ভালোবাসার এক থালা জোৎস্না

তৌহিদুল ইসলাম ২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৬:২৪:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

অমানিশার ঘোর অন্ধকার ফেঁড়েফুঁড়ে
সোনালী সকাল বিকেল গোধূলি সন্ধ্যায়,
নির্বাক ছুটে চলা নিরন্তরের পানে।
মোহময়তায় আবিষ্ট দাঁড়কাকের কর্কশ শব্দে
ঘুম ভেঙে জেগে ওঠে পাঁচালি কথনের স্বপ্নালু চোখ।

আমি কে! কোথা থেকে এসেছি, গন্তব্য কোথায়?
প্রশ্নে দিশেহারা দিগ্বিদিক জ্ঞানশুন্য;
দিবারাত্রির ক্ষনগুলি কেটে যায় অহর্নিশ।
হরিহর আত্মার কম্পন বুকে বাজে ড্রামের ছন্দে।

নির্লিপ্ত চাতকের রাত্রি জাগরণে বড্ড ক্ষুধার্ত আমি!
পেটপুজো নাকি কালের হেয়ালী খেয়াল?
আগেপরের দৌঁড় ঝাপে জয়ী হয় ক্ষুধা।

অবান্তর প্রশ্নোত্তর পর্বে নিরুত্তর প্রকৃতিতে
বিতার্কিক কাউকে বিচরণের অনুমতি
তোমার আমার কারোরেই যে নেই!

শুধু জানি, আমি ছিলাম আছি থাকবো ততদিন-
যতদিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হৃদয় পূর্ণ আছে;
ভালোবাসার এক থালা জোৎস্নার আলোয়।

[ছবি- নেট থেকে নেয়া]

১০০২জন ৭৮৩জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ