আজ যাচ্ছো চলে,
আমার ছেড়ে বহু দূরে,
সাত সাগর পাড়ি দিয়ে,
অজানার উদ্দেশ্যে দূরে বহু দূরে!!!
বাধা দেবো না আমি তোমায়,
সে অধিকারটুকু ও নেইকো আমার,
যাবার বেলায় পিছন থেকে ডাকবো না তোমায়,
দূর থেকে রবে আমার ভালোবাসাময় শুভ-কামনা |||
জানি না তুমি ফিরবে কবে,
সেই অজানা প্রান্ত থেকে,
পথ চেয়ে বসে থাকবো আমি,
তোমারি অপেক্ষায় শুধু তোমারি অপেক্ষায়।
হয়ত বা ভুলে যাবে আমার কথা,
মনে ও পড়বে না অতীতের কথা,
নতুনের মাঝে খুঁজে পাবে নতুনত্ব,
ভুলে যাবে অতীতের সব স্মৃতি কথা।
আমি তো তখন থাকবো একা,
থাকবে তোমার স্মৃতি গুলো আশেপাশে,
সেগুলোকে নিয়েই চলবে আমার পথচলা,
শুধু দূর থেকে রবে আমার ভালোবাসাময় শুভ-কামনা |||
৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
পুরোনো কে ভুলে যাওয়া কঠিন। ভালো থাকুক সে, আমরাও তার জন্য ভালোবাসাময় শুভকামনা জানালাম। ফিরে আসুক আবার এমন স্মাইলি 🙂 নিয়ে।
মিজভী বাপ্পা
সে ফিরে আসবে না এটাই নিগূঢ় সত্য। সে চলে যাবে আমার ছেড়ে এটাই নিয়তির দ্বারা সম্পাদিত 🙁
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
অরণ্য
সাঁতার কাটা দরকার। ডাইভিং জানা থাকলে আরো ভাল। কলম-পেন্সিল হারাতেই পারে। কিন্তু লেখার মন হারালে চলবে না।
এক বন্ধুর জন্য লিখেছিলাম কুড়ি বছর আগে – আপনাকে শেয়ার করতে ইচ্ছে করল।
যে যেতে চায়
তাকে যেতে দিতে হয়।
পিছু ডেকে তাকে থামিও না কভু
এভাবে সে যাবে জানে তা প্রভু।
লিখেছেন ভালো। :c কিন্তু এ ক্লান্ত হৃদয়। 🙂 :c
মিজভী বাপ্পা
অসাধারণ লিখেছেন ভাই 🙂 ধন্যবাদ
খেয়ালী মেয়ে
যেখানেই যাক ভালো থাকুক, ভালো থাকাটাই মূখ্য……
ভালোবাসাময় শুভকামনা পৌঁছে যাক তাঁর দুয়ারে……
মিজভী বাপ্পা
ধন্যবাদ দিদি। আমার ভালোবাসা তার কাছে পৌঁছালেও সে প্রত্যক্ষ হবে না। সব সময় সেটা অদৃশ্যই থাকবে 🙁
নীলাঞ্জনা নীলা
বিরহ-ব্যথা তালহীন করে ফেলেছে কবিতার ছন্দকে। শব্দচয়নে যত্ন নিলে রত্ন মিলে। চলুক লেখা। 🙂
মিজভী বাপ্পা
বিরহে ক্ষত বিক্ষত তাই শব্দ চয়নে হয়েছে ভুল 🙁 ধন্যবাদ