ভালোবাসার অকবিতা

নীলকন্ঠ জয় ৯ ফেব্রুয়ারি ২০১৪, রবিবার, ০৩:৩৩:৩৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

‘ভালোবাসি’ বললেই বলো, ‘পাগলামি, ন্যাকামী ‘
মনের দুঃখে বসে বসে চুরুটখানি টানি।

‘ভালোবাসি’ বললেই দাও মুখের উপর ঝাড়ি
আলটিমেটাম ছাড়াই কয়েক সপ্তাহের আড়ি।

চুরুট টানার কথা শুনেই বলো ‘মাদকাসক্ত ‘
‘দূর হয়ে যাও , দেখলে তোমায় মাথায় ওঠে রক্ত ! ‘

‘মিস করি’ শুনলেই বলো, ‘আহম্মকি ছাড়ো’
‘ফটকাবাজি ছেড়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করো।’

গোলাপ হাতে দেখলেই বলো, ‘লাভ হবে না ম্যান ‘
‘আমার কাছে না আসিয়া অন্যখানে যান।’

কষ্টের কথা শুনলে তুমি খিলখিলিয়ে হাসো
বেজার মুখে দেখলেই বলো, ‘পাবনা ঘুরে আসো।’

লাজ শরমের মাথা খেয়ে তবুও ভালোবাসি
তোমার জন্য এই জনমে হলাম গারদবাসী।

৫৯৫জন ৫৯৫জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ