ভালোবাসা

মোকসেদুল ইসলাম ১২ ডিসেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ১২:৪৭:৩১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

ভালোবাসায় দাড়ি, কমা বসাতে নেই
একদম মানা প্রশ্নবোধক চিহ্ন বসাতে
কেননা তখন অনেক জিজ্ঞাসার জবাব দিতে হবে,
ভালোবাসায় কোন প্রশ্ন চলে না
তাই বৃথা কোন সমাধান খুঁজেও লাভ নেই।
কোলন, সেমিকোলনের ব্যবহারও করতে নেই
ভালোবাসাকে আজ ছেড়ে দিয়েছি মাঠে
সে ঘোরাঘুরি করুক মনের আনন্দে, অবাধে
তার নিজস্ব আকাশ জুড়ে।
হঠাৎ বিস্ময়বোধক চিহ্ন দিয়ে তার মাথাটা নষ্ট করে দিব না আমি
কেননা ভালোবাসা যে বাঁধাহীন পাখির মতো মুক্ত
সে উড়ুক সীমাহীন নীল আকাশে, স্বপ্ন দেখুক বুক ভরে।

৫৪৪জন ৫৪৪জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ