ভালোবাসায় দাড়ি, কমা বসাতে নেই
একদম মানা প্রশ্নবোধক চিহ্ন বসাতে
কেননা তখন অনেক জিজ্ঞাসার জবাব দিতে হবে,
ভালোবাসায় কোন প্রশ্ন চলে না
তাই বৃথা কোন সমাধান খুঁজেও লাভ নেই।
কোলন, সেমিকোলনের ব্যবহারও করতে নেই
ভালোবাসাকে আজ ছেড়ে দিয়েছি মাঠে
সে ঘোরাঘুরি করুক মনের আনন্দে, অবাধে
তার নিজস্ব আকাশ জুড়ে।
হঠাৎ বিস্ময়বোধক চিহ্ন দিয়ে তার মাথাটা নষ্ট করে দিব না আমি
কেননা ভালোবাসা যে বাঁধাহীন পাখির মতো মুক্ত
সে উড়ুক সীমাহীন নীল আকাশে, স্বপ্ন দেখুক বুক ভরে।
১০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ভালোবাসা সে আবার কি,? : :- !!! ;?
বৈশাখী ঝড়
দিল্লিকা লাড্ডুর ঠিক আগের ধাপ
নীলকন্ঠ জয়
ভালোবাসা হয়ে নিক আগে। তারপর বুঝবো ভালোবাসা কি জিনিস? কবিতায় ভালোলাগা।
বৈশাখী ঝড়
তবে তাই হোক। ধন্যবাদ
অদ্ভুত সেই ছেলেটি
ভালবাসা = দুইটা বেডরুম , একটি কিচেন , একটি ডাইনিং এবং দুইটি বাথরুম সংলগ্ন বাসা 😀
বৈশাখী ঝড়
বাঃ সুন্দর বলেছেন তো।
জিসান শা ইকরাম
আচ্ছা ঠিক আছে , কিছুই বসাবো না 🙂
বৈশাখী ঝড়
তাই নাকি? ধন্যবাদ ভাল থাকবেন সতত
ছন্নছাড়া
হুম ………… ভালোবাসা ;?
বৈশাখী ঝড়
অশেষ ধন্যবাদ