সময় পরিবর্তনে জোয়ার ভাটা
কালের পরিবর্তনে ৠতূ
পরিবর্তনের চক্রে কিশোরী কন্যা
পরিবর্তিত নব- বধূ
বদলেছে নাক বদলেছে মুখ
পরিবর্তিত বাঁকা হাসি
আখের পরিবর্তনে মিষ্টি চিনি
বাঁশের পরিবর্তনে বাঁশি
কিছু পরিবর্তন নিত্য প্রয়োজনে
কিছু পরিবর্তন নিয়মের
কিছু পরিবর্তন গড়ে সভ্যতা
কিছু পরিবর্তন ধ্বংসের
গতির পরিবর্তনের বাতাসের চল
ঝড় হয়ে উঠে সর্বনাশ
উচ্চতার পরিবর্তনে মৃদুমন্দ ঢেউ
গর্জনে ডাকে জলোচ্ছাস
তোমার পরিবর্তনে আমি হচকিত
শংকিত পরিবর্তনের ধারায়
অজানা কারনে হটাৎ পরিবর্তনে
বিশ্বাস আর অবহেলায়
পরিবর্তন হবে আমার জগতেও
পরিবর্তিত হবো আমি
পরিবর্তন নেই হৃদয়ের আকাশে
অপরিবর্তিত স্বপ্নচারিনী
কত নদীর বুকে নতুন চর
কত বসতি গহীন জলে
ভালোবাসা তোমাতে ভালই যাচে
ভালোবাসার বাসা বদলে
–
সময়কাল- ১৪/১২/২০১৮
১৩টি মন্তব্য
🎖প্রহেলিকা🎖
আপনার প্রথম পোস্টে আমিই প্রথম মন্তব্যকারী। স্বাগতম জানাতে আসলাম সোনেলায়।
সোনালায় আপনি সু-স্বাগত।
লিখুন এখানে নিয়মিত।
সামছুজ্জামান বাবু
ধন্যবাদ প্রিয়,
ইঞ্জা ভাই – সোনেলা – আর আপনি মনে থাকবেন।
🎖প্রহেলিকা🎖
লিখবেন নিয়মিত আশা করি। পরস্পরের সাথে মতবিনিময়ের মাধ্যমে ব্লগিং হউক উপভোগ্য। হ্যাপি ব্লগিং।
ছাইরাছ হেলাল
ভাই, আমাকেও একটু মনে রাখবেন!
🎖প্রহেলিকা🎖
আপনি সেকেণ্ড হইসেন, আমি ফার্স্ট। আমাকে মনে রাখবে বাট আপনাকে ক্যান রাখবে। আজিব তো
ছাইরাছ হেলাল
স্বাগতম।
বানান গুলো একটু দেখুন।
মোঃ মজিবর রহমান
প্রানের শনেলায় আপনার পদচারনা হোক নিয়মিত । সব পরিবর্তন আমায় করে আনমনা।
তৌহিদ
বাবু ভাই, আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগছে। স্বাগতম!
লিখুন ভাই, আর হ্যা আমারেও মনে রাখবেন কেমন?
শুভেচ্ছা জানবেন।
শামীম চৌধুরী
খুব ভালো লাগলো কবিতাটি। আরো লিখা চাই বাবু ভাই।
নীলাঞ্জনা নীলা
স্বাগত জানাচ্ছি আমাদের সোনেলায়।
লিখুন আরোও।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়।
কবিতা তেমন বুঝি না, তবে বেশ কিছু কবি আছেন এখানে। তাঁদের সাথে মিশে যান।
কবিতার লাইনে ডাবল স্পেস কি ইচ্ছে কৃত? নিজের অন্য কোনো লেখা থেকে কপি করে এখানে পেষ্ট করার পূর্বে , শিরোনামের নীচে লেখা শব্দে ক্লিক করে পেস্ট করবেন। তাহলে ডাবল স্পেস থাকবে না।
নিজে লেখুন, অন্যদের লেখা পড়ুন।
শুভ কামনা।
মনির হোসেন মমি
আমরাওতো আছি ভাইয়া।কবিতা ভাল লেগেছে খুব একটু দাড়ি কমার অভাব এই আর কি!
সাবিনা ইয়াসমিন
সোনেলা উঠোনে আপনাকে স্বাগতম। নিয়মিত লিখুন, অন্যদের কেও উৎসাহিত করুন। এখানে সবাই সবাইকে দ্রুত আপন করে নেন।
শুভ কামনা রইলো, ভালো থাকবেন 🌹🌹