পৃথিবীতে এমন কম মানুষ ই আছে যারা তাদের মনের কথাটা ভালোবাসার মানুষকে মুখ ফুটে বলতে পারে।
কেননা তারা সত্যিকারের ভালোবাসে। আর সত্যিকারের ভালোবাসার কথা মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়।
তোমাকে যখন কেউ ভালোবাসার প্রস্তাব দিতে আসবে, তার মুখের কথা বিশ্বাস করে নয়। তার শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গের কথা শুনে গ্রহন কর।
সে যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে; তার চোখ ,মুখ ,নিরবতা ,অস্থিরতা সবকিছুই বলবে ভালোবাসি তোমায়।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
ঠিক
একমত।
<3
ব্লগার রাজু
থ্যাংকস ভাইয়া (3 -{@
ব্লগার সজীব
:In-Love: :Love-Gift: এই রকম ।
ব্লগার রাজু
(3 🙂
সিনথিয়া খোন্দকার
চমৎকার লাগলো কথা টা। 🙂
ব্লগার রাজু
অনেক ধন্যবাদ 🙂
শুন্য শুন্যালয়
আরে বাপরে গবেষণা মূলক মনে হচ্ছে রিতিমত. তবে কথা সত্য 🙂
ব্লগার রাজু
হিহিহি ধন্যবাদ 🙂 -{@
প্রহেলিকা
সহমত পোষণ করলাম ভাইয়া। -{@
ব্লগার রাজু
ধন্যবাদ ভাইয়া -{@