তারপর অনেকদিন পর তাহার সাথে যখন ভুল করে কোন এক অলক্ষণের সময়ে হবে দেখা যখন দ্রুত চোখ ফিরিয়ে নিজেদের আড়াল করতে চেষ্টা করে চলবো, সেও হয়তো সেটাই করবে। কিন্তু মনের পরিস্থিতি তা সহজ করে নিতে দিবে না। সে বার বার চোখ ঘুরিয়ে তার দিকেই তাকাতে বাধ্য করবে। একটু লুকিয়ে, নিজেকে ছাপিয়ে বার বার দেখতে চাইবার জন্যে আকুপাকু শুরু করে দিবে।

তারপর সকল প্রতিকূলতাকে ছাপিয়ে যখন পূর্ণ দৃষ্টি মেলে তাকে দেখতে চাইবো তখন বুঝবো সেও এতক্ষণ নিজের সাথেই নিজে এই একই যুদ্ধ চালিয়ে এসে ক্ষান্ত হয়েছে। সেও আমার দিকে তার পূর্ণ দৃষ্টি নিবন্ধিত করে আছে ঠিক ঐ মুহূর্তে।

তারপর? তারপর হয়তো একটু কাছে এসে বিরাট দূরত্বে থেকে জিজ্ঞাস করবো ‘কেমন আছো?’
আর তার বিপরীতে এর চিরাচরিত উত্তরটি হবে ‘ভালো’
সত্যিই আমরা কতই না ভালো থাকি এইসব ভুলে থাকা স্মৃতিদের অভিনয়ের অন্তরালে….

 

 

 

২২৬২জন ২২৬২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ