প্রকৃত ভালোবাসা

সৈকত দে ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০১:০৫:৫৭অপরাহ্ন শুভেচ্ছা ২১ মন্তব্য

বিশ্ব যেটাকে স্বীকৃতি দিয়েছে আমি তাতে অস্বীকার করার কে?

ভালোবাসা স্বর্গীয়, দেব পদত্ত,আদি ও অনন্ত, সত্য, নিরন্তর।

ভালোবাসা পবিত্র যেখানে থাকবে শুধুই সুখ বিলাস, কিন্তু আমরা ভোগবিলাস এর মাধ্যমে ইহাকে অপবিত্র করে ফেলি।

সুতরাং অবাধ মেলামেশা ও যৌনতা কখনো প্রেম হতে পারে না।

আজ প্রতিজ্ঞা হোক, আমরা ভালো বাসবো প্রিয়জনকে,আমরা ভালোবাসবো পরিবার পরিজনকে, আমরা ভালোবাসবো আত্নীয় স্বজনকে এই সমাজ এই রাষ্ট্র সর্বপরি এই পৃথিবীর সকল মানুষ কে।

জয় হোক ভালোবাসার।সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা🌹🌹💓💓

৮০৫জন ৭০৬জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ