ভালোবাসার বাসা বদল

সামছুজ্জামান বাবু ৭ মে ২০১৯, মঙ্গলবার, ০৯:৪০:১৮পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

সময় পরিবর্তনে জোয়ার ভাটা 

কালের পরিবর্তনে ৠতূ 

পরিবর্তনের চক্রে কিশোরী কন্যা

পরিবর্তিত নব- বধূ

বদলেছে নাক বদলেছে মুখ 

পরিবর্তিত বাঁকা হাসি

আখের পরিবর্তনে মিষ্টি চিনি

বাঁশের পরিবর্তনে বাঁশি 

কিছু পরিবর্তন নিত্য প্রয়োজনে 

কিছু পরিবর্তন নিয়মের 

কিছু পরিবর্তন গড়ে সভ্যতা 

কিছু পরিবর্তন ধ্বংসের

গতির পরিবর্তনের বাতাসের চল 

ঝড় হয়ে উঠে সর্বনাশ 

উচ্চতার পরিবর্তনে মৃদুমন্দ ঢেউ 

গর্জনে ডাকে জলোচ্ছাস 

তোমার পরিবর্তনে আমি হচকিত

শংকিত পরিবর্তনের ধারায়

অজানা কারনে হটাৎ পরিবর্তনে 

বিশ্বাস আর অবহেলায় 

পরিবর্তন হবে আমার জগতেও 

পরিবর্তিত হবো আমি 

পরিবর্তন নেই হৃদয়ের আকাশে 

অপরিবর্তিত স্বপ্নচারিনী

কত নদীর বুকে নতুন চর 

কত বসতি গহীন জলে

ভালোবাসা তোমাতে ভালই যাচে

ভালোবাসার বাসা বদলে

সময়কাল- ১৪/১২/২০১৮

১জন ১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ