ভালোবাসার নদীজল

ছাইরাছ হেলাল ৩০ ডিসেম্বর ২০১৫, বুধবার, ০১:৪৪:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

আগাপাশতলা না ভেবে ল্যাম্প পোস্টের অস্পষ্ট মিহি মৃদু আলোয় একটি সেলফি পাল্টে দিতে পারে কালান্তরিতের স্বপ্ন জাল।
রোজনামচায় কত কী জড়ো করি জুড়ে দেই, সিটি বাজাই, ব্যবচ্ছিন্ন মন দুহিতার শব্দহীন নীল উপত্যকায়,
মন হরিণের পটভূমিতে সন্ধ্যা সাজাই, ওড়াই লাল সবুজের পতাকা।
নিশ্চুপ নির্বিকার হিংসা আর ঘৃণার বিদ্বেষ ও বিভেদ ছুঁড়ে ফেলে বায়না ধরা শিশুর হাতে তুলে দেই সোনালী বিস্ময়;
এ আমার দেশ
এ আমার পতাকা,
প্লাবন ভাসা জলসমুদ্রসবুজের এ সুন্দরবন, সিডরেও বুক আগলেছে এ কর্দমাক্ত জনপদ,
বিচূর্ণ করে রাতের সব পাষাণ, সবুজের সূর্য উঠবেই।
মৃত্যু ম’রে যাবে, ভালোবাসার নদীজল নিবিড় জলে পৌঁছুবে।

শুভেচ্ছায় নববর্ষ।

৫৫২জন ৫৫২জন

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ