ভালোবাসা ভালোবাসি

আমার মন ২৫ ডিসেম্বর ২০১৩, বুধবার, ০১:১৭:০৬পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

ভালোবাসবো না
হাজার পাখির সুরে ডাকলেও চোখ ফিরে তাকাবো না
সকালের শিশির ভিজিয়ে দিলেও জল কণা মুছে দিতে যাবো না
খোলা হাওয়া তোমায় ভাসিয়ে নিলেও হাতখানি ধরতে যাবো না।

ভালোবাসবো না
ফিসফিস করে রসায়ন-পর্দাথের সুত্র গুলো মনে করিয়ে দিতে যাবো না
জীবনের রসায়নে বেঁধে রসাত্বক হবো না
শীতের দিনে উষ্ণতার সাথী ভেবে কাছে চাইবো না।

ভালোবাসবো না
চিতই পিঠায় শুকনো মরিচ হাতে পাশে বসবো না
চোখ বড় করে তাকালেও গায়ে মাখবো না
দুই পয়সার অভাবেও সহায় হবো না।

ভালোবাসবো না
নীল গোলাপের চাহিদা পূরণে সংসার তন্ন তন্ন করব না
রবী-নজরুলের কবিতা কন্ঠস্থ করে শুনাতে যাবো না
মিছিল-অবরোধে পাহারা দিয়ে ঘরে পৌছাতে রাস্তায় সাথী হবো না।

বলেছিলাম ভালোবাসি, বলেছিলে ভালোবাসি তবুও
সকাল-দুপুর দিবানিশি গল্পগুলো মনে রেখ না
অনুভতি গুলো আকড়ে রেখে জলে ভাসবে না
নিয়তির হাতে ধ্বংস হওয়া ভালোবাসাকে ভালোবাসতে ভুলো না।

৬৫৫জন ৬৫৫জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ