★ এক
– চকলেট! এতগুলো!!
= চোখ বন্ধ করো,
– পায়েল! তাও একজোড়া!!
= আহা..চোখ খুলো না..
– আম! তোমাদের গাছের?
= হ্যা। আমাদের গাছের আম। পাকলে খুব মিষ্টি হয়। এই’ কটা দেখতে বেশি সুন্দর ছিলো। ঢাকায় আসার সময় চুপিচুপি স্কুলের ব্যাগে ভরে লুকিয়ে এনেছি।
– যদি ধরা পড়তে?
= তাহলে আবার গাছে চড়তাম। জান গেলেও আম আমি আনতামই। 🙂 🙂
★ দুই
– একটা আইসক্রিমের দাম এতো! দেখিতো খেয়ে কি আছে এটাতে।
= তুমি যা পছন্দ করো এটা তাই, ম্যাংগো ফ্লেভার।
– কিন্তু একটা কেন? তোমারটা কই?
= আমার আর টাকা নেই, তুমি খেয়ে আমাকে একটু দিও,
– এইটুকুন থেকে তুমিও খেতে চাও ! আচ্ছা দিবোনে 🙄🙄
★ তিন
– আমিতো তোমার জন্যে কিছুই আনিনি..
= কি আনতে তুমি? আমি যা নিবো তা তোমার সাথেই আছে।
– কি?!
= আমি তোমার মাথার কয়েকটা চুল নিতে চাই। ওগুলো সারাক্ষণ আমার বুকপকেটে থাকবে।
– ঠিক আছে, ছিড়ে নাও।
= ছিড়ে নিলে ব্যাথা পাবে, ব্যাথা দিয়ে কিছু নিতে চাই না। 🙁 🙁
★ চার
– ভয় করছে।
একটু পর আমার রিপোর্ট দিবে।
= কোনো ভয় নেই। উপরের বিধাতার উপরে ভরসা রাখো। নীচে আমি আছি।
– আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তোমার?
= আমারও। হাসপাতালে ভর্তি হয়েছি।
– তুমি এতদূরের হাসপাতালে কেন ভর্তি হলে?
= তুমিও তো এই হাসপাতালে। আমি পাশে না থাকলে কে তোমায় সাহস দিবে 😍😍
★ পাঁচ
– আজ তাহলে আসি?
= এখুনি চলে যাবে?
– হু, দেরি হয়ে যাচ্ছে। বাসায় সবাই চিন্তা করবে।
= তোমার বাড়ি কি এই পথেই?
– না, বাসে গেলে এখান থেকে এক/দেড় ঘন্টার পথ।
= চলো আমি একটু এগিয়ে দেই।
– কিন্তু তোমার বাড়িতো উল্টো পথে। তোমার ফিরতে দেরি হবে না?
= একটু দেরি হবে, কিন্তু স্মৃতিটা সোনা রঙে জড়িয়ে থাকবে আমৃত্যু।
– চলো ❤❤
*** আচ্ছা, আমি কি কখনো সোনেলায় লিখেছি, ভালুকায় আমার একটা বন্ধু আছে? মনে হয় লিখিনি। আজকের লেখাটি তাকে উৎসর্গ করলাম ** মিস ইউ মাই ডিয়ার ভালুকা ফ্রেন্ড **
৩২টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় হোক । শুভ কামনা ।
সাবিনা ইয়াসমিন
প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভ কামনা আপনাকেও 🌹🌹
জিসান শা ইকরাম
বাহ, কথাবার্তা দিয়ে সুন্দর একখান পোস্ট সাজিয়ে দিলেন।
কথোপকথন এর মাঝেই বুঝিয়ে দিয়েছেন দুজনের প্রগাঢ় বন্ধুত্ব।
মাথার চুল নেয়াটা অভিনব লাগলো। চুল দিয়ে নাকি কালো যাদু করা হয়! সাবধান সাবধান।
ভালুকা ফ্রেন্ড লাগবে আমারও 🙂
সাবিনা ইয়াসমিন
হু, সে আমার যথার্থ বন্ধু। আমাদের বন্ধুত্বটা বিনি সুতোর মালার মতন। অদৃশ্য বন্ধনে বাধা হয়ে গেছে।
কালো যাদু! ওটাতে কি আর হবে!! আমিতো তাকেই জাদু বানিয়ে রেখেছি 🙂
খুঁজে দেখুন, পাইলেও পাইতে পারেন ভালুকা ফ্রেন্ড 😜😜
শুভ কামনা অবিরত 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
খুব রোমান্টিক পোষ্ট । আমার ও এমন একজন বন্ধু লাগবে। আহ্ কি সুখ। ভালো থাকবেন কালা যাদু থেকে। আর হাসপাতালে ভর্তি কেন হবে ?
সাবিনা ইয়াসমিন
দুজনেরই এমন অসুখ হয়েছিলো যে হাসপাতালে না গিয়ে উপায় ছিলো না। মনেহয় বিধাতা তাদের সব সময়ে একসাথে রাখার ইচ্ছা রাখেন।
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
ছোট ছোট কথোপকথনে ভালুকার বন্ধুর সৌজন্যে লেখা গুলো ভালই মজার।
প্রিয়জন নিয়ে স্মৃতির মিনার থাকুক অবিনশ্বর।
ভাল লাগলো। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ দাদা। আমার ভালুকা-বন্ধুর জন্যে দোয়া করবেন।
শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
মনোমুগ্ধকর প্রকাশ , মুগ্ধ হলাম ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
শুভ কামনা অবিরত 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
আহা!
এমন দারুণ কথোপকথনে মুগ্ধ দিদি।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রদীপ।
শুভ কামনা তোমাকে 🌹🌹
ইসিয়াক
পাঁচ নম্বরটা বেশি ভালো লাগলো। অসাধারণ কথোপকথন।
শুভবিকাল
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ইসিয়াক ভাই। অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
কাঁচা আম নিয়ে ধরা পড়ার ভয় কেনো, গ্রেনেড তো নয়।
পছন্দের ম্যাংগো ফ্লেভার আইসক্রিম একটা কিনেই টাকা শেষ, বেশ রোমান্টিক।
তিন নাম্বারে আমি ভাবলাম ভালো কিছু চাইতে পারে, শেষ পর্যন্ত মাথার চুল!
দু’জনেই পজেটিভ হয়ে একই হাসপাতালে ভর্তি হওয়াটাও কিন্তু বেশ ভালো লক্ষণ।
পথ উল্টো হলেই বা মন্দ কি, একে অপরকে কয়েকবার আগায়া দিতেই পারে, এক সাথে যতোটা সময় থাকা যায় ততোটা সময়ই তো নিজের।
………সব শেষে ভালুকার বন্ধুর জন্য শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ওয়াও!! কামাল নাকি! এত সুন্দর করে কমেন্ট দিলেন যে কি জবাব দেবো ভেবে পাচ্ছি না 🙂
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার শুভ কামনায় ভালুকা বন্ধু ভালোই থাকবে ইনশাআল্লাহ।
ভালো থাকুন আপনিও 🌹🌹
এস.জেড বাবু
সৌভাগ্যবতী ভব ‘
যুগ যুগ টিকে থাকুক এমন বন্ধুত্ব।
কই কি
যদি আরও কিছু মনে পড়ে
যদি আবার কোনও দিন কথাটথা হয়
তো সোনেলায় ভাগ দিয়েন আইজকার মতো, পইড়া লমুনে।
শুভকামনা দুনিয়ার সব মিষ্টি সুসম্পর্কগুলোর জন্য।
সাবিনা ইয়াসমিন
এমন দোয়াদার দরদী থাকলে বন্ধুত্ব বেঁচে রইবে চিরকাল, আর বলার জন্য গল্পের কমতিও হবে না। সব লিখে শোনাবো সোনেলার সোনালী বন্ধুদের 🙂
ভালো থাকুন বাবু ভাই,
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
হাহাহা
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপু
আর শুভকামনা সোনালী বন্ধুত্বে___
তৌহিদ
ভালুকার সেই বন্ধুর জন্য শুভকামনা। তিনি অবশ্যই ভাগ্যবান/বতী! আপনাকে বন্ধু হিসেবে পেয়েছে। কথাচ্ছলে নিজের মনের না বলা কথাগুলো সোনেলার মাধ্যমে তাঁকে জানালেন দেখে ভালো লাগলো। আপনার বুদ্ধির তারিফ করতেই হচ্ছে!
ভালো থাকুন আপু।
সাবিনা ইয়াসমিন
আপনার উপলব্ধির তারিফও না করে পারছি না তৌহিদ ভাই। আপনি ঠিকঠাক ধরে ফেলেছেন, মনের কথা জানাতে সোনেলাই আমার একমাত্র প্রিয় মাধ্যম 🙂 🙂
ভালো থাকুন সারাক্ষণ,
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
আমরা তো ভালুকা-টালুকা কিচ্ছু না, কী না কী লিখি ভাবতেই আছি !
কত সহজে লিখে ফেলে যায়/ভাব প্রকাশ করা যায়, এ লেখাটি তার একটি নমুনা হতেই পারে।
আমরা শিখতেই আছি।
আমরাও একদিন ভাল্লুক্কা যামু, ঠিক দেখে নিয়েন !
সাবিনা ইয়াসমিন
বেশ বেশ, আপনার ভাল্লুক্কা-ভ্রমনের অপেক্ষায় রইলাম। ভালুকা বন্ধুর দেখা পেলে সেইইই তরতাজা গল্পগুলো আমাদের সাথে শেয়ার দিয়েন মহারাজ 🙂
ভালোই তো থাকবেন ডায়েট-ফ্যাটে।
আনন্দে থাকুন, শুভ কামনা রইলো 🌹🌹
আরজু মুক্তা
আমার কাছে রোমান্টিক মনে হচ্ছে
সাবিনা ইয়াসমিন
হতে পারে 🙂
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
বন্যা লিপি
ভালুকার বন্ধুর জন্য অত্যধিক শুভ কামনা রইলো। এমন বন্ধুত্ব টিকে থাকুক পথ যদিও উল্টোও হয়ে থাকে। ক্ষতি কি? বন্ধু চিরকাল একটাই পথ জুড়ে থাকে। ভীষণ মন কাড়া লেখা। অনেক ভালবাসা তোমাকে সাবিনন।
অনেকদিন পাইনা তোমাকে।❤❤❤
সাবিনা ইয়াসমিন
অফুরন্ত ভালোবাসা তোমাকেও ❤❤
ভালো থেকো, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
ভালুকা কোথায় গো মিষ্টি আপু-১! আমিও যাবো যদি এমন বন্ধু পাওয়া যায় ভালুকাতে। ছোট্ট একটা আইসক্রিম থেকে ভাগাভাগি করে খাওয়া হলো ভালোবাসা। পকেটে অনেক টাকা থাকলেও একটাই আইসক্রিমই কিনতো।
দুর্দান্ত প্রকাশ
সাবিনা ইয়াসমিন
আসলেই, ভাগাভাগি করে খাওয়ার মাঝেই ভালোবাসা থাকে :)।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সুরাইয়া।
শুভ কামনা রইলো 🌹🌹
হালিম নজরুল
– কিন্তু তোমার বাড়িতো উল্টো পথে। তোমার ফিরতে দেরি হবে না?
= একটু দেরি হবে, কিন্তু স্মৃতিটা সোনা রঙে জড়িয়ে থাকবে আমৃত্যু।
“স্মৃতিটা সোনারঙে জড়িয়ে থাকবে আমৃত”
এই বাক্যটি মন কেড়েছে আমার্।
সাবিনা ইয়াসমিন
শুনে ভালো লাগছে।
ধন্যবাদ নজরুল ভাই।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
অসাধারণ! মুগ্ধ হলাম প্রিয়। আমি এতো গুণের লেখার ধারে কাছেও যেতে পারিনা। মুগ্ধ হয়েই পড়লাম।
শুভেচ্ছা রইল। ভালো থাকুন।