যে কয়েকটি পরিবেশন আমার মন ছুঁয়েছে খুব বেশি, তাদের মধ্যে ছিলো তিন বছর বয়সীদের পরিবেশনা। উপস্থাপিকা দর্শকদের উদ্দেশ্যে বললেন জীবনের প্রথম স্টেজে উঠছে ওরা, ওদেরকে বিশেষভাবে উৎসাহিত করতে। এতো চমৎকার ছিলো ওই পরিবেশনাটা, আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম। আগেই বলেছি এমিলি অসাধারণ নৃত্যশিল্পী। ও একাধারে সবগুলো গ্রুপের সাথেই ছিলো। ও ব্যালে কিংবা জ্যাজ, এক্রো কিংবা হিপহপ প্রতিটিতেই দারুণ পারফর্মেন্স দেখিয়েছে। এমিলি যখন স্টেজে উঠলো সবাই এমিলিইইইই বলে লাফিয়ে উঠেছিলো। মধ্যে পনেরো মিনিটের একটা ব্রেক দেয়া হয়, এমিলি এসেই আমাকে জড়িয়ে ধরে। আমাকে বললো ও খুব খুশী হয়েছে। তখন অডিটরিয়ম থেকে বাইরে হলওয়েতে গিয়ে দেখি বিক্রীর জন্য প্রচুর ফুল আর খাবার সাজানো। কারো নাচ যদি ভালো লাগে, তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো আর কি! দাম দেখে মাথায় হাত! ফিরে এসে হলে বসলাম।
যাক আবার নাচের প্রসঙ্গে আসি। আরেকটি নাচ Girls just want to have fun গানের সাথে, পরিবেশন করেছিলো এক্রো গ্রুপ। এ গ্রুপের সাথেও এমিলি ছিলো। এ গানের প্রতিটি লাইন মনকে ছুঁয়েছে। অসাধারণ লিরিক্স, তেমনি অসাধারণ পরিবেশনা। যদিও গানটা এতোটা মন দিয়ে আগে কখনও শুনিনি, কিন্তু ওদের পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে।
“Some boys take a beautiful girl
And hide her away from the rest of the world
I want to be the one to walk in the sun
Oh girls they wanna have fun.”—-পুরোটা গানে প্রতিটি মেয়ের কী যে আকুতি, তাদের চোখে-মুখে ফুটে উঠেছিলো। আরেকটি গান “In my arms”-এর সাথে ব্যালে নেচেছিলো এমিলি। এক কথায় অসাধারণ!
“Clouds will raise up
Storms will race in
But you will be safe in my arms
Rains will pour down
Waves will crash all around
But you will be safe in my arms.”
“Believer” গানটির সাথে দলীয়ভাবে জ্যাজ নেচেছে এমিলি। অসাধারণ একটা প্রতিভা মেয়েটির। ওর সাথে “I’m the one at the sail, I’m the master of my sea” এই লাইনটির কী দারুণ মিল! সর্বমোট ৩৭টি গানের সাথে নাচ ছিলো। আমি দেখেছি ৩৪টি নাচ। আর এমিলি নেচেছিলো প্রায় বারোটি নাচ। “New Beginnings” গানটির সবশেষ লাইনটির সাথে অনুষ্ঠানটির এতোটাই মিল যে, “I know that you won’t forget even if the story is over.” আসলেও তো তাই! এমন অনুষ্ঠান কি জীবনে কখনও বিস্মৃত হতে পারব?
এমিলির নাচ শেষ হবার পরেও আরোও তিনটি নাচ ছিলো। কিন্তু আমার থাকা হয়নি ব্যথাটা বেড়ে গিয়েছিলো। তবে লিয়ার থেকে বিদায় নিয়ে যখন বাইরে বেড়িয়ে এলাম মনের ভেতর বাজছিলো “I want to be the one to walk in the sun.”
হ্যামিল্টন, কানাডা
১৬ জুন, ২০১৭ ইং।
ভালোবাসার জন্য নৃত্য : প্রথম পর্ব(দুটো পর্বে সমাপ্ত হবে)
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমাদের শুভেচ্ছা এমিলিকে পৌঁছে দেবেন।
গানের লিংকটি এ্যাড করে দেন।
নীলাঞ্জনা নীলা
আপনি বড়ো জ্বালান! ^:^
গানের লিঙ্ক খুঁজতে হবে এখন। উফ! ;(
এমিলিকে জানিয়েছি আর ওর মায়ের থেকে অনুমতি নিয়েই লেখাটা লিখেছিলাম।
যাক এই নিন গানটার লিঙ্ক https://www.youtube.com/watch?v=cMWWBigvbkY
মোঃ মজিবর রহমান
দারুন অনুভূতিশীল গান ।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ মজিবর ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এমিলির জন্য রইল শুভ কামনা। -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই পৌঁছে দিলাম।
ভালো থাকবেন। 🙂
নীহারিকা
ব্যালে ছাড়া অন্য নাচগুলো সম্পর্কে কোনো ধারণা নেই আমার। এবার ইউটিউবে দেখে নেবো কোন নাচ কেমন। এমিলির জন্য শুভকামনা।
নীলাঞ্জনা নীলা
আপু দেখে নেবেন। দারুণ লাগে।
ভালো থাকবেন।
অপ্সরা
এমিলির জন্য ভালোবাসা সাথে তোমার জন্যও !
নীলাঞ্জনা নীলা
ভালবাসা আলতো করে নিয়ে নিলাম। বড়ো কোমল হয় ভালোবাসা। 🙂 তোমাকেও সেই কোমলতা পাঠিয়ে দিলাম, নিয়ে নিও।
ইঞ্জা
মনোমুগ্ধকর পরিবেশনায় নিজেকে হারিয়ে ছিলেন বুঝতে পারছি প্রিয় আপু, এমিলিকে আমাদের শুভেচ্ছা জানাবেন। (3
নীলাঞ্জনা নীলা
সেদিন আসলেই দারুণ লেগেছিলো অনুষ্ঠানটি। শুধু ভিডিও করতে পারিনি। 🙁
ভালো থাকবেন ভাইয়া।
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন আপু।
নীলাঞ্জনা নীলা
🙂 -{@
অপার্থিব
এমিলিটা কে? নাচের কোন ভিডিও থাকলে লিংক দিয়েন। চক্ষু জোড়া ধন্য করি…
নীলাঞ্জনা নীলা
এমিলি আমার নার্সিং সুপারভাইজারের মেয়ে। আমার কাছে কোনো লিঙ্ক নেই।
ধন্যবাদ!
জিসান শা ইকরাম
শুভেচ্ছা এমিলিকি,
আর ধন্যবাদ তোকে, এমন লেখার জন্য।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ তোমাকে।
শুভেচ্ছা পৌঁছে দেবো।
ভালো থেকো।