ভালোলাগার একজন

পারভীন সুলতানা ১ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ১২:৫১:৫২অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

অনেক, অনেক দিন পর,
দিন মাস পেড়িয়ে অনেকগুলো বছর
এবং যুগেরও অধিক অতীত অনন্তর।
দেখা হল,এক সুবর্ণ প্রভাতে
অনেক ভালোলাগা একজনের সাথে,
দুর্লভ এক মুহূর্তে দাড়ালাম মুখোমুখি সন্মুখ
আমি আর সেই প্রাণবন্ত প্রবীণ যুবক।
বুকের বা’পাশে অদৃশ্য ধুকপুক
অবিকল সেই প্রদীপ্ত মুখ,
সামান্য ভারী পিটপিটে চোখ
চোখেমুখে উচ্ছ্বাস,নক্ষত্রের স্ফুরণ।
চোখ নয়, চোখে বুদ্ধির তড়িৎ ঝলক।
থমকে দাড়াই আমি, একি বিস্ময় নাকি স্বপন
সামনে দাঁড়িয়ে সে, স্মিত হাসিমাখা মুখ।
খুব ছোট্ট করে, প্রায় অস্ফুট স্বরে
ডাকি সেই চিরপুরাতন নাম ধরে
গুমরে কাঁদে নিরন্তর ছোট্ট একটা পাখি
অনন্তর আপন অনুভবে একান্ত স্বজন।
জীবনের প্রয়োজনে অন্তহীন পথ,
বিস্মৃত ঠিকানা এখন।
সম্পর্কহীন সম্পর্কের পোশাকি জীবন
নামহীন সম্পর্ক একান্ত সংগোপন
অস্পৃশ্য ভালোবাসা, অকথিত শব্দ সকল
চোখ সায়রে আত্মবিস্মৃত আমি আর সে হতবিহবল।
১/১২/১৬

৫৪৩জন ৫৪৩জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেইসবুকে সোনেলা ব্লগ