তুই সেদিন চলে গেলি খোঁজাখুঁজির অনেক দূরে
আসলে লুকিয়ে নিলি নিজেকে তোর মনের ঘরে।
তোকে আমার পড়েনা মনে, আমাকেও তুই না।
সেই যে আবেগ আদতে কোনো কিছুই ছিলো না।
কেমন করে বদলে গেলি, এবং আমিও
কেউ যে কারো ঘর হোলাম না;
পর ছিলাম, হোলাম দূর আরোও।
হঠাৎ করে পথে দেখা, আসলেও তুই কী!
তুইও চেয়ে দেখলি আমায়, আসলেই আমি কী!
এখন যেনো খুব অজানা, চেনা কেবল মুখটা
হাসির ভেতর সেই হাসি নেই, কেমন জানি রংচটা।
বললি আমায়, “কেমন আছিস? সব খবর ভালো তো?”
হেসে বললাম,
—ভালো আছি, তোর সব ঠিক তো?
—কেমন জানি হয়ে গেছিস! তুই বদলে গেছিস অনেকটা…!
—মনের বদল কার না হয়, বল দেখি! বাদ দে তো ওসব কথা।
—ঠিক আছে, যা তবে, আবার দেখা হবে তো?
—হয়তো এমন চলার পথে, সব জানে ওই মুহূর্ত।
—হেঁয়ালি ছাড়লি না তুই। সেই ঠিক আগের মতোই—
—ছাড়াছাড়ি শুধুই কি তোর? আমিও ঠিক আমার মতোই।
—আচ্ছা হলো। অনুরোধ, মাঝেমধ্যে খবর নিস।
—যাক গে, অনেকটা পথ যেতে হবে। ভালো থাকিস।
হ্যামিল্টন, কানাডা
৩ জানুয়ারি, ২০১৯ ইং।
👉২০১৯ সালের প্রথম লেখা। সোনেলা নীড়ের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন। সুস্থ থাকুন।🙏🌹
৩৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অনেকটা পথ যেতে হবে একাকীর সংগোপনে
গিয়েছি যেমন আগেও, এবারে আর নূতন কী-ই-বা হবে!!
যেতে পেরেছি তো, সময়ের চোখে ধুলো ছুঁড়ে,
ঐ নীলেই হারাবো, আবার-ও!!
কৃপণ শুভেচ্ছা আপনাকেও।
নীলাঞ্জনা নীলা
কালের গর্ভে সব ই হারায়। তাই যতো খুশী হারাতে থাকুন, নীলে, ভুতে কিংবা অ-ভুতে, ব্রহ্মদত্যি, শাঁকচুন্নী অথবা আপনার মায়া-ছায়ায়। বরং একটা গান শুনুন।
https://youtu.be/qlrShCs19p8 😀🙏
ছাইরাছ হেলাল
রূপঙ্কর!! দারুণ দারুণ!!
আহারে নীল আর নীল!!
নীলাঞ্জনা নীলা
সেই তো! 😃
ইঞ্জা
বাহ দারুণ প্রকাশ।
ননবর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা আপু। -{@
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া ভালোবাসায় হোক বাস। শুভকামনা।
অনেক ভালো কাটুক আপনার প্রতিটি পল। 🌹
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ প্রিয় আপু
নীলাঞ্জনা নীলা
নিরন্তর ভালো থাকুন ভাইয়া।
রেজওয়ান
ওয়াও!😍খুব ভাল লাগলো!👌নতুন বছরের শুভেচ্ছা রইলো আপু🌹
নীলাঞ্জনা নীলা
একটি মন্তব্য মানে অজস্র প্রেরণা পাওয়া।
ভালো থাকুন প্রতিনিয়ত।
বন্যা লিপি
অনেকটা পথ যেতে হবে…. ভালো থাকিস্ তুইও”
আহা…. কি ভালোই না লাগলো!!
সতত শুভ কামনা। (3 (3 -{@
নীলাঞ্জনা নীলা
“ভালো থাকিস” শর্টফিল্ম আছে একটা। দেখে নেবেন। আশা করি ভালো লাগবে।
নতুন বছরে বন্যা লিপি’র লেখনির বন্যা বয়ে যাক সোনেলার উঠোনে। শুভকামনা। 🌹
তৌহিদ
বাহ দারুন লাগলো আপু। নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
নীলাঞ্জনা নীলা
শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকুন।
মায়াবতী
নতুন বছরের এতো সুন্দর একটা অনুভূতির শুভেচ্ছার জন্যই অপেক্ষায় ছিলাম আপু মনি 🙂
নীলাঞ্জনা নীলা
কেউ যদি আপনার জন্য অপেক্ষায় থাকে, আর আপনি সেটা টের পান, তখন কেমন লাগে আপনার প্রিয় মায়াবতী? আমার তো নিজেকে ভিআইপি লাগে। 😀
যেহেতু আপনি আমার জন্য অপেক্ষায় ছিলেন, তাই, “প্রাণে খুশীর তুফান উঠেছে।” \|/ 💃
প্রিয় মায়াবতী আপনার জন্য (3 💕🌹🌹💓💙💚💛💜💟💌
মায়াবতী
ইশ! এতো এতো ভালোবাসা!!! অপেক্ষার ফল তাহলে এতো টাই আনন্দের! খুশি তে নাচতে ইচ্ছা করতেছে এখন \|/
নীলাঞ্জনা নীলা
মায়াবতীর মায়া এমনই যে, ভালো না বেসে থাকা যায় না। 🌹🌹
প্রহেলিকা
একটা সময়ের পরে সম্পর্কগুলো এমন হয়ে যায় যেন সম্পর্কগুলো কেবল একটা মুহূর্তে। সকালে গড়ে উঠা সম্পর্ক ভুলে যাই দুপুরে, বিকালেরটা রাতে। অথচ খুব স্বচ্ছভাবে চোখে স্পষ্ট হয়ে উঠে অতীতে ফেলে আসা কোনো সম্পর্ককে। তা যাইহোক, লেখাতে আকুলতা আছে, আবেদন আছে। কিছু কিছু লাইন পড়ার আবেদন জানায়।
নীলাঞ্জনা নীলা
“আমি কি বেঁচে আছি না কি মরে বেঁচে আছি!”—এ কার মন্তব্য পড়ছি, দেখি তো! চশমার গ্লাস মনে হয় অপরিষ্কার নয়তো রেটিনার পাওয়ার কমেছে। 😎
এমন মন্তব্য পেয়ে এ লেখা তো নৃত্য শুরু করে দিয়েছে। নতুন বছরের উপহার চায় সোনেলা নীড়ের সকলে। লেখা দিন। অনুরোধ, আবদার দুটোই রাখলাম। 🙏
প্রহেলিকা
এভাবে বলে শরম দেওয়া ভালো না, একদমই ভালো না।
অনুরোধবা আবদার করলে খুব ভয়। কি না কি লিখি, এভাবে বললে ভয় বেশি পায়। বছর পেরিয়ে গেলো একটা শব্দও লিখতে পারিনি। পুরনো একটি লিখাই আপনার সম্মানে দিব। অখাদ্যই খাওয়াবো।
নীলাঞ্জনা নীলা
ভয়!!! তাও আমাকে!!! নতুন লেখাই তো পুরোনো হয়, তাই না? আপনি একটা শব্দ লিখে ফেললেই দেখবেন কেমন করে কবিতা ফড়িং এর মতো উড়ে উড়ে বেড়াচ্ছে!
অনেক ভালো থাকুন।
জিসান শা ইকরাম
রেল লাইন বহে সমান্তরাল। ভালো লেগেছে খুব নাতনি। নববর্ষের শুভেচ্ছা -{@
নীলাঞ্জনা নীলা
নানা গানটা বহুদিন শুনিনা। চলো এখন একসাথে শুনি।
https://youtu.be/9NyhntSSe3A
ভালো থেকো নানা। নিজেকে ভালো রেখো। 🌹
মোঃ মজিবর রহমান
যেতে হবে বহুদুর , কতদুর জানিনা এখন জানি সহজ সরল পথে চলা
যেতে হবে বহুদুর, কেমন থাকব জানিনা দিদি????
তবুও যেতে হবে আমৃত্যু ………………………
নীলাঞ্জনা নীলা
“চলাই জীবন থেমে যাওয়া ই মরণ
ভেবে নাও তুমি কাকে করবে বরণ!
যদি একলা পথে কোনো সাথী না মেলে
যদি সাড়া নাহি পাও, সাড়া দেবে তব তান।” —মজিবর ভাই এ গানটা আমার খুব প্রিয়।
ভালো থাকুন নিরন্তর। গানটা শুনুন। https://youtu.be/K6kej_nTINE
মোঃ মজিবর রহমান
ভাবতেই মনে হই গেছি ভুলে,
মনেই নেই ভাবতে ভুলে ভুলে,
জীবনে স্বপ্ন বুনি ভুল পথে,
খুজি নাই হইতো নিজেকে।
দোয়া করবেন আপুন
নীলাঞ্জনা নীলা
নিজেকে খুঁজে পাওয়া কঠিন। তবে অসম্ভব নয়।
অনেক ভালো থাকুন মজিবর ভাই।
মাহমুদ আল মেহেদী
দারুন আপু। অনেক মুগ্ধতায় ছুয়ে দিল মনটা।
নীলাঞ্জনা নীলা
এই যে প্রেরণা, সকলে দিতে জানেনা। কিন্তু যখন সোনেলায় লেখা দেই, তখন আপনাদের সকলের প্রেরণাময় মন্তব্য পেয়ে লেখা নীরবতা ভেঙ্গে নেচে ওঠে।
অশেষ ধন্যবাদ! ভালো থাকুন নিরন্তর।
সাবিনা ইয়াসমিন
ছাড়াছাড়ি শুধুই কি শুধুই তোর ? আমিও ঠিক আমার মতোই,,,,,,,কতাটা অভিমানী মনে এমন করে বলা যায় তাই অনুভব করলাম।
অথবা ভালো থাকিস,,, এই দুটি বাক্যর মাঝে জড়ানো থাকে অফুস্ট ভাষার হাজারো না বলা কথা। দুটি বাক্য শুধু একটি কথাতো নয়,,,,যেন পৃথিবীর দুই প্রান্তে থাকা দুটি আত্মার একাত্ব হয়ে থাকার মুল-মন্ত্র।
আমি বোঝাতে পারছি,,কবিতাটা পড়ে কি বুঝলাম ? অনেক সময় নিজে কি অনুভব করেছি তা বলে বোঝানো বেশ কঠিন লাগে,,,
অনেক ভালোবাসা রইলো নীলা আপু,,,ভালো থাকবেন 💓🌺🌸💞
নীলাঞ্জনা নীলা
যেমন আপনার লেখনী, তেমনি আপনার মন্তব্য দুর্দান্ত। কেন বলছি এ কথা জানেন? কবিতার ভাব পুরোটাই বুঝেছেন।
এতো চমৎকার মন্তব্যের জন্য আপনাকে হৃদয় থেকে শুভকামনা জানাচ্ছি। অনেক ভালো থাকুন। আপনার জন্য এই গান।
https://youtu.be/020341aJmu4
অনেক ভালো থাকুন। 🌹💟
সাবিনা ইয়াসমিন
কিশোর কুমারের গান দিয়ে দিনটাকে সুন্দর করে দিলেন,,,আমার অনেক পছন্দের একজন গায়ক তিনি,,,,
কৃতজ্ঞতা জানবেন,, (y)
নীলাঞ্জনা নীলা
কিশোর কুমার আমারও পছন্দের।
“মনে পড়ে সেই সব দিন” শুনুন,
https://youtu.be/lXtWcW4dd_c