তারপর অনেকদিন পর তাহার সাথে যখন ভুল করে কোন এক অলক্ষণের সময়ে হবে দেখা যখন দ্রুত চোখ ফিরিয়ে নিজেদের আড়াল করতে চেষ্টা করে চলবো, সেও হয়তো সেটাই করবে। কিন্তু মনের পরিস্থিতি তা সহজ করে নিতে দিবে না। সে বার বার চোখ ঘুরিয়ে তার দিকেই তাকাতে বাধ্য করবে। একটু লুকিয়ে, নিজেকে ছাপিয়ে বার বার দেখতে চাইবার জন্যে আকুপাকু শুরু করে দিবে।
তারপর সকল প্রতিকূলতাকে ছাপিয়ে যখন পূর্ণ দৃষ্টি মেলে তাকে দেখতে চাইবো তখন বুঝবো সেও এতক্ষণ নিজের সাথেই নিজে এই একই যুদ্ধ চালিয়ে এসে ক্ষান্ত হয়েছে। সেও আমার দিকে তার পূর্ণ দৃষ্টি নিবন্ধিত করে আছে ঠিক ঐ মুহূর্তে।
তারপর? তারপর হয়তো একটু কাছে এসে বিরাট দূরত্বে থেকে জিজ্ঞাস করবো ‘কেমন আছো?’
আর তার বিপরীতে এর চিরাচরিত উত্তরটি হবে ‘ভালো’
সত্যিই আমরা কতই না ভালো থাকি এইসব ভুলে থাকা স্মৃতিদের অভিনয়ের অন্তরালে….
৮টি মন্তব্য
লীলাবতী
কেমন এক বিষাদ,কেমন এক কষ্টের অনুভুতি লেখায়।অভিনয়ই আসলে আমরা করি জীবনভর।
অলিভার
কিছু সময় অযথাই কিছু অনুভূতি অক্ষর রূপে চলে আসে। অর্থ হয়তো হয় মাঝে মাঝে কিছু কিন্তু বাস্তবতা ছোঁয় কি না, তা জানা হয় না। তবে এটা সত্যি আমরা নিজেরাই নিজেদের সাথে সবসময় অভিনয় করেই চলেছি প্রতিক্ষণে..
সময় নিয়ে পড়ার জন্যে ধন্যবাদ। শুভ কামনা জানবেন আপু 🙂
নুসরাত মৌরিন
সত্যি সেই চিরাচরিত উত্তর “ভাল আছি” এর পিছনে কত না বলা দীর্ঘশ্বাস থাকে-সে গল্প কে জানে?
ভাল লেগেছে লেখাটি।
অলিভার
এইসব দীর্ঘশ্বাস নিয়েই বেঁচে থাকতে হয় এইসব আমি-তুমিদের। জীবন সত্যিই এখনে ভিন্নের আড়ালে অভিন্ন।
ধন্যবাদ সময় নিয়ে লেখাটি পড়ার জন্যে 🙂
শিপু
জেমস এর গান মনে পরে গেল….
কখন কোন পথের মাঝে দেখা হয়ে যায় যদি
জানতে চেয়ন আমি কেমন আছি
অলিভার
গানটি আমার শোনা হয় নি। তারপরও সুযোগ পেলে কখনো শুনে নিবো।
ধন্যবাদ সময় নিয়ে লেখাটি পড়ার জন্যে 🙂 শুভ কামনা জানবেন -{@
খেয়ালী মেয়ে
এভাবেই প্রতিনিয়ত ভাল থাকার অভিনয় করে যেতে হয়….এটাই বিরাট সত্যি.. জীবন নামক রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা….
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সত্যিই আমরা কতই না ভালো থাকি এইসব ভুলে থাকা স্মৃতিদের অভিনয়ের অন্তরালে….যথার্থই বলেছেন।