ভালোবেসো মোর এপিটাফ

আর্বনীল ৫ মে ২০১৪, সোমবার, ১১:১৭:৫২পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য

একদিন চায়ের তৃষ্ণায় যখন

নিশ্চুপ! নিথর হয়ে বারান্দায় বসে থাকব;

সেদিন তুমি কি এক কাপ চা!

শুধু মাত্র এক কাপ চা এনে বলবে?

এই যে পণ্ডিত নাও।

এক চুমুক তোমার! এক চুমুক আমার!

 

একদিন অর্ধ-জ্যোৎস্না দেখে

হতাশায় হারিয়ে যাব আমি তন্দ্রায়।

সেদিন তুমি এসে কি আমার;

দুদিন না কামানো খোঁচা খোঁচা

দাড়ির বীভৎস গাল দুটো ছুয়ে বলবে?

এই চলনা…

আজ দুজন মিলে জ্যোৎস্না চিবিয়ে খাই!

 

একদিন আমার স্পর্শে

দুষিত হয়ে যাবে পুরো আকাশ!

আমার লিখে যাওয়া শব্দ; অক্ষর

কিংবা বর্নমালা অবহেলায়

আত্মহত্যা করবে খুব গোপনে।।

সেদিন হয়তো ফুসফুসের সাথে

বন্ধ হয়ে যাবে আমার পথ চলা।।

তুমি কি সেদিন কেঁদে বুক ভাসাবে?

 

একদিন হয়তো আমার

সামনে দাঁড়িয়ে থাকা নির্বাক তুমি;

হঠাৎ কেঁপে উঠবে চোখের পাতা।

নাকের ফুটোয় বেরিয়ে আসবে দীর্ঘ নিঃশ্বাস!

চিনচিনে ব্যাথায় গুমরে উঠবে বুক!

সেদিন শুধু ভালোবেসো তুমি

আমারই নাম লেখা এপিটাফ।।

 

#১০

৪৭৬জন ৪৭৬জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ