এই ঘন-ঘোর বর্ষা-মাদলে
ঊন-বিষ নিপাট-আলাভোলা ভাল্লাগেনাকে ভালই লাগে,
নিবিড় সানুনয় সান্নিধ্যময়তার নকশীকাঁথা জড়িয়ে;
নেই, সর্ষের ঝাল-মুড়ি,
নেই, ঘাস-শিশিরের হীরে-ঝলকানি,
নেই, এক ফোটা পাখি,
দোয়েল-শীসের বিরহ ব্যথার সম্ভ্রম,
পরী-বুকের উষ্ণ আলিঙ্গন,
নেই, ভেজা মানি-প্লান্টের উপর্যুপরি উঁকিঝুঁকি;
দেশান্তর সাগরের বাঁধা-দীর্ণ উচ্চকিত-উচ্ছলতা
অকস্মাৎ ছুড়ে দেয়া লোনা জল ভাল্লাগেনা;
দীর্ঘ আয়না-জলে ভেসে থাকা ভাল্লাগেনাকে দেখে দেখে
ভালই লাগে, ঠাট্টা-বিদ্রূপের শ্যেন-চোখ এড়িয়ে,
ভালবাসতে ইচ্ছে করে!!
আত্মবিলাপ-বেহাগের এই পা-টিপে-টিপে চলা বৃষ্টি
ভাল্লাগেনা, স্বচ্ছ জলের ভিজে-স্নান! তাও-না।
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভাল্লাগেনা, কেন????
ছাইরাছ হেলাল
ভাল্লাগেনা- কে ভালই তো লাগে!
জিসান শা ইকরাম
ভাল্লাগেনা একটি রোগ, এতদিন জানতাম এটি।
এখন এটিকেই ভালোলাগতে হবে!
কি দিন কাল আইলো।
ছাইরাছ হেলাল
অসুখকে ভাল না বাসলে সে তো আপনাকে ছেড়ে যেতে চাইবে না।
দিন কাল খুব-ই রহমতের।
জিসান শা ইকরাম
হাডিপুডি কইর্যা অসুখকে ছেড়ে যেতে বলতে হবে,
হ আসলেই রহমতের।
ছাইরাছ হেলাল
আজকাল হাডিবুডি-ও প্রায় অচল।
জিসান শা ইকরাম
হাডিবুডি অচল হইলে তো বিপদ
ছাইরাছ হেলাল
হুম!
বন্যা লিপি
ভালো লাগেনা ভাল্লাগেনা…….
আমার তো বেশ ভাল্লাগলো😊😊
ছাইরাছ হেলাল
কঠিন একটি বিষয় ‘ভাল্লাগেনা’,
আবার একেই ভালো-ও লাগে, এ এক অদ্ভুদ টানাপোড়েন।
শাহরিন
দুঃখ বিলাস, বৃষ্টি বিলাস, বাগান বিলাসের সাথে এখন মহাসমারোহে ভাল্লাগে না বিলাস এর শুভ আগমন হলো আর কি!!!
ছাইরাছ হেলাল
দেখুন এত এত বিলাসের মধ্যে ভাল্লাগেনা কে তো বাদ দেয়া ঠিক না!!
তাই তাকেই সাথে নিলাম।
আপনি স্বাগত জানিয়ে ট্রাই করে দেখতে পারেন।
শাহরিন
দুঃক্ষিত কবি সাহেব, আমি অনেক নিরীহ মানুষ। বিলাসীতার কুনু সুযোগ নাই 😥
ছাইরাছ হেলাল
সেই নিরীহ বিলাসিতাটুকুই গ্রহন করে দেখলে মন্দ হতো না।
আরজু মুক্তা
ঝড়ো হাওয়া আসুক! সব উল্টাপাল্টা করে নতুন করে সাজিয়ে দিক।
সব ভালো না লাগাগুলো ভালো লাগুক।
ছাইরাছ হেলাল
ভাল্লাগেনাকে-ই-তো ভালোবাসতে চাই, বাসিও।
তাতে ঝড়ো হাওয়া আসুক বা না আসুক।
শামীম চৌধুরী
কেন ভাল্লাগেনা? আমারতো বেশ ভাল্লাগে।
ছাইরাছ হেলাল
আমার ও বেশ না, বেশিই ভালোলাগে।
শামীম চৌধুরী
লেখক মানুষের বেশী ভালো না লাগলে পাঠককে ভালো লাগাবে কিভাবে? ভালো থাকুন হেলাল ভাই।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
শিরিন হক
সব আসলে ঐ মনের প্রভাব। ভালোলাগা আর মন্দলাগা।
তয় লোকে বলে প্রেমে পড়লে নাকি সবি ভালোলাগে।
বুড়াকালে ভালোলাগাতে লাগে দাওয়াই।মাঝ বয়সে পার্কে গিয়ে হাত তুলে হা হা হো হো করলে ও নাকি ভালো লাগে।
লালো লাগতেই হবে। আপনার ভাল্লাগেনা কে ভালো লাগলো।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
এ যে কঠিন মন্তব্য, সঠিক উত্তর দিতে পারবো বলে মনে হয় না।
তবে ভাল্লাগেনা কে ভালোলাগা বেশ জটিল।
সাবিনা ইয়াসমিন
ভাল্লাগেনা কে জাপটে ধরে রাখুন। বলা যায়না কখন লম্ফ দিয়ে পগারপার হয়ে যাবে। 😂😂
ছাইরাছ হেলাল
দেখুন ঝাঁপিয়ে/দাপিয়ে জাপটা-জাপটি দবাই পারে না,
তাই লম্ফ দেয়া উন্মুক্ত-ই থাকে।
সাবিনা ইয়াসমিন
আসতে যেতে উঁকি দেয়া,
বিরহ -বিরতিতে পথ আগলে দাঁড়িয়ে থাকা,
ধোঁয়াশা দুপুরে বা অরক্ষিত সন্ধ্যায়
হঠাৎ করে চমকে উঠা….
কে আসে যায় স্মৃতির ধুলো ঝেড়ে
ঝরঝরা বর্তমানে ?
বলতে ইচ্ছে করেনা… ভাল্লাগেনা।
ছাইরাছ হেলাল
হঠাৎ উপচে আসা ঝিরি বৃষ্টি,
বা, বন-জ্যোৎস্নার নিবিড় চমক এড়ানো বিহ্বলতায়
থমকে যাই, থমকে থাকি-না, ভিজতে থাকা বৃষ্টিতে;
ভাল্লাগেনাকে-ই ভালো-ও লাগে।