যেথায় নাহি মোহ
নাহি আবেগ
নাহি টান
করিতে হয় , বলিয়ায় করি বাস
বলি হয়ে সমাজের।
না জাগে ইচ্ছা,
মনে না জাগে
করিতে সংসার
তবুও করতেই হই
বলি হয়ে সমাজের।
অন্তরাত্বা সারহীন
না দেয় সায়,
না পারি প্রতিবাদ করতে
না পারি প্রশ্রয়ই দিতে
না পারি মেনে নিতে
কেন এই দ্বিধাদ্বন্দ?
মন কি বন্ধ্বক দেয়া যায়?
বলি হলাম সমাজের।
১১টি মন্তব্য
শুন্য শুন্যালয়
মাঝে মাঝে আসলেই কিছু ভালো লাগেনা। এভাবেই বন্দক দিয়েই জীবনটা পার করে যেতে হয় ভাইয়া।
আপনি সবসময় হতাশার মাঝে থাকেন কেনো ভাইয়া? মাঝে মাঝে বিচিত্রতা নিয়ে আসুন।
তন্দ্রার জন্মদিন হলেও রাজি।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু, চেষ্টা করি পারিনা।
খসড়া
ভাল সব লাগাতে হয় ।অসহ্য জিনিস ও হাসি মুখে মেনে নিতে হয়।
মোঃ মজিবর রহমান
অনেক সময় মঙ্কে মানাতে চেষ্টা করি আবার ভুলে যায় স্রীতির অতল তলে সব তাগল হারিয়ে যায়।
ধন্যবাদ উপদেশ দেয়ার জন্য।
জিসান শা ইকরাম
জীবনটাই এমন
বিষাদগুলো সবসময়ই বড় আর ভারী মনে হয়।
ভালো লিখেছেন, আরো লিখুন।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ বস।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
এসব না ভালো লাগা নিয়েই এদিয়ে যেতে হবে সামনে। চেষ্টা করুন ভাইয়া ভালো লাগাতে।
মোঃ মজিবর রহমান
চেস্টা করি কিন্তু পারিনা।
কি করব তাও জানিনা।
ব্লগার সজীব
ভালো লেগেছে খুব ।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ সজিব।
লীলাবতী
ভালো লিখেছেন ভাইয়া।