জনাব ভ্যালেন্টাইন সাহেবের মৃত্যু দিবসে গভীর শোক প্রকাশ করছি। এই উপলক্ষে আজ বিশ্ব অন্যরকম দু:খে ছিল। সবাই নিজ নিজ দু:খ ভাগ করে নেয়ার জন্য নিজের সব চেয়ে কাছের মানুষ বা মনের মানুষ বা সময় কাটানোর মানুষকে নিয়ে একান্তে নিরবতা পালন করেছে। পাশাপাশি বিভিন্ন দামি দামি রেস্টুরেন্ট গুলোতে তারা কাঙালী ভোজের আয়োজন করেছে।
হয়েছে সবই, যার মাঝে জনাব ভ্যালেন্টাইন সাহেবকে খুজে পাওয়া যায় নি!
ভালবাসতে বাসতে ফতুর করে দিব! আজকের দিনের স্লোগান হ্ওয়া উচিত ছিল এটা!
দুটি মনের মিল,কিছু ভালালাগার একাত্বতা আর বিশ্বাস নিয়ে ভালবাসা হয়।
কিন্তু কোথায় কি -টাকার যোগসূত্রতা,লোকচক্ষুর আড়ালে যাওয়া,আর অবিশ্বাস হচ্ছে এখন ভালবাসার মূল কথা!(তবে ব্যতিক্রম আছে)।
হয়তো ব্যাক্তি আর ক্ষেত্র বিশেষে এই ধারনা পরিবর্তন হতে পারে।
ভালোবাসা দিবস পালনের মাধ্যমে ভালবাসাকে নির্দিষ্ট একটি দিনের মধ্যে ফ্রেমবন্দি করা হয়। যেমন পলিও টিকা দিবসে শুধু পলিও খাওয়ানো হয় তেমনি… শুধুই ভালবাসা হবে!
প্রকৃত ভালবাসার কোন দেশ নাই, দিবস লাগে না, লাগেনা অতিরিক্ত খামখেয়ালীপনা!
যদি ভ্যালেন্টাইন সাহেব সত্যিই প্রকৃত ভালবাসার কারনে মারা যান তাহলে তার জন্য শোক প্রকাশ করছি।
১৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
খুব ভালো লিখেছেন… অনেক ধন্যবাদ…
আমার মন
-{@
জিসান শা ইকরাম
দুটি মনের মিল,কিছু
ভালালাগার একাত্বতা আর
বিশ্বাস নিয়ে ভালবাসা হয়।
কিন্তু কোথায় কি -টাকার
যোগসূত্রতা,লোকচক্ষুর
আড়ালে যাওয়া,আর
অবিশ্বাস হচ্ছে এখন
ভালবাসার মূল কথা! (y) —
খুব সুন্দর লেখা ।
ভালোবাসার প্রদর্শনি চলছে ।
আমার মন
তাই ত চলছে
ভোরের শিশির নীতেশ
(-3
আমার মন
^:^
রাতুল
(-3 (-3 (-3
আমার মন
^:^ -:-
ছাইরাছ হেলাল
চারিদিকে দেখছি শুধুই ভালোবাসা ।
মন্দ নয় তবে বেশি বেশি না হলেই হয় ।
আমার মন
🙂
মা মাটি দেশ
-{@ (y)
আমার মন
:=
লীলাবতী
ভালোবাসার অনুষ্ঠান আছে , ভালোবাসা নাই ।
আমার মন
হুম লীলাবতী।
প্রজন্ম ৭১
(y) (y) (-3
এই মেঘ এই রোদ্দুর
(y) (y) (y)