ভালোলাগে ভাল্লাগেনাকে

ছাইরাছ হেলাল ১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ০২:২১:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

এই ঘন-ঘোর বর্ষা-মাদলে
ঊন-বিষ নিপাট-আলাভোলা ভাল্লাগেনাকে ভালই লাগে,
নিবিড় সানুনয় সান্নিধ্যময়তার নকশীকাঁথা জড়িয়ে;

নেই, সর্ষের ঝাল-মুড়ি,
নেই, ঘাস-শিশিরের হীরে-ঝলকানি,
নেই, এক ফোটা পাখি,
দোয়েল-শীসের বিরহ ব্যথার সম্ভ্রম,
পরী-বুকের উষ্ণ আলিঙ্গন,
নেই, ভেজা মানি-প্লান্টের উপর্যুপরি উঁকিঝুঁকি;

দেশান্তর সাগরের বাঁধা-দীর্ণ উচ্চকিত-উচ্ছলতা
অকস্মাৎ ছুড়ে দেয়া লোনা জল ভাল্লাগেনা;

দীর্ঘ আয়না-জলে ভেসে থাকা ভাল্লাগেনাকে দেখে দেখে
ভালই লাগে, ঠাট্টা-বিদ্রূপের শ্যেন-চোখ এড়িয়ে,
ভালবাসতে ইচ্ছে করে!!

আত্মবিলাপ-বেহাগের এই পা-টিপে-টিপে চলা বৃষ্টি
ভাল্লাগেনা, স্বচ্ছ জলের ভিজে-স্নান! তাও-না।

১জন ১জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ