অমানিশার ঘোর অন্ধকার ফেঁড়েফুঁড়ে
সোনালী সকাল বিকেল গোধূলি সন্ধ্যায়,
নির্বাক ছুটে চলা নিরন্তরের পানে।
মোহময়তায় আবিষ্ট দাঁড়কাকের কর্কশ শব্দে
ঘুম ভেঙে জেগে ওঠে পাঁচালি কথনের স্বপ্নালু চোখ।
আমি কে! কোথা থেকে এসেছি, গন্তব্য কোথায়?
প্রশ্নে দিশেহারা দিগ্বিদিক জ্ঞানশুন্য;
দিবারাত্রির ক্ষনগুলি কেটে যায় অহর্নিশ।
হরিহর আত্মার কম্পন বুকে বাজে ড্রামের ছন্দে।
নির্লিপ্ত চাতকের রাত্রি জাগরণে বড্ড ক্ষুধার্ত আমি!
পেটপুজো নাকি কালের হেয়ালী খেয়াল?
আগেপরের দৌঁড় ঝাপে জয়ী হয় ক্ষুধা।
অবান্তর প্রশ্নোত্তর পর্বে নিরুত্তর প্রকৃতিতে
বিতার্কিক কাউকে বিচরণের অনুমতি
তোমার আমার কারোরেই যে নেই!
শুধু জানি, আমি ছিলাম আছি থাকবো ততদিন-
যতদিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হৃদয় পূর্ণ আছে;
ভালোবাসার এক থালা জোৎস্নার আলোয়।
[ছবি- নেট থেকে নেয়া]
২৪টি মন্তব্য
শামীম চৌধুরী
সত্যিইতো আমি কে? কোথা থেকে এসেছি? প্রশ্নগুলি আমাকেও মাঝে মাঝে দোলা দেয়। উত্তর খুঁজার চেষ্টা করি। তবে কুলকিনারা পাই না।
এক থালা জোস্নার আলোয় ভালবাসায় ক্ষুধায় কাতর থাকলেও ভুলিয়ে দেয়। দারুন কবিতা হয়েছে তৌহিদ। শুভ কামনা রইল।
তৌহিদ
মাঝেমাঝে নিজেকে নিয়ে এসব চিন্তায় মশগুল হয়ে পড়ি। ভালো থাকুন ভাইজান। শুভকামনা রইলো।
ইঞ্জা
পেটপুজো নাকি কালের ভাবনার হেয়ালী খেয়াল কোনটির আগে কোনটি?
এই অবান্তর প্রশ্নউত্তর পর্বে সাড়া দেবার মত বিতার্কিক কাউকে
প্রকৃতি তাঁর মাঝে বিচরণের অনুমতি দিয়েছেন কিনা কে জানে!
শুধু জানি আমি ছিলাম আছি থাকবো ততদিন,
যতদিন ক্ষুধায় কাতর আমার হৃদয় পূর্ণ থাকবে
ভালোবাসার এক থালা জোৎস্নার আলোয়।
আল্লাহ জীবন যকজন দিয়েছেন, তখন ক্ষুদা নিবারণের পথও দিয়েছেন, প্রথমে মা তার ক্ষুদা নিবারণ করেন, পরে প্রকৃতি সেই ভার নেয়।
অসাধারণ লিখলেন ভাই।
তৌহিদ
প্রকৃতির দয়াতেই বেঁচে আছি দাদা। তার কাছে সমর্পণ করা ছাড়া গতি নেই।
ভালো থাকুন ভাই।
ফয়জুল মহী
অনবদ্য প্রকাশ । মনোলোভা কথার চয়ন।
তৌহিদ
ধন্যবাদ মহী ভাই।
সুপায়ন বড়ুয়া
“আমি ছিলাম আছি থাকবো ততদিন-
যতদিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হৃদয় পূর্ণ আছে;
ভালোবাসার এক থালা জোৎস্নার আলোয়।”
কাটুক দিন ক্ষুধা বিহীন
স্বপ্ন পূরণ চলুক ভালোয়।
ভালই হলো। শুভ কামনা ভাইজান।
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা দাদা। ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
অসীম থেকে এসেছি অসীমেই যাবো মিলিয়ে। একথালা জ্যোৎস্নার আলোয় ক্ষুধার্ত হৃদয়কে পূর্ণ করে বেঁচে আছি থাকবো । চমৎকার কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবেসে । শুভ কামনা রইলো
তৌহিদ
ধন্যবাদ দিদিভাই। শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু।
শুধু জানি, আমি ছিলাম আছি থাকবো ততদিন-
যতদিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হৃদয় পূর্ণ আছে;
ভালোবাসার এক থালা জোৎস্নার আলোয়।****
কি আর করা এমনি করেই চলতে চলতে একদিন যেখানে যাওয়ার সেখানেই চলে যেতে হবে।
অসাধারণ অভিব্যক্তি। শুভ কামনা অবিরত।
তৌহিদ
প্রকৃতির মাঝেই সমর্পণ করতে হয় সবাইকে। সুন্দর বললেন আপু। শুভকামনা।
খাদিজাতুল কুবরা
“আমি কে! কোথা থেকে এসেছি, গন্তব্য কোথায়?
প্রশ্নে দিশেহারা দিগ্বিদিক জ্ঞানশুন্য;
দিবারাত্রির ক্ষনগুলি কেটে যায় অহর্নিশ।
হরিহর আত্মার কম্পন বুকে বাজে ড্রামের ছন্দে।”
ভীষণ সুন্দর কবিতা লিখেছেন তৌহিদ ভাইয়া।
মন প্রাণ জুড়িয়ে গেলো।
সত্যি তো এতো প্রশ্নের উত্তর খুঁজে তো লাভ নেই।
পরিশেষে ক্ষুধার কাছেই হেরে যাই।
খুব সুন্দর খুব সুন্দর শব্দের নিপুণ বুনন।
তৌহিদ
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম আপু। ভালো থাকুন সবসময়।
হালিম নজরুল
“শুধু জানি, আমি ছিলাম আছি থাকবো ততদিন-
যতদিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হৃদয় পূর্ণ আছে;
ভালোবাসার এক থালা জোৎস্নার আলোয়।”
————-এটুকুই চমৎকার এক কবিতা।
তৌহিদ
ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।
রেজওয়ানা কবির
ভাইয়া সত্যি আপনি ভালো লেখেন।
আমি কে! কোথা থেকে এসেছি, গন্তব্য কোথায়? এইটা আমারও প্রশ্ন।
তৌহিদ
ভালো কিনা জানিনা, একটু চেষ্টা করি লেখার। শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
জন্ম, মৃত্যু সব আল্লাহর হাতে। আবার প্রকৃতিও মা। কতো কিছু দিয়ে আগলে রাখে। একদিন না খেয়ে থেকেও প্রকৃতি দেখাও কম নয়।
তৌহিদ
সৃষ্টিকর্তার কাছেই নিজেকে সমর্পণ করতে হয় আসলে।
ভালো থাকুন আপু।
ছাইরাছ হেলাল
ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার/নেয়ার একমাত্র পথ,
আমাদের না-থেমে-থাকা জীবনে।
তৌহিদ
সহমত ভাইজান। একমাত্র ভালোবাসাই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়।
শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
আমার কোন ঠিকান নেই তবুও চলছি ঠিকানার খুজে ——–
অনেক শুভেচ্ছা রইল কবি দা
তৌহিদ
এই ঠিকানা যাতে খুঁজে পান সে প্রার্থণাই করি। ভালো থাকুন ভাই।