ভালোবাসা কখনো সিক্রেট হয় না,
এটা রুপ কথার গল্প না!
জীবন-যে পাশে থেকে আগলে রাখতে জানে।
আমার কাছে ভালোবাসার মানে কি মনে হয় জানেন?
“ভালোবাসা মানে হচ্ছে শ্রদ্ধা, বিশ্বাস, সম্মান, ভালোবাসা মানে হচ্ছে প্রিয় মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখা সারাটা জীবনের জন্য,”
তা না হলে নাহ্ জীবনে সব কিছু পাওয়ার পরেও কেনো জানি শূন্যতা কাজ করে।
ভালোবাসা মানে হচ্ছে ভালো থাকা, ভালো রাখা।
২০টি মন্তব্য
শামীম চৌধুরী
ভালোবাসা হলো স্বর্গীয়।
অপু রায়হান
সেই স্বর্গীয় সুখে মরতে চাই দাদা
শিরিন হক
ভালোবাসার আর এক নাম ত্যাগ।ত্যাগ স্বীকার না করলে ভালোবাসা আর ভালোবাসা থাকেনা।
ভালোবাসায় শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস নিজের প্রতি এবং অন্যের প্রতি রাখাটা আবশ্যক তবেই পার্থিব জীবনে সুখ নিয়ে আসবে।
খুব ভালো লিখেছেন ভলোবাসা মানে ভালো থাকা ভালো রাখা।
অপু রায়হান
আমিও সেটাই বুঝি
শাহরিন
একেক জনের কাছে ভালোবাসার মানে একেক রকম। আপনার মতে ভালোবাসার মানে গুলো ও ভালো লাগলো।
অপু রায়হান
আপনার কাছের টা বলেন একটু শুনি
রোবায়দা নাসরীন
ভালোবাসার মানে ভালো রাখা !!
বাহ্ দারুন তো !
অপু রায়হান
ভালো থেকে ভালো রাখতে হবে দিদি বুজলেন?
মাছুম হাবিবী
অনেক সুন্দর হইছে লেখাটা ভালো লাগলো ভাই।
অপু রায়হান
পোস্ট অনুযায়ী একটা মন্তব্য করলে আমার একটু বেশী ভালো লাগতো দাদা
মাসুদ চয়ন
সুন্দর অনুভব আপনার।ভালোবাসা বাঁচুক স্বচ্ছতায়।
অপু রায়হান
সবাই ভালোবাসুক তার নিজের মত করে তাকে
সাবিনা ইয়াসমিন
যে ভালোবাসে সে ভালো রাখে
যে ভালো রাখতে না পারে,
সে কখনো ভালোই বাসেনি।
ভালো লিখেছেন। শুভ কামনা 💐💐
অপু রায়হান
ভালো থেকে ভালো রাখতে হবে
আরজু মুক্তা
ভালোবাসায় অবগাহন।
ভালো না রাখলে ঐটা ভালোবাসা হয়না। স্বার্থপরতা হয়!
অপু রায়হান
ভালো রাখার খুব চেষ্টা করবো দিদি
জিসান শা ইকরাম
যে ভালোবাসে সে হাত শক্ত করে ধরে রাখে,
যে ভালো রাখতে পারেনা, সে ভালোবাসে না।
সহমত,
শুভ কামনা।
অপু রায়হান
হাত ছেড়ে কোথাও যাবো না কথা দিছি দাদা
শামীম চৌধুরী
ভালোবাসার মানে অনেক ও ব্যাপক। তার মধ্যে ভালো রাখাও ভালোবাসার একটি হাতিয়ার।
অপু রায়হান
হাতিয়ার টা ব্যবহার করতেও জানতে হবে ত