পৃথিবীতে এমন কম মানুষ ই আছে যারা তাদের মনের কথাটা ভালোবাসার মানুষকে মুখ ফুটে বলতে পারে।

কেননা তারা সত্যিকারের ভালোবাসে। আর সত্যিকারের ভালোবাসার কথা মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়।

 

যা দেখে ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবেন:

তোমাকে যখন কেউ ভালোবাসার প্রস্তাব দিতে আসবে, তার মুখের কথা বিশ্বাস করে নয়। তার শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গের কথা শুনে গ্রহন কর।

সে যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে; তার চোখ ,মুখ ,নিরবতা ,অস্থিরতা সবকিছুই বলবে ভালোবাসি তোমায়।

১০০১জন ১০০১জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ