যের খাতে বন্দী। ফিরে যেতে ইচ্ছে করে আজও তবে যেতে পারিনা। মেনে নিতে হয় আর মেনে নেই সব কিছু।