প্রশ্নগুলি সরিষার বাম্পার ফলনের মতো;
.
তুলতুলে ইশ্বরপ্রদত্ত উরু-তন্ত্রে
ছড়ানো ছিটানো আমিও তোমার
এমন বিক্ষিপ্ত প্রশ্ন করি তুমুল আগ্রহে
শুনো-
ভোরের শিশির। পর্দা ভেদ করে সূর্যের চুমু।
তুমি স্পর্শকাতরতায় জেগে উঠো– আরও
কাছাকাছি জানতে চায়-
২৭ থেকে ১২ কেমন লেগেছিলো তোমার?
.
অপেক্ষা প্রহর গুনতে গুনতে
আমাকেও তুমি একটা বুদ্ধিদীপ্ত গল্প বলো।
ধরো-
আমি কোনো উদ্ভাবনাময় প্রশিক্ষণার্থী।
দিনশেষে শেষে যেমন বলে- তেমন তুমি?
যদিও না মুনাফা-সন্ন্যাসী কেউ
প্রশ্নোত্তরে আমিও বলতে পারি
বাক্য সংকোচন-
ভালো লাগে যা, কেবল ভালোলাগা।
.
তারপর, সে-ই আজ অব্দি
অপরিকল্পিত নিঃশ্বাসের মার্কেটিং শেয়ারে
উল্লাসে রোজ উঠা-নামা করে; ভালোবাসি।
৬৫৩জন
৫৭১জন
৫টি মন্তব্য
আরজু মুক্তা
ভালোবাসায় এতো প্রশ্নের দরকার নাই। দুজনার প্রতি দুজনার প্রচণ্ড ভালোবাসা থাকলেই হলো।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ এ এক অসাধারণ প্রশ্ন উত্তরে ভালোবাসা॥
শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসলে প্রশ্নের বাম্পার ফলন হয় সরিষার মত আর উত্তর গুলো হয় বোবাদের মতো মাথা ঝাকাঝাকি দেয়ার মত 😁😁। ভালোবাসার জয় হোক।
নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালো লাগল লেখা পড়ে
তৌহিদ
ভালোবাসলে মঙ্গলেও যেতে হতে পারে কিন্তু! সর্ষে ক্ষেতের ফলন এতো কিছুই না ভায়া।
ভালো থাকুন সবসময়।