ইচ্ছে ছিল দিব এনে তোমায়
পাহাড়ের চূড়া হতে নীল পদ্ম,
খোপায় রাখবে বেধেঁ,কপালেতে লাল টিপ
নিজেকে দিবে মেলে তোমার হৃয়ের আঙ্গিনায়।
অপেক্ষায় তোমার দু’চোখ ঘুমে কাতর
রাত যে হলো ভোর
পাখিঁদের কিচিমিচি ঘুম হল বিদায়
পাশ ফিরে চেয়ে দেখ আমি হীনা তুমি।
কি করব বলো ইচ্ছেটাকে দিতে হল কবর
সময়ের কাছে
সময় যে আর হয় না আমার
তোমায় আলিঙ্গনে।
অপেক্ষার প্রহর যখন হবে ক্ষ্যান্ত
বুঝবে সে দিন,এসেছে তোমার বসন্ত,
সেজে থেকো,যেমন করে সেজেছিলে
জীবনে প্রথম, আমার হয়ে তোমার বাসর রাতে।
১৯টি মন্তব্য
নীহারিকা
ইচ্ছে পুরণ হোক। হতাশা কেটে যাক -{@
মা মাটি দেশ
ধন্যবাদ
জিসান শা ইকরাম
ভালোবাসার সুন্দর প্রকাশ ।
মা মাটি দেশ
thanks
খসড়া
ভাল থাকুন সব সময় এই কামনা করি।
মা মাটি দেশ
ধন্যবাদ।
স্বপ্ন
ভালো লেগেছে ভাই ।
মা মাটি দেশ
থ্যাক ইউ।
প্রিন্স মাহমুদ
চমৎকার
মা মাটি দেশ
সহজ ভাষায়।
আদিব আদ্নান
অপেক্ষার আনন্দে থাকুন ।
মা মাটি দেশ
অপেক্ষাই জীবন
শুন্য শুন্যালয়
বাহ বেশ সুন্দর হয়েছে ভাইয়া …
মা মাটি দেশ
চেষ্টা করা।
মিথুন
ভালো লাগলো কবিতা … -{@
মা মাটি দেশ
(3 -{@
ছাইরাছ হেলাল
লিখতে জানলেই হবে ,
কবিতা লিখতে হবে না ।
মা মাটি দেশ
তার পরও ভয় যদি না হয়।
তৌহিদ
আপনি যে এত সুন্দর কবিতা লিখতে পারেন এই প্রথম জানলাম।