ভালোবাসা কখনো সিক্রেট হয় না,
এটা রুপ কথার গল্প না!
জীবন-যে পাশে থেকে আগলে রাখতে জানে।

আমার কাছে ভালোবাসার মানে কি মনে হয় জানেন?

“ভালোবাসা মানে হচ্ছে শ্রদ্ধা, বিশ্বাস, সম্মান, ভালোবাসা মানে হচ্ছে প্রিয় মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখা সারাটা জীবনের জন্য,”
তা না হলে নাহ্ জীবনে সব কিছু পাওয়ার পরেও কেনো জানি শূন্যতা কাজ করে।

ভালোবাসা মানে হচ্ছে ভালো থাকা, ভালো রাখা।

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ